পিএসজিতে খেলে আমার কোনো লাভ হবে না : এমবাপ্পে

ছুটিতে ক্যামেরুনে বাবার গ্রামে ঘুরতে গেছেন কিলিয়ান এমবাপ্পেছবি : এএফপি

কিলিয়ান এমবাপ্পের ভবিষ্যৎ নিয়ে শোনা যাচ্ছে নানা গুঞ্জন। এমবাপ্পে আরেক মৌসুম থাকতে চাইলেও, চুক্তি নবায়ন না করলে তাঁকে এবারই ছেড়ে দেওয়ার কথা বলেছে ক্লাবটি। এরই মধ্যে তাঁর রিয়াল মাদ্রিদে যাওয়ার জোর সম্ভাবনার কথাও সামনে এসেছে।

তবে এমবাপ্পের দলবদল নিয়ে চলমান আলোচনার উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছে লেকিপ এবং ফ্রান্স ফুটবলকে দেওয়া তাঁর একটি সাক্ষাৎকার। ২০২২–২৩ সালের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতার পর সাক্ষাৎকারটি দিয়েছিলেন এমবাপ্পে। যেখানে লিগ আঁ ও পিএসজিতে নিজের ভবিষ্যৎ, চ্যাম্পিয়নস লিগ জেতার আকাঙ্ক্ষা, সাফল্য ক্ষুধাসহ নানা বিষয় নিয়ে কথা বলেছেন বিশ্বকাপজয়ী এ তারকা। এ সময় নিজের পারফরম্যান্স নিয়ে সব সময় অতৃপ্ত থাকার কথাও বলেছেন।

সাক্ষাৎকারে লিগ আঁ-তে নিজের ভবিষ্যৎ নিয়ে এমবাপ্পে বলেছেন, ‘লিগ আঁ-তে এটাই আমার শেষ মৌসুম বলে বিশ্বাস করার কারণ? বিষয়টা খুব সরল। আমি একজন প্রতিযোগী, যখনই আমি খেলি, জয়ের জন্যই খেলি। এটা কোনো ব্যাপার না যে আমি কার সঙ্গে খেলি, কোন জার্সি পরে খেলি। কোথায় খেলছি বা কোন বছর খেলছি, এসবও কোনো ব্যাপার না। জয়ে আমি কখনো সন্তুষ্ট না। আমি চ্যাম্পিয়নস লিগ জিততে চাই। আমি এখন ছুটিতে গিয়ে নিজেকে চাঙা করব, নিজের প্রাণশক্তি ফিরিয়ে আনব এবং সেই ক্ষুধা নিয়ে ফিরে আসব, যেটা সম্পর্কে সবাই জানে।’

চ্যাম্পিয়নস লিগ না জিতলেও এরই মধ্যে বিশ্বকাপ ও ক্লাব ফুটবলের অন্য অনেক ট্রফি জিতেছেন এমবাপ্পে। তবে এটুকুতে তৃপ্ত নন তিনি, ‘আমি সব সময় অতৃপ্ত। আমি যা করি, তাতে আমি কখনো মুগ্ধ না। এটা আমার নিজেকে বোঝার মূলমন্ত্র। কারণ যেটাই করি, নিজেকে বলি আমি এটা আবার করতে পারি এবং আরও ভালোভাবে করতে পারি। জেতার জন্য আমার এই ক্ষুধা আছে। আমি শুধু অংশগ্রহণ করার জন্য দলে থাকি না।’

তাঁকে অনেক সময়ই মানুষ ভুল বুঝে বলে দাবি এমবাপ্পের, ‘কখনো কখনো মানুষ মনে করে, আমি অহংকারী। কারণ, শুধু অংশ নেওয়াকে আমি ঘৃণা করি। এটা আমার স্বভাব না, এটা আমি না। আর যা আমি চাই, সেটা বলতেও ভয় পাই না। এমনকি যখন বিষয়টা আমার পক্ষে যায় না তখনো। আমি ব্যর্থতাতেও ভয় পাই না। এটা ফুটবল ক্যারিয়ারের অংশ। তবে আমার মধ্যে গভীর বিশ্বাস আছে যে আমি জন্মেছি জেতার জন্য। আর এটা আমি সবাইকে দেখাতে চাই।’

