ড্রয়ের পর চ্যাম্পিয়নস লিগ জেতার সম্ভাবনা বেড়েছে পিএসজির, কমেছে রিয়ালের

চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের ড্রয়ে বার্সেলোনাকে পেয়েছে পিএসজিএএফপি

কখনো চ্যাম্পিয়নস লিগ না জেতা দলগুলোর মধ্যে এই প্রতিযোগিতায় সবচেয়ে বেশি ম্যাচ খেলার ‘রেকর্ড’টা আর্সেনালের। এখন পর্যন্ত ১৮৫ ম্যাচ খেলেও ইউরোপ–সেরার মঞ্চে ট্রফি হাতে তুলতে পারেনি ইংলিশ ক্লাবটি। মিকেল আরতেতার দল এবার যে তুলবে, সেই সম্ভাবনাও কমে গেছে কোয়ার্টার ফাইনালে ড্রয়ের পর।

শিরোপার দেখা ছাড়া সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডে আর্সেনালের পরেই অবস্থান পিএসজির (১৪৫)। গত এক দশকে এই ট্রফির জন্য প্রচুর টাকা ঢেলেও না জিততে পারার কারণে কখনো কখনো ট্রলের শিকারও হয় ক্লাবটি। ফুটবল পরিসংখ্যান ও তথ্য বিশ্লেষণ প্রতিষ্ঠান অপটা বলছে, এবারের কোয়ার্টার ফাইনাল ড্রয়ের পর চ্যাম্পিয়নস লিগ জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি বেড়েছে পিএসজিরই। আর শেষ আটেই মুখোমুখি হচ্ছে বলে সম্ভাবনা কমেছে ১৪ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ও বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির। অবশ্য শতাংশের হারে এখনো ট্রফি জয়ের সম্ভাবনায় এগিয়ে পেপ গার্দিওলার দলই।

শুক্রবার নিওনে অনুষ্ঠিত ২০২৩–২৪ চ্যাম্পিয়নস লিগ ড্রয়ে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের প্রতিপক্ষ চূড়ান্ত হয়েছে। শেষ আটের খেলার রিয়াল–সিটির পাশাপাশি অন্য তিনটি লড়াইয়ে মুখোমুখি হচ্ছে আর্সেনাল–বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা–পিএসজি এবং আতলেতিকো মাদ্রিদ–বরুসিয়া ডর্টমুন্ড। এর মধ্যে প্রথম দুই ম্যাচের জয়ী দল খেলবে একটি সেমিফাইনালে, পরের দুই ম্যাচের জয়ী দল অপর সেমিফাইনালে।

উয়েফা চ্যাম্পিয়নস লিগ ট্রফি
এএফপি

যুক্তরাজ্যভিত্তিক ক্রীড়া তথ্য–উপাত্ত নিয়ে কাজ করা প্রতিষ্ঠান অপটা সুপারকম্পিউটারের সাহায্যে চ্যাম্পিয়নস লিগে দলগুলোর সম্ভাবনা নিয়ে ভবিষ্যদ্বাণী প্রকাশ করেছিল, যা শুক্রবার কোয়ার্টার ফাইনাল ড্রয়ের পর হালনাগাদ করা হয়েছে। দেখা যাচ্ছে, ড্র নামের ‘লটারি’তে লাভ হয়েছে পিএসজি, ডর্টমুন্ড, আতলেতিকো আর বার্সেলোনার। বিপরীতে ট্রফি জয়ের সম্ভাবনা কমেছে সিটি, রিয়াল, আর্সেনাল ও বায়ার্নের।

আরও পড়ুন

ড্রয়ের আগে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনায় সবচেয়ে এগিয়েছিল সিটি, শতাংশের হারে ৩২.৪৮। এখনো সিটিই সবার ওপরে, তবে শেষ আটে রিয়াল মাদ্রিদের মতো দল প্রতিপক্ষ হওয়ায় এবং জিতলে সেমিফাইনালে আর্সেনাল বা বায়ার্নের মতো প্রতিপক্ষ সামনে থাকায় ৩.০২ শতাংশ সম্ভাবনা কমে গেছে।

ড্রয়ের আগে ট্রফি জয়ের দ্বিতীয় সর্বোচ্চ ১৭ শতাংশ সম্ভাবনা ছিল রিয়াল মাদ্রিদের। তবে শেষ আটের দ্বিতীয় লেগ ইতিহাদে হওয়ায় এবং সেমির সম্ভাব্য প্রতিপক্ষও বড় দল হওয়ায় রিয়ালের সম্ভাবনা কমে গেছে প্রায় ৪ শতাংশ (৩.৯৪)। মোটের ওপর রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়নদের এবার ট্রফি জেতার সম্ভাবনা কমে দাঁড়িয়েছে ১৩.০৬ শতাংশে, আট দলের মধ্যে তৃতীয় স্থানে।

ড্রয়ের পর রিয়ালকে টপকে সম্ভাবনায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে পিএসজি। ফরাসি ক্লাবটির প্রতিপক্ষ বার্সেলোনা এবার লা লিগায় ট্রফি খোয়াতে যাচ্ছে, আর সেমিফাইনালে উঠলে সামনে পাওয়া যাবে আতলেতিকো বা ডর্টমুন্ডের মতো দলকে।

আরও পড়ুন

সব মিলিয়ে পিএসজির ফাইনালে ওঠার সম্ভাবনা ২৫.০৮ শতাংশ থেকে বেড়ে ৩৯.৯৩ শতাংশ হয়ে গেছে। আর মোটের ওপর ট্রফিজয়ের সম্ভাবনা ৪.১৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৬.১৫–এ। আর্সেনালের সম্ভাবনা ০.৯৯ শতাংশ কমে এখন ১০.৯২ শতাংশ।

কোয়ার্টার ফাইনালে ওঠা অন্য চার দলের সম্ভাবনাই দশের নিচে। বায়ার্ন মিউনিখের ৯.৩৯ শতাংশ (কমেছে ১.৪০ শতাংশ), ডর্টমুন্ডের ৭.৮৬ শতাংশ (বেড়েছে ২.১২ শতাংশ), বার্সেলোনার ৭.১১ শতাংশ (বেড়েছে ১.২১ শতাংশ) এবং আতলেতিকোর ৬.০৫ শতাংশ (বেড়েছে ১.৮৩ শতাংশ)।