রোনালদোর সাবেক কোচ এবার সামলাবেন লেভানডফস্কিদের

পোল্যান্ড ফুটবল দলের কোচ হয়েছেন সান্তোসছবি: রয়টার্স

কাতার বিশ্বকাপের পর পর্তুগালের সঙ্গে আট বছরের সম্পর্ক শেষ হয়েছে ফার্নান্দো সান্তোসের। ভালো-মন্দের মিশেলে পর্তুগাল অধ্যায় শেষ করে পর্তুগিজ এই কোচ দায়িত্ব নিচ্ছেন পোল্যান্ড জাতীয় দলের। চুক্তির মেয়াদ ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত।
গত মঙ্গলবার পোলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সেজারে কুলেসা খবরটি নিশ্চিত করেছেন।

কাতার বিশ্বকাপে পোল্যান্ডের কোচ ছিলেন সেসওয়াফ মিখনিয়েভিৎস। চুক্তির মেয়াদ শেষ হওয়ায় পোলিশ ফুটবল ফেডারেশন তাঁর মেয়াদ বাড়ায়নি।

দায়িত্ব নিয়ে প্রথম সংবাদ সম্মেলনে ইউরোর গ্রুপ পর্বে জয় পাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন সান্তোস, ‘আজ হতে আমি একজন পোলিশ, আপনাদের মতোই একজন। আমরা ইউরোর গ্রুপ পর্বে খেলতে চাই, ম্যাচগুলোতে জিততে যাই।’

আরও পড়ুন

পোল্যান্ড ফুটবল দলের বর্তমান অধিনায়ক রবার্ট লেভানডফস্কি। বার্সেলোনায় এই স্ট্রাইকার ছন্দেই আছেন। ৩৪ বছর বয়সী এই পোলিশ এই স্ট্রাইকারের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হয়েছিল সান্তোসকে। জবাবে সান্তোস লেভানডফস্কির নাম উল্লেখ না করে বলেছেন, ‘প্রতিটি প্রতিভাবান ফুটবলারকে মাঠে নিজেদের প্রমাণ করতে হবে। তারা দলেরই অংশ।’

লেভানডফস্কির দলের সঙ্গে সান্তোসের চুক্তি ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত
ছবি: রয়টার্স

কোচ হিসেবে সান্তোস রক্ষণশীল ফুটবল কৌশলে বিশ্বাসী। বিশ্বকাপে প্রতিভাবান তরুণ খেলোয়াড়ে সমৃদ্ধ পর্তুগাল বেশি দূর এগোতে না পারার জন্য সান্তোসকেই দায়ী করেন অনেকে। যদিও ২০১৪ সালে রোনালদোদের দায়িত্ব নিয়ে দলটিকে ২০১৬ ইউরো জিতিয়েছিলেন। ২০১৯ সালে জেতান উয়েফা নেশন্স লিগের শিরোপাও। এর আগে ২০১২ সালে তার অধীন ইউরোর কোয়ার্টার ফাইনালে ওঠে গ্রিস।

আরও পড়ুন

পোলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান কুলেসাও জানান, এমন একজনকেই তাঁরা চেয়েছেন, যাঁর তারকাদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আছে, ‘আমরা এমন একজন কোচ চেয়েছিলাম, যাঁর জাতীয় দলে কাজ করার অভিজ্ঞতা আছে। যাতে তাঁকে এখানে এসে কাজ শিখতে না হয়। আমরা সফল একজন কোচ চেয়েছিলাম, যাঁর তারকাদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আছে।’

পোল্যান্ডের প্রধানমন্ত্রী ম্যাথুয়েজ মোরাউইচকও বিশ্বাস করেন, পোল্যান্ড ফুটবলকে ভালো মুহূর্তই উপহার দেবেন সান্তোস, ‘পোল্যান্ড ফুটবল দল, ভক্ত সমর্থকেরা সান্তোসের অধীন দারুণ কিছু মুহূর্তের সাক্ষী হবে।’

আরও পড়ুন