ছবির গল্পে মাঠের পেলে

শুধু তিনটি বিশ্বকাপ জয়ের জন্যই নয়, প্রতিভার দ্যুতিতে সবার চোখ ধাঁধিয়ে দেওয়ার জন্যও নয়, বরং ফুটবলের প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং সেটা পৃথিবীর মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার জন্যই পেলের কোনো তুলনা নেই। সেই অতুলনীয় পেলে কাল যাত্রা করলেন অনন্তের পথে। ২২ বছরের ফুটবল ক্যারিয়ার আর ৮২ বছরের জীবনকালে রেখে গেছেন অসংখ্য স্মৃতি। মাঠের খেলার তেমনই কিছু স্মৃতিময় ছবি পাঠকদের জন্য...
১ / ৬
পেলের পেশাদার ফুটবল ক্যারিয়ার শুরু হয় ১৯৫৬ সালে, সান্তোসের হয়ে
ফাইল ছবি: রয়টার্স
২ / ৬
পেলে বিশ্ব মঞ্চে নিজেকে চেনান সুইডেনে ১৯৫৮ বিশ্বকাপে। যদিও নিজেকে চেনানোর জন্য তাঁকে অপেক্ষা করতে হয় কোয়ার্টার ফাইনাল পর্যন্ত। যখন ওয়েলসের ব্যাকলাইন কাঁপিয়ে গোল করে দলকে জয় এনে দেন ফুটবলের রাজা
ফাইল ছবি: রয়টার্স
৩ / ৬
সান্তোসের হয়ে ১৯৬২ ও ১৯৬৩ সালে জেতেন আন্তমহাদেশীয় কাপ। ততদিনে ব্রাজিলের হয়ে জেতেন দুটি বিশ্বকাপও
ফাইল ছবি: রয়টার্স
৪ / ৬
১৯৬৯ সালের ১৯ নভেম্বর সান্তোস ও ভাস্কো দা গামার ম্যাচে ১০০০তম গোলটি করেন পেলে। তখনও তাঁর বয়স ৩০ হয়নি
ফাইল ছবি: রয়টার্স
৫ / ৬
সান্তোসের পর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক কসমসের হয়েও খেলেন পেলে
ফাইল ছবি: রয়টার্স
৬ / ৬
১৯৭০ বিশ্বকাপের ফাইনালে ইতালির বিপক্ষে ব্রাজিলের প্রথম গোল করেন পেলে। শেষ পর্যন্ত ৪–১ ব্যবধানে ম্যাচ জিতে তৃতীয় বিশ্বকাপ ট্রফি হাতে তোলেন তিনি
ফাইল ছবি: রয়টার্স