স্ত্রাসবুর্গের বিপক্ষে পিএসজি এমবাপ্পের গোলে জিতলেও লেঁসের সঙ্গে পারেনি, হেরেছে ৩-১ গোলে। ফ্রেঞ্চ কাপে অবশ্য শাতোরুর বিপক্ষে গালতিয়েরের দল জিতেছে ৩-১ গোলে।
পিএসজিতে ফিরে সতীর্থদের কাছ থেকে ‘গার্ড অব অনার’ পেয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। তাঁকে ক্লাবের পক্ষ থেকে ছোট্ট একটা ক্রেস্টও উপহার দেওয়া হয়েছে। তবে ‘লা পারিসিয়ান’ জানিয়েছে, ক্লাব কর্তৃপক্ষ মনে করে পিএসজির অনুশীলন মাঠে যা হয়েছে, সেটিই যথেষ্ট, নতুন করে লিগ ম্যাচে মেসিকে সংবর্ধনা দেওয়ার কিছু নেই।
পিএসজি কর্তৃপক্ষ অবশ্য ধর্তব্যে নিচ্ছে ফরাসি ফুটবলপ্রেমীদের অনুভূতিই। বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সকে হারানোটাই মূলত সমস্যা। পিএসজি তো হাজার হোক ফরাসি ফুটবলেরই মুখ। অঁজের বিপক্ষে ম্যাচে যদি মেসিকে বিশ্বকাপ জেতার জন্য সংবর্ধনা দেওয়া হয়, সেটি ফরাসি ফুটবলপ্রেমীদের অনুভূতিকে আঘাত করতে পারে। সে কারণেই নাকি পিএসজি কর্তৃপক্ষ এ ব্যাপারে পিছিয়ে যাচ্ছে।
পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ের অবশ্য বলেছিলেন, মেসি যেদিন প্রথম মাঠে নামবেন, সেদিন তাঁকে সংবর্ধনা না দেওয়ার কোনো কারণই নাকি তিনি খুঁজে পাচ্ছেন না। তিনি এ–ও বলেছিলেন, লিগ ম্যাচে মেসিকে সংবর্ধনা দেওয়ার ব্যাপারে তাঁর মনে কোনো সন্দেহ নেই।