আল আহলির ৪৩তম লিগ জয়, বিশ্বে সবচেয়ে বেশি লিগজয়ী কারা

রেকর্ডটা অনেক আগে থেকেই আল আহলির। সবচেয়ে বেশিবার মিসরীয় প্রিমিয়ার লিগ জয়ের সেই রেকর্ডে আল আহলির ধারেকাছে কোনো ক্লাব নেই। এ নিয়ে মোট ৪৩ বার মিসরের সর্বোচ্চ ফুটবল লিগের ট্রফি জিতেছে আল আহলি। দ্বিতীয় স্থানটা জামালেকের, ওরা জিতেছে মাত্র ১৪ বার। বুঝতেই পারছেন, মিসরীয় প্রিমিয়ার লিগ মূলত এক ঘোড়ার দৌড়।

গত সোমবার আল আহলির ৪৩তম শিরোপা নিশ্চিত হয়েছে মাঠে না নেমেই। শিরোপার লড়াইয়ে এবার ওদের নিকটতম প্রতিদ্বিন্দ্বী পিরামিডস ক্লাব ২-১ গোলে সেরামিকা ক্লিওপাত্রার কাছে হেরে যাওয়ায় নিশ্চিত হয়ে যায় আল আহলির শিরোপা জয়।

তবে ঘরোয়া লিগে এমন একচ্ছত্র আধিপত্যের পরও আল আহলি বিশ্বে সবচেয়ে বেশিবার লিগজয়ী ক্লাব নয়। এই তালিকায় সবার ওপরের স্থানটা উত্তর আয়ারল্যান্ডের ক্লাব লিনফিন্ডের। আইরিশ ফুটবলের সর্বোচ্চ লিগে লিনফিল্ড চ্যাম্পিয়ন হয়েছে মোট ৫৬ বার। উত্তর আয়ারল্যান্ডের অন্য কোনো ক্লাব এর অর্ধেকসংখ্যক লিগ ট্রফিও জিততে পারেনি।

গ্রাফিকস: প্রথম আলো

লিগ, কাপ ও লিগ কাপ মিলিয়ে লিনফিল্ড এখন পর্যন্ত জিতেছে ১১১টি ট্রফি। ১৯২১-২২ মৌসুমে লিনফিল্ড ঘরোয়া ও ইউরোপিয়ান ফুটবলের মোট ৭টি টুর্নামেন্টে অংশ নিয়ে ৭টিই জিতেছে। এক মৌসুমে এত বেশি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ডও নেই বিশ্বের অন্য কোনো ক্লাবের।

বিশ্বের সবচেয়ে বেশিবার লিগজয়ী ক্লাবের তালিকায় এই মুহূর্তে দুই ও তিন নম্বর স্থান স্কটল্যান্ডের দুই ক্লাব রেঞ্জার্স ও সেলটিকের। রেঞ্জার্স লিগ জিতেছে ৫৪ বার, সেল্টিক ৫৩ বার। প্রতিষ্ঠার পর থেকে স্কটিশ লিগ মূলত এই দুই দলের লড়াই হয়ে উঠেছে। যেমন উরুগুয়ের ফুটবলের সর্বোচ্চ লিগ প্রিমেরা ডিভিশনও মূলত মন্টে ভিডিওর দিও ক্লাব পেনারল ও ন্যাসিওনালের লড়াই। পেনারল লিগ জিতেছে ৫৩ বার, ন্যাসিওনাল জিতেছে ৪৯ বার।

গ্রিসের অলিম্পিয়াকস লিগ জিতেছে ৪৭ বার, তালিকায় তারা ছয় নম্বর স্থানে, ৪৬ বার লিগ জিতে সাত নম্বরে প্যারাগুয়ের ক্লাব অলিম্পিয়া। এর পরের স্থানটাই আল আহলির। শীর্ষ দশে আরও আছে হন্ডুরাসের ক্লাব অলিম্পিয়া (৪৩ বার) ও হংকংয়ের ক্লাব সাউথ চায়না (৪১ বার)।