ব্রাজিলকে হারানো আর্জেন্টাইন যুবাদের মেসি, ‘ভামোস’

অলিম্পিকের মূলপর্বের টিকিট পাওয়ার পর আর্জেন্টিনা অনূর্ধ্ব–২৩ দলের খেলোয়াড়দের উচ্ছ্বাসএএফপি

দক্ষিণ আমেরিকা অঞ্চলের অলিম্পিক বাছাইয়ের ম্যাচটি ব্রাজিল ও আর্জেন্টিনার জন্য ছিল ‘ফাইনাল’। সেই ফাইনালে ব্রাজিল অনূর্ধ্ব-২৩ দলকে ১-০ গোলে হারিয়ে প্যারিস ২০২৪ অলিম্পিকের টিকিট পেয়েছে আর্জেন্টিনার যুবারা। দারুণ এ অর্জনে আর্জেন্টিনায় এখন উৎসবের আমেজ। অভিনন্দনে ভাসছে হাভিয়ের মাচেরানোর যুব দল।

মাচেরানোদের জন্য সবচেয়ে বড় অভিনন্দনবার্তাটা হয়তো এসেছে যুক্তরাষ্ট্র থেকে। মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামির হয়ে প্রাক্-মৌসুম প্রস্তুতি ম্যাচ খেলতে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রেই আছেন মেসি। সেখান থেকেই তিনি অভিনন্দনবার্তা পাঠিয়েছেন মাচেরানো আর তাঁর দলকে।

আরও পড়ুন

আর্জেন্টিনার ২০২২ কাতার বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক মেসি যুবাদের অভিনন্দন জানিয়েছেন এক শব্দে। আর্জেন্টিনার যুবাদের অভিনন্দন জানিয়েছেন আরেক বিশ্বকাপজয়ী তারকা আনহেল দি মারিয়াও।

মেসি ও দি মারিয়ার দুজনেই অভিনন্দন জানানোর জন্য বেছে নিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যম। মেসি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলের ম্যাচ জয়ের পর উচ্ছ্বাসের একটি ছবি দিয়ে লিখেছেন, ‘ভামোস।’ বাংলায় এর মানে দাঁড়ায় ছোটো বা চলো। একই সঙ্গে হাততালির চারটি ইমোজিও দিয়েছেন মেসি।

দি মারিয়াও তাঁর প্রতিক্রিয়া জানিয়েছেন ইনস্টাগ্রাম স্টোরিতে। একই ছবি ব্যবহার করে আর্জেন্টাইন উইঙ্গার লিখেছেন, ‘আর্জেন্টাইনদের জন্য কী দারুণ একটা ব্যাপার এটা! অভিনন্দন তোমাদের। এটা তোমাদের প্রাপ্যই ছিল।’

মেসি অবশ্য শুধু ইনস্টাগ্রাম স্টোরিতে অভিনন্দন জানিয়েই থেমে থাকেননি, ম্যাচ শেষে মাচেরানোকে ফোন দিয়ে সরাসরিই অভিনন্দন জানিয়েছেন। এ বিষয়ে ম্যাচ শেষে আর্জেন্টিনার যুব দলের কোচ মাচেরানো বলেছেন, ‘সে আমাদের অভিনন্দন জানিয়েছে। খুব খুশি সে। আমরা সবাই জানি, লিও জাতীয় দলের বড় ভক্ত। সে যুব দলের সব খোঁজখবরও রাখে। আমরা অলিম্পিকের বাছাই উতরানোর জন্য সে আমাদের অভিনন্দন জানিয়েছে।’

প্যারিস অলিম্পিকে খেলার ইচ্ছা এর আগেই প্রকাশ করেছিলেন মেসি। মাচেরানোও বলেছিলেন, মেসিকে দলে নিতে চান তিনি।