গার্দিওলা চান, হলান্ড সব রেকর্ড ভেঙে ফেলুন

হলান্ডের গোল উদ্‌যাপনছবি: রয়টার্স

আর্লিং হলান্ড আর রেকর্ড যেন এখন সমার্থক। হলান্ড মাঠে নামলে নতুন কোনো রেকর্ড গড়বেন, এটাই যেন এখন নিয়মিত চিত্র। গতকাল রাতে লেস্টার সিটির বিপক্ষে ম্যাচটাও এর ব্যতিক্রম ছিল না। ইতিহাদে লেস্টারের বিপক্ষে হলান্ড খেলেছেন মাত্র ৪৫ মিনিট। কিন্তু জোড়া গোল পেতে এ সময়টুকুই তাঁর জন্য যথেষ্ট ছিল আর এই দুই গোলে মোহাম্মদ সালাহর একটি রেকর্ডে ভাগ বসিয়েছেন হলান্ড

৩৮ ম্যাচের লিগে এক আসরে সবচেয়ে বেশি গোলের রেকর্ডে এখন যৌথ মালিকানা হলান্ড-সালাহর। ২০১৭-১৮–তে লিভারপুলের হয়ে নিজের অভিষেক মৌসুমে দারুণ ছন্দে থেকে ৩২ গোল করেছিলেন সালাহ।

আরও পড়ুন

কিন্তু ‘গোলমেশিন’ হলান্ড ৩০ ম্যাচ শেষেই ছুঁয়ে ফেলেছেন সালাহকে। গতকাল পুরো ম্যাচ খেললে হয়তো সালাহকে ছাড়িয়েও যেতে পারতেন এই নরওয়েজীয় স্ট্রাইকার। লিগ শেষ হতে এখনো ৮ ম্যাচ বাকি। এই ৮ ম্যাচ খেলতে পারলে সালাহকে ছাড়িয়ে শেষ পর্যন্ত হলান্ড কোথায় গিয়ে থামেন, সেটাই এখন দেখার অপেক্ষা।

গতকাল রাতে ম্যাচ শেষে হলান্ডের এ রেকর্ড ভাঙা-গড়ার খেলা নিয়ে কথা বলেছেন কোচ পেপ গার্দিওলা। হলান্ডকে আরও অনেক রেকর্ড ভাঙতে দেখতে চান বলেও জানিয়েছেন সিটি কোচ।

ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা
ছবি: রয়টার্স

গার্দিওলা বলেছেন, ‘আমি চাই, সে সব রেকর্ড ভাঙুক। এর অর্থ হচ্ছে সে অনেক গোল করবে, যা দলকে সাহায্য করবে। কিন্তু আমি মনে করি, সে চায় শিরোপা জিততে। আমাদের এখনো ৮ ম্যাচ খেলতে হবে। সে সব কটি ম্যাচ খেলার জন্য অপেক্ষা করছে। আমাদের তাঁর যত্ন নিতে হবে। তাই ৪৫ মিনিট পর নেমে গিয়ে বিশ্রাম করা দরকার ছিল।’

আরও পড়ুন

এর আগেও একাধিক ম্যাচে পুরো ৯০ মিনিট হলান্ডকে খেলাননি গার্দিওলা। সেই ম্যাচগুলোতে পুরো সময় খেললে হলান্ডের গোলসংখ্যা আরও বেশি হতে পারত। গতকালও পুরো সময় খেললে হ্যাটট্রিক করে ফেলার সুযোগ ছিল সাবেক এই বুরুসিয়া ডর্টমুন্ড স্ট্রাইকারের। এখন পর্যন্ত চলতি মৌসুমে ৬টি হ্যাটট্রিক করেছেন হলান্ড।

আরও পড়ুন