কেইনসহ ৬ খেলোয়াড়কে পিএসজিতে চান এনরিকে

পিএসজির নতুন কোচ লুইস এনরিকেছবি : পিএসজি ওয়েবসাইট

লিওনেল মেসির বিদায়ের পর কিলিয়ান এমবাপ্পেও এখন পিএসজি ছাড়ার পথে। মৌসুম শেষে ‘মেসি-নেইমার-এমবাপ্পে’র ত্রিফলা ভেঙে যাওয়ার পর আগামী মৌসুমে নতুন রূপে সামনে আসার অপেক্ষায় প্যারিসের ক্লাবটি।

মেসি-এমবাপ্পেকে ছাড়া নেইমারের দলের মূল তারকা হওয়ার খবরও শোনা যাচ্ছে। তাঁর সঙ্গে কোচ লুইস এনরিকের পুরোনো রসায়নও নতুন করে আশাবাদী করছে পিএসজিকে। তবে এটুকুতেই থামতে চান না এনরিকে।

স্প্যানিশ এই কোচ আগামী মৌসুম সামনে রেখে নতুন করে দল গঠনের কাজ করে যাচ্ছেন। যেখানে তাঁর মূল আগ্রহ হ্যারি কেইনকে ঘিরে। তবে কেইনের সঙ্গে আরও কিছু পজিশনে নতুন খেলোয়াড় দলে আনতে চান এনরিকে।

বায়ার্নের পর পিএসজি হ্যারি কেইনকে পেতে উঠেপড়ে লেগেছে
ছবি : টুইটার

সংবাদমাধ্যম স্পোর্টস জোনের বরাত দিয়ে ফুটবলভিত্তিক পোর্টাল গোলডটকম খবর দিয়েছে, এবারের দলবদলে অন্তত পাঁচ পছন্দের ফুটবলারকে দলে আনতে চান এনরিকে। তবে মার্কো ভেরাত্তি যদি ক্লাব ছেড়ে যান, সে ক্ষেত্রে সংখ্যাটা হবে ৬। এবারের দলবদলে ভেরাত্তির পিএসজি ছেড়ে সৌদি আরবের ক্লাব আল হিলালে যাওয়ার জোর গুঞ্জন শোনা যাচ্ছে। কোন পজিশনে এনরিকে কাকে চান, তা নিশ্চিত করে না বললেও একটি নাম অন্তত নিশ্চিত।

আরও পড়ুন

কেইনকে টটেনহাম থেকে পিএসজিতে নিয়ে আসার জন্য এনরিকে নাকি মরিয়া হয়ে আছেন। তবে কেইনকে আনাটা মোটেই সহজ হবে না। বায়ার্ন মিউনিখ এরই মধ্যে তাঁকে নিজেদের দলে আনার পথে অনেক দূর এগিয়ে গেছে। কেইন নিজেও নাকি বায়ার্নে যেতে আগ্রহী। তাঁর সঙ্গে নাকি বায়ার্ন কোচ টমাস টুখেলের কথাও হয়েছে। এমন পরিস্থিতিতে কেইনকে পাওয়াটা বেশ কঠিনই হবে পিএসজির জন্য। অনিশ্চয়তায় ভরপুর দলবদলে অবশ্য কোনো কিছু চূড়ান্ত হওয়ার আগে গতিপথ বদলে যাওয়ার উদাহরণ কম নয়। পিএসজি নিজেরাও এমন অনেক ঘটনার জন্ম দিয়েছে। তাই হয়তো এখনই আশা হারাতে চায় না তারা।

প্রাক্‌–মৌসুম প্রস্তুতি ম্যাচ খেলতে দল নিয়ে জাপানে গেছেন লুইস এনরিকে
ছবি : পিএসজি ওয়েবসাইট

স্পোর্টস জোন বলছে, কেইন ছাড়াও এনরিকে দুজন উইঙ্গার, একজন মিডফিল্ডার এবং একজন গোলরক্ষককে দলে আনতে চান। আর ভেরাত্তি ক্লাব ছাড়লে তাঁর একজন বদলিও। এনরিকের চাওয়ার তালিকায় নাকি ম্যানচেস্টার সিটি মিডফিল্ডার বের্নার্দো সিলভাও আছেন।

এরই মধ্যে পিএসজি অবশ্য মার্কো আসেনসিও, উগো একিতিকে এবং ম্যানুয়েল উগার্তের মতো বেশ কয়েকজন তারকাকে দলে ভিড়িয়েছে।