যেভাবে বেছে নেওয়া হবে ২০২৬ বিশ্বকাপের ৪৮ দল

৯ গ্রুপের ৯ চ্যাম্পিয়ন পাবে ২০২৬ বিশ্বকাপে টিকিট—পরশু রাতে আফ্রিকা মহাদেশের বিশ্বকাপ বাছাইয়ের ফরম্যাট ঘোষণা করেছে সিএএফ। বাকি মহাদেশগুলোর বেশির ভাগেরই বাছাইপর্ব অবশ্য এতটা সরল নয়। কোন মহাদেশ থেকে কীভাবে বাছাই করা হবে ২০২৬ বিশ্বকাপের ৪৮ দল…

২০২৬ বিশ্বকাপে খেলবে ৪৮টি দলছবি: টুইটার

এশিয়া

অংশগ্রহণকারী দল: ৪৭
সময়: ১২ অক্টোবর ২০২৩—১৪ অক্টোবর ২০২৫
১ম ও ২য় রাউন্ডের ড্র: ২৭ জুলাই ২০২৩

সবচেয়ে জটিল বাছাইপর্ব হবে এশিয়ায়। সব মিলিয়ে পাঁচ ধাপে অনুষ্ঠিত হবে এশিয়ার বাছাইপর্ব।

প্রথম রাউন্ড
২৭ জুলাই ফিফা র‌্যাঙ্কিংয়ে তলানিতে থাকা মহাদেশের ২২ দল হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে দুই লেগের প্লে-অফ খেলবে। জয়ী ১১ দল উঠবে দ্বিতীয় রাউন্ডে।

দ্বিতীয় রাউন্ড
র‌্যাঙ্কিংয়ে এশিয়ার শীর্ষ ২৫ দলের সঙ্গে যোগ দেবে প্রথম রাউন্ড পেরোনো ১১ দল। ৩৬ দলকে ৯টি গ্রুপে ভাগ করা হবে। হোম অ্যান্ড অ্যাওয়ে রাউন্ড রবিন লিগ শেষে প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল তৃতীয় রাউন্ডে উঠবে।

কাতার বিশ্বকাপে শেষ ষোলোতে উঠেছিল এশিয়ার দল দক্ষিণ কোরিয়া
ছবি: রয়টার্স

তৃতীয় রাউন্ড
১৮টি দলকে ৩টি গ্রুপে ভাগ করা হবে। হোম অ্যান্ড অ্যাওয়ে রাউন্ড রবিন লিগ শেষে তিন গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল ২০২৬ বিশ্বকাপের টিকিট পাবে। গ্রুপে তৃতীয় ও চতুর্থ হওয়া ছয় দল যাবে চতুর্থ রাউন্ডে।

চতুর্থ রাউন্ড
ছয়টি দলকে দুই গ্রুপে ভাগ করা হবে। সিঙ্গল লিগের পর্ব শেষে দুই গ্রুপ চ্যাম্পিয়ন বিশ্বকাপের টিকিট পাবে।

পঞ্চম রাউন্ড
চতুর্থ রাউন্ডের দুই গ্রুপ রানার্সআপ প্লে-অফ খেলবে। জয়ী দল যাবে আন্তমহাদেশীয় প্লে-অফে।

আরও পড়ুন

আফ্রিকা

অংশগ্রহণকারী দল: ৫৪
সময়: ১৩ নভেম্বর ২০২৩—১৮ নভেম্বর ২০২৫
ড্র: ১২ জুলাই ২০২৩

প্রথম রাউন্ড
৫৪টি দলকে ৯টি গ্রুপে ভাগ করা হবে। হোম অ্যান্ড অ্যাওয়ে রাউন্ড রবিন লিগ শেষে ৯ গ্রুপের ৯ চ্যাম্পিয়ন পাবে ২০২৬ বিশ্বকাপের টিকিট।

দ্বিতীয় রাউন্ড
সেরা চার গ্রুপ রানার্সআপ প্লে-অফ খেলবে। নকআউট প্লে-অফ শেষে একটি দল সুযোগ পাবে আন্তমহাদেশীয় প্লে-অফে।

উত্তর আমেরিকা

অংশগ্রহণকারী দল: ৩২
সময়: মার্চ ২০২৪—নভেম্বর ২০২৫
ড্র: সময় ঠিক হয়নি

তিন স্বাগতিক কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র সরাসরি খেলবে বিশ্বকাপে।

প্রথম রাউন্ড
আগামী নভেম্বরে ফিফা র‌্যাঙ্কিংয়ে মহাদেশের তলানির চার দল দুই লেগের দুটি প্লে-অফ খেলবে। জয়ী দুই দল দ্বিতীয় রাউন্ডে যাবে।

দ্বিতীয় রাউন্ড
৩০টি দলকে ৬টি গ্রুপে ভাগ করা হবে। সিঙ্গল লিগ শেষে গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্সআপরা তৃতীয় রাউন্ডে উঠবে।

তৃতীয় রাউন্ড
১২টি দল ৩ গ্রুপে ভাগ হয়ে খেলবে। ডাবল রাউন্ড রবিন লিগ শেষে তিন গ্রুপের চ্যাম্পিয়ন তিন দল বিশ্বকাপের টিকিট পাবে। সেরা দুই রানার্সআপ দল যাবে আন্তমহাদেশীয় প্লে-অফে।

আরও পড়ুন

দক্ষিণ আমেরিকা

অংশগ্রহণকারী দল: ১০
সময়: সেপ্টেম্বর ২০২৩—সেপ্টেম্বর ২০২৫

আগের মতোই ডাবল লিগ পদ্ধতিতে খেলবে মহাদেশের ১০ দল। শীর্ষ ৬ দল সরাসরি ২০২৬ বিশ্বকাপে সুযোগ পাবে। পয়েন্ট তালিকার সপ্তম দল সুযোগ পাবে আন্তমহাদেশীয় প্লে-অফে।

ওশেনিয়া

অংশগ্রহণকারী দল: ১১
সময়: ঠিক হয়নি
ড্র: সময় ঠিক হয়নি

এবারই প্রথম ওশেনিয়া অঞ্চল থেকে একটি দল সরাসরি বিশ্বকাপে যাবে। আর একটি দল যাবে আন্তমহাদেশীয় প্লে-অফে। কীভাবে খেলা হবে, সেটি এখনো ঠিক করেনি ওএফসি।

আরও পড়ুন

ইউরোপ

অংশগ্রহণকারী দল: ৫৫
সময়: মার্চ ২০২৫—নভেম্বর ২০২৫
ড্র: সময় ঠিক হয়নি

চার অথবা পাঁচ দলের ১২টি গ্রুপ করা হবে। ১২ গ্রুপ চ্যাম্পিয়ন সরাসরি বিশ্বকাপে যাবে। সেরা চার রানার্সআপ বিশ্বকাপে যাবে নাকি প্লে-অফ থেকে বাছাই করা হবে চার দল, সেটি এখনো ঠিক হয়নি।

আন্তমহাদেশীয় প্লে-অফ

প্লে-অফের ছয় দলের মধ্যে র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা শেষ চারটি দল দুটি নকআউট ম্যাচ খেলবে। জয়ী দুই দল র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দুই দলের বিপক্ষে নকআউট ম্যাচ খেলবে। জয়ী দুই দল বিশ্বকাপে যাবে।

প্লে-অফে কোন মহাদেশের কত দল