লিনগার্ডকে যে কারণে পাউন্ডের নোট ছুড়ে মেরেছেন ওয়েস্ট হামের সমর্থকেরা

নটিংহাম ফরেস্টের ইংলিশ উইঙ্গার জেসে লিনগার্ড

অনেক সময় গানের আসরে বিষয়টি দেখা যায়। শিল্পীর গানে মুগ্ধ হয়ে অনেকেই মঞ্চে টাকা ছুড়ে দেন। কেউ আবার শিল্পীর মাথার ওপর একের পর এক নোট ছড়াতে থাকেন। এমন একটি দৃশ্য কাল দেখা গেল ফুটবল মাঠেও। ইংলিশ প্রিমিয়ার লিগে উঠে আসা নটিংহাম ফরেস্টের উইঙ্গার জেসে লিনগার্ডের দিকে পাউন্ডের নোট ছুড়ে মেরেছেন ওয়েস্ট হামের সমর্থকেরা।

গানের আসরে দর্শকের টাকা ছুড়ে মারা আর কাল লিনগার্ডের দিকে ওয়েস্ট হামের সমর্থকদের পাউন্ড ছুড়ে মারার মধ্যে একটা পার্থক্য আছে। শিল্পীর দিকে দর্শকেরা টাকা ছুড়ে দেন ভালোবেসে আর লিনগার্ডের দিকে ওয়েস্ট হামের সমর্থকেরা পাউন্ড ছুড়ে মেরেছেন ঘৃণা প্রকাশ করতে।

আরও পড়ুন

নটিংহাম ফরেস্টে লিনগার্ডের অভিষেক হয় ৬ আগস্ট। নিউক্যাসলের মাঠে সেই ম্যাচে ২–০ গোলে হেরেছে তাঁর দল। কাল নটিংহাম ফরেস্টের হয়ে ঘরের মাঠে প্রথম খেলতে নামেন ইংলিশ উইঙ্গার। ঘরের মাঠে তাঁর অভিষেক বিষাদে ভরিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টাটাই করেছেন ওয়েস্ট হামের সমর্থকেরা।

ম্যাচটি নটিংহাম ফরেস্ট ১–০ গোলে জিতলেও লিনগার্ডের হয়তো খারাপ লেগেছে গ্যালারি থেকে ওয়েস্ট হামের সমর্থকেরা তাঁর দিকে পাউন্ডের নোট ছুড়ে মারায়।
কিন্তু ওয়েস্ট হামের সমর্থকেরা এমন কাজ কেন করেছেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে একটু পেছনে যেতে হবে। ২০১১ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের মূল দলে সুযোগ পাওয়া লিনগার্ডের সঙ্গে ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটির চুক্তির মেয়াদ শেষ হয়েছে এ বছরের জুনে। নতুন চুক্তি না হওয়ায় মুক্ত খেলোয়াড় হয়ে যান লিনগার্ড।

আরও পড়ুন

নতুন চ্যালেঞ্জের খোঁজে নামেন ইংলিশ উইঙ্গার। ওয়েস্ট হাম, রোমাসহ বেশ কয়েকটি ক্লাবে তাঁর যাওয়া নিয়ে গুঞ্জন শোনা গিয়েছিল। গত বছর ধার চুক্তিতে ৬ মাস ওয়েস্ট হামে খেলেছিলেন লিনগার্ড। সেই হিসাব করে ওয়েস্ট হামের সমর্থকেরা ভেবেছিলেন লিনগার্ড তাঁদের দলের সঙ্গেই চুক্তি করবেন। কিন্তু লিনগার্ড নটিংহাম ফরেস্টে নাম লেখানোয় তাঁর প্রতি রুষ্ট হন ওয়েস্ট হামের সমর্থকেরা।

লিনগার্ডের ওপর যে রুষ্ট, সেটা বোঝানোর সুযোগ হাতছাড়া করেননি ওয়েস্ট হামের সমর্থকেরা। তাঁর দিকে পাউন্ডের নোট ছুড়ে মারার রহস্য এটাই!

আরও পড়ুন