‘চার ম্যাচে ১-০-তে হারার চেয়ে এক ম্যাচে ৪-০-তে হারা ভালো’

রোমা কোচ জোসে মরিনিওছবি: এএফপি

লিগের প্রথম চার ম্যাচে রোমার জালে বল ঢুকেছিল মোটে একবার। কিন্তু উদিনেসের বিপক্ষে নব্বই মিনিটেই হজম করতে হয়েছে ৪ গোল। যে দলের বিপক্ষে সর্বশেষ ১৯ ম্যাচের ১০টিতেই কোনো গোল হজম করতে হয়নি, তাদের বিপক্ষে ৪–০ ব্যবধানের এই হার রোমার জন্য বেশ বড়সড়ই।

শুধু ক্লাব হিসেবে রোমার জন্যই নয়, কোচ হিসেবে হোসে মরিনিও–র জন্যও এই হার অস্বস্তিকর। সিরি আ ক্যারিয়ারে এর আগে কখনোই এত বড় ব্যবধানে মরিনিও হারেননি।

তবে ৫৯ বছর বয়সী পর্তুগিজ কোচ এই হারে দমে যাওয়ার মানুষ নন। নিজের সিরি আ কোচিং ক্যারিয়ারে যা দেখেননি, আগের ম্যাচগুলোয় দলকে যে ছন্দে দেখা গেছে, সেখান থেকে ছন্দপতনের পর এমন বিশাল হারেও সান্ত্বনা খুঁজে পাচ্ছেন মরিনিও, ‘ম্যাচটি কঠিন ছিল। ওরা এমন প্রতিপক্ষ, যারা জানে এ ধরনের ম্যাচ কীভাবে খেলতে হয়। আমি তো বলব চার ম্যাচে ১–০ ব্যবধানে হারার চেয়ে এক ম্যাচে ৪–০–তে হারা ভালো। যদিও এই স্কোরলাইন আমাদের এবং সমর্থকদের জন্য হজম করা কঠিন। তবে এটাই জীবন। সামনে আরও খেলা আছে, আমাদের সামনে তাকাতে হবে।’

উদিনেসের বিপক্ষে নামার আগে মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান ছিল রোমার পক্ষে। সিরি আ–তে দুই দলের সর্বশেষ ১৯ দেখাতেই অপরাজিত ছিল রোমা, যেখানে দুই ড্রয়ের সঙ্গে জয়ই ছিল ১৭টি।

সিরি আ–তে লাৎসিও–র পর প্রতিপক্ষের মাঠে দ্বিতীয় সর্বোচ্চ জয়ও (৪৮ ম্যাচে ২১টি) উদিনেসের বিপক্ষে।

সেই দলই মাঠে নেমে এমন বিধ্বস্ত কীভাবে হলো, তার একটি ব্যাখ্যাও দিয়েছেন মরিনিও, ‘এটা এমন ম্যাচ, যেখানে প্রথম থেকে নিচে নেমে খেলাটা ঝুঁকিপূর্ণ। কারণ ওরা রক্ষণে ভালো। তারা জানে কীভাবে ম্যাচের তাল ধরে রাখতে হয়। আপনি যদি ওদের (উদিনেসে) বিপক্ষে নিচে নেমে যান, তাহলে সমস্যায় পড়ে যাবেন। শুরুতে দিবালা একটা ভালো সুযোগ এনে দিয়েছিল। কিন্তু উদিনেসে... প্রতিবারই তারা হয় প্রতিআক্রমণ করেছে নয়তো সুযোগ তৈরি করে গোল করেছে।’

পাঁচ ম্যাচ শেষে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চার নম্বরে এখন রোমা। শীর্ষে তিনে আছে নাপোলি, এসি মিলান ও আটালান্টা। রোমার পরবর্তী ম্যাচ বৃহস্পতিবার। ইউরোপা লিগের গ্রুপ পর্বের ম্যাচটিতে প্রতিপক্ষ বুলগেরিয়ান ক্লাব লুদোগোরেটস।