রোনালদোর বাঁ পায়ের গোল, আরব ক্লাব কাপের সেমিফাইনালে আল নাসর

রাজা কাসাব্লাঙ্কার বিপক্ষে গোলের পর রোনালদোর উচ্ছ্বাসছবি: টুইটার থেকে

আগের ম্যাচে দারুণ এক গোল করেছিলেন হেডে, যে গোলের সুবাদে দল জায়গা করে নিয়েছিল কোয়ার্টার ফাইনালে। এবার শেষ আটের ম্যাচে রোনালদো করলেন আরও একটি দারুণ গোল—বাঁ পায়ে।

রোনালদো দলকে এগিয়ে দেওয়ার পর গোল করলেন অন্য দুই সতীর্থও। যাতে ভর করে মরক্কোর রাজা কাসাব্লাঙ্কাকে ৩-১ গোলে হারিয়ে আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের সেমিফাইনালে উঠেছে সৌদি আরবে আল নাসর।

বুধবার সেমিফাইনালে মিসরের আল শর্তার বিপক্ষের খেলবে রোনালদোর দল।

আভার প্রিন্স সুলতান বিন আবদুল আজিজ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়ে খেলেছে আল নাসর। ম্যাচের দ্বিতীয় মিনিটেই ইন্টার মিলান থেকে আসা মিডফিল্ডার মার্সেলো ব্রজোভিচের বাড়ানো বলে গোলমুখে শট নেন তালিসকা। তবে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাঁ পায়ের শট আটকে দেন কাসাব্লাঙ্কা গোলরক্ষক। ১৮ মিনিটে রোনালদোর বাঁ পায়ের শট অবশ্য ঠেকানোর কেউ ছিল না। ডি বক্সের বাইরে থাকা রোনালদো তালিসকার কাছ থেকে বল পেয়েছিলেন অরক্ষিত অবস্থায়। সুযোগ পেয়ে সময় নিয়ে বাঁ পায়ে জোরালো শটে বল জালে জড়ান সিআরসেভেন।

এর দশ মিনিট পর আল নাসরকে দ্বিতীয় গোল এনে দেন সুলতান আল গাননাম। আর ৩৮তম মিনিটে স্কোরলাইন ৩-০ করে দেন সেকো ফোপানা।

আরও পড়ুন

তিন গোলে পিছিয়ে পড়া কাসাব্লাঙ্কা আর ঘুরে দাঁড়াতে পারেনি। ৪১ মিনিটে আবদুল্লাহ মাদুর আত্মঘাতী গোলে দলটির নামের পাশে এক গোল যোগ হয়।

দ্বিতীয়ার্ধে ৮২ মিনিটে আরেকটি গোলের সুযোগ তৈরি করেছিলেন রোনালদো। তবে বক্সের বাঁ দিক থেকে নেওয়া তার বাঁ পায়ের শট বারে গিয়ে আঘাত হানে। তবে দ্বিতীয় গোল না পাওয়ার আক্ষেপ না থাকলেও আরব ক্লাবগুলোর টুর্নামেন্টে সেমিফাইনালে ওঠার সন্তুষ্টি নিয়ে মাঠ ছাড়তে পেরেছেন।

আরও পড়ুন