সাইকেল চালাতে চালাতে দল ঘোষণা স্পেন কোচের

মাদ্রিদে স্পেন জাতীয় দল ঘোষণা করেন কোচ লুইস এনরিকে।ছবি: এএফপি

যেকোনো ম্যাচ বা টুর্নামেন্টের দল ঘোষণা কীভাবে হয়?

হয় সংবাদ সম্মেলন করে নয়তো সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে অথবা সামাজিক যোগাযোগমাধ্যমে দল প্রকাশ করে। সচরাচর সংবাদ সম্মেলনেই স্কোয়াড প্রকাশের ঘটনা ঘটে বেশি; কারণ, কোন খেলোয়াড়কে কোন বিবেচনায় রাখা হলো বা বাদ দেওয়া হলো—সেই ব্যাখ্যাও দেন কোচ বা নির্বাচকেরা।

স্পেন কোচ লুইস এনরিক এমন একটা সংবাদ সম্মেলন করেছেন, জবাব দিয়েছেন নানা প্রশ্নের। কিন্তু স্কোয়াড ঘোষণা করতে গিয়ে অভিনব এক পদ্ধতি ব্যবহার করেছেন এনরিক। সাইকেল চালাতে চালাতে ঘোষণা করেছেন উয়েফা নেশনস লিগের জন্য ২৫ সদস্যের স্কোয়াড। খেলোয়াড়দের নাম বলার সঙ্গে তাল মিলিয়ে বেড়েছে সাইকেল চালানোর গতি।

আগামী ২৫ ও ২৮ সেপ্টেম্বর সুইজারল্যান্ড ও পর্তুগালের বিপক্ষে নেশনস লিগের ম্যাচ খেলবে স্পেন। কাতার বিশ্বকাপের আগে এ দুটিই তাদের শেষ আন্তর্জাতিক ম্যাচ। প্রতিযোগিতামূলক ম্যাচ হলেও ম্যাচ দুটিকে বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড পরীক্ষা-নিরীক্ষার মঞ্চ হিসেবে দেখা হচ্ছে। যে কারণে ২৫ সদস্যের বড় স্কোয়াড দিয়েছেন স্পেন কোচ এনরিকে।

দলে সুযোগ পাওয়া খেলোয়াড়দের নাম প্রকাশ করা হয় একটি অনলাইন ভিডিওর মাধ্যমে। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের অফিশিয়াল টুইটার পেজে রেকর্ডেড ভিডিওটি প্রচার করা হয়।

ভিডিওতে দেখা যায়, স্প্যানিশ সাইক্লিস্ট টিমের লাল-হলুদ পোশাক পরে রাজধানী মাদ্রিদের পাহাড়ি অঞ্চলে সাইকেল চালাচ্ছেন এনরিক। প্যাডেলে পা চালাতে চালাতে খেলোয়াড়দের নাম বলে যাচ্ছেন এক এক করে। ওপর থেকে ধারণ করা ভিডিও শটে ঘূর্ণমান রাস্তায় খেলোয়াড়দের নামও উঠতে থাকে পর্যায়ক্রমে।

আরও পড়ুন

প্রায় তিন মিনিটের ভিডিওটি প্রচারের পর সংবাদ সম্মেলনে মুখোমুখি হন ৫২ বছর বয়সী স্পেন কোচ। এ সময় তাঁকে বেশি প্রশ্নের মুখে পড়তে হয় আনসু ফাতি আর সের্হিও রামোসকে নিয়ে। গত বছর চোটে ভুগলেও চলতি মৌসুমে প্রথম থেকেই মাঠে আছেন রিয়াল মাদ্রিদের সাবেক অধিনায়ক।

অপরদিকে ১৯ বছর বয়সী ফাতিকে ধরা হয় স্পেন ফুটবলের আগামীর তারকা; তাঁকেও দলে রাখা হয়নি।

৩৬ বছর বয়সী রামোসের বিষয়ে এনরিকের বক্তব্য হচ্ছে তাঁর চেয়ে ভালো ফুটবলার আছে, ‘এক বছর পর সে ধীরে ধীরে নিজেকে ফিরে পাচ্ছে, এটা ভালো খবর। তবে আমার মতে আরও ভালো সেন্ট্রাল ডিফেন্ডার আমার হাতে আছে।’ এনরিকে তাঁর দলে সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে রেখেছেন এরিক গার্সিয়া (বার্সেলোনা), ডিয়েগো লরেন্তে (লিডস) পাউ তোরেস (ভিয়ারিয়াল) এবং হুগো গুইলার্ন (ভ্যালেন্সিয়া)।

আরও পড়ুন

ফাতির ক্ষেত্রে মূল কারণ অবশ্য চোটের ভোগান্তি। এবারের মৌসুমে বার্সেলোনার হয়ে এখন পর্যন্ত মাত্র ১১৯ মিনিট খেলেছেন তিনি। এনরিক ইঙ্গিত দিয়েছেন, এখনো বিশ্বকাপ দলে ঢোকার সুযোগ আছে ফাতির, ‘এ মৌসুমে ক্লাবের হয়ে মাত্র একটা ম্যাচে শুরুর একাদশে ছিল। আশা করি আবারও নিজের সেরা পর্যায়ে ফিরে আসবে ফাতি। তবে এই মুহূর্তে তাঁকে আমি তালিকায় রাখতে পারছি না। দীর্ঘ সময় না খেলার পর সে এখন আত্মবিশ্বাস ফেরানোর প্রক্রিয়ার মধ্যে আছে। যখন জাতীয় দল পর্যায়ে ফেরার মতো হবে, অবশ্য বিবেচনা করব।’

ফাতি, রামোস বা ইগো আসপাস– এখনও সবার জাতীয় দলে ফেরার সুযোগ আছে জানিয়ে এনরিকে বলেন, ‘কারও জন্য দরজা বন্ধ হয়নি।’