উয়েফা বর্ষসেরার লড়াইয়ের সেরা তিনে রিয়ালের দুজন

এবার উয়েফার বর্ষসেরা পুরুষ খেলোয়াড়ের পুরস্কার জেতার সুযোগ করিম বেনজেমার সামনেফাইল ছবি

গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগের সেরা খেলোয়াড় হয়েছেন। ২৭ গোল করে করিম বেনজেমা জিতেছেন লা লিগার সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পিচিচি ট্রফিও। দুটি টুর্নামেন্টেই চ্যাম্পিয়ন হয়েছে বেনজেমার দল রিয়াল মাদ্রিদ।

এবার উয়েফার বর্ষসেরা পুরুষ খেলোয়াড়ের পুরস্কার জেতার সুযোগ ফরাসি স্ট্রাইকারের সামনে। সেরার লড়াইয়ে শীর্ষ তিনে জায়গা পেয়েছেন বেনজেমা। যেখানে তাঁর সঙ্গী রিয়াল মাদ্রিদ সতীর্থ থিবো কোর্তোয়া ও ম্যানচেস্টার সিটির কেভিন ডি ব্রুইনাও। ১৫ জনের প্রাথমিক তালিকা থেকে বিচারকদের ভোটে শীর্ষ তিনে জায়গা পেয়েছেন তাঁরা। ২৫ আগস্ট ইস্তাম্বুলে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগের ড্র অনুষ্ঠানে ঘোষণা করা হবে বিজয়ীর নাম।

বেনজেমার সঙ্গে উয়েফার বর্ষসেরার দৌড়ে আছেন থিবো কোর্তোয়াও
ফাইল ছবি

চ্যাম্পিয়নস লিগে গত মৌসুমে ১২ ম্যাচে ১৫ গোল করেছেন বেনজেমা। তাঁর সতীর্থ থিবো কোর্তোয়া অবিশ্বাস্য সব সেভ করে হয়েছেন ফাইনালের ম্যাচসেরা। ওদিকে প্রিমিয়ার লিগে গত মৌসুমের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা ডি ব্রুইনা সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৫ ম্যাচে করেছেন ১৯ গোল, সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১৪টি। তবে তাঁর দল ম্যানচেস্টার সিটি বিদায় নিয়েছে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে, রিয়াল মাদ্রিদের কাছে হেরে।

রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি
ফাইল ছবি

এ ছাড়া পুরুষ দলের বর্ষসেরা কোচ হিসেবে সেরা তিনে জায়গা পেয়েছেন রিয়াল মাদ্রিদের কার্লো আনচেলত্তি, ম্যানচেস্টার সিটির পেপ গার্দিওলা ও লিভারপুলের ইয়ুর্গেন ক্লপ। ২০২০-২১ মৌসুমে চেলসির হয়ে চ্যাম্পিয়নস লিগ ও ইতালির হয়ে ইউরো জেতা জর্জিনিও জিতেছিলেন উয়েফার বর্ষসেরা পুরুষ খেলোয়াড়ের পুরস্কার।

সেরা তিন খেলোয়াড়

করিম বেনজেমা (রিয়াল মাদ্রিদ ও ফ্রান্স)
থিবো কোর্তোয়া (রিয়াল মাদ্রিদ ও বেলজিয়াম)
কেভিন ডি ব্রুইনা (ম্যানচেস্টার সিটি ও বেলজিয়াম)

সেরা তিন কোচ

কার্লো আনচেলত্তি (রিয়াল মাদ্রিদ)
পেপ গার্দিওলা (ম্যানচেস্টার সিটি)
ইয়ুর্গেন ক্লপ (লিভারপুল)