চ্যাম্পিয়নস লিগ শিরোপা এমবাপ্পে আর পিএসজির জন্য হয়ে আছে দীর্ঘশ্বাসের নাম
ছবি : টুইটার

প্রায় এক দশক ধরে চ্যাম্পিয়নস লিগের জন্য চেষ্টা করে যাচ্ছে পিএসজি। কিন্তু এখনো ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের ট্রফিটি ছুঁতে পারেনি ক্লাবটি। কেন পিএসজি চ্যাম্পিয়নস লিগ জিততে পারে না, জানতে চাইলে এমবাপ্পে বলেছেন, ‘আমি জানি না চ্যাম্পিয়নস লিগ জেতার জন্য পিএসজির কিসের অভাব। এই প্রশ্ন আমার জন্য না। আপনাকে তাদের সঙ্গে কথা বলতে হবে, যারা দল বানায়, স্কোয়াডকে সংগঠিত করে এবং ক্লাবকে গড়ে তোলে। আমি যতটা সম্ভব নিজের কাজটা করে যেতে চাই। আমি সেরা খেলোয়াড় ছিলাম। লিগ ওয়ানে টানা ৫ মৌসুম ধরে শীর্ষ গোলদাতা ছিলাম।’

নিজের অর্জন নিয়ে গর্বিত হলেও আরও ভালো করতে উন্মুখ বিশ্বকাপজয়ী এ তারকা বলেছেন, ‘অনেক কিছুই আমাকে গর্বিত করে। প্রথমত টানা শিরোপা জিতে যাওয়া, যে কারণে আমি ফুটবল খেলি। এটা সবচেয়ে কঠিন, এ কারণে সব খেলোয়াড় লড়াই করে। আর নিজের ব্যক্তিগত জায়গাটা ধরে রাখতে পেরে আমি আনন্দিত, এক মৌসুমে ৫০ গোল করেছি। আমি অসাধারণ কিছু মুহূর্ত পেয়েছি। দারুণ পারফরম্যান্স করেছি। যদিও এখনো মনে হয় আমি আরও ভালো করতে পারি।’

আরও পড়ুন

এমবাপ্পেকে নিয়ে সমালোচনারও শেষ নেই। তবে সমালোচনাকে স্বাভাবিকভাবেই নিতে চান এ ফরাসি তারকা, ‘আমি বছরের পর বছর অনেক গোল করে যাচ্ছি। তাই মানুষের কাছে এটাই স্বাভাবিক। আমি কখনো অভিযোগ করিনি যে, আমার পারফরম্যান্সকে তাচ্ছিল্য করা হয়েছে । আমি নিজেও মেসি ও রোনালদো যা করেছে, সেগুলোকেও কখনো তাচ্ছিল্য করেছি। তবে আমরা একটি ভোগবাদী সমাজে বাস করি। যেখানে আপনি যা করেছেন, তা ভালো। কিন্তু আপনাকে আবার করে দেখাতে হবে।’

আরও পড়ুন

এ সময় পিএসজিতে নিজের ভবিষ্যৎ খুব একটা উজ্জ্বল দেখেন না জানিয়ে এমবাপ্পে আরও বলেছেন, ‘আমার মনে হয়, পিএসজিতে খেলে আমার কোনো লাভ হবে না, কারণ এ দলটা ভাগ হয়ে যায়। হ্যাঁ অবশ্যই, এর ফলে অনেক রটনা তৈরি হয়, তবে এগুলো আমাকে খুব বেশি ভাবায় না। কারণ, নিজে কী করছি এবং কীভাবে করছি, তা আমি জানি।’