ওল্ড ট্রাফোর্ডে আজ ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে লিভারপুল। বাংলাদেশ সময় রাত একটায় শুরু হবে ম্যাচটি। হাই ভোল্টেজ ম্যাচটি শেষ পর্যন্ত হবে কি না, তা নিয়ে দুশ্চিন্তা ছিল।
বাজে সময়ের মধ্য দিয়ে যাওয়া ইউনাইটেডের সমর্থকেরা এ ম্যাচ শুরুর আগে প্রতিবাদ কর্মসূচি হাতে নিয়েছেন। ইউনাইটেডের মালিকপক্ষ গ্লেজার পরিবারের বিরুদ্ধে প্রতিবাদ জানাবেন সমর্থকেরা।
লিগে দুই ম্যাচ খেলে এখনো জয় পায়নি ইউনাইটেড। লিভারপুল নিজেদের দুই ম্যাচেই ড্র করেছে। প্রিমিয়ার লিগে সর্বশেষ আটবারের দেখায় লিভারপুলকে হারাতে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড। ২০১৮ সালের মার্চে প্রিমিয়ার লিগে লিভারপুলের বিপক্ষে সর্বশেষ জয়ের মুখ দেখেছে ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটি।
সেই জয়ের পর থেকে এ সময়ের মধ্যে চারজন কোচ পাল্টেছে ইউনাইটেড। নতুন কোচ এরিক টেন হাগ আসার পর লিভারপুলের বিপক্ষে এবার লিগে প্রথম মুখোমুখিতে কি জয় তুলে নিতে পারবে ম্যানচেস্টার ইউনাইটেড? নাকি শেষ হাসি হাসবে লিভারপুলই?
পাঠক, ভোটে আপনার মত দিন।