এভারটনের বিরুদ্ধে মামলা আনচেলত্তির

সাবেক ক্লাব এভারটনের কর্তাদের আদালতে নিচ্ছেন কার্লো আনচেলত্তিছবি : এএফপি

এ যেন মড়ার উপর খাঁড়ার ঘা!

অর্থনৈতিক সংকটে এমনিতেই হাঁসফাঁস অবস্থা এভারটনের; নতুন স্টেডিয়াম বানাতে গিয়ে হিমশিম খাচ্ছে তারা। ক্লাবটিকে এ অবস্থায় রেখে চলে যাওয়া ঘোষণা দিয়েছেন তিন বোর্ড সদস্য। এর মধ্যে আদালত চত্বরে দৌড়ঝাঁপের খড়্গ নেমে এল।

এভারটনের বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছেন কার্লো আনচেলত্তি। রিয়াল মাদ্রিদের বর্তমান কোচ দেড় বছর ইংলিশ ক্লাবটিরও দায়িত্বে ছিলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, লন্ডনের উচ্চ আদালতে গত শুক্রবার এভারটনের সাবেক নিয়োগকর্তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন আনচেলত্তির আইনজীবী। মামলার বিষয়টি ‘সাধারণ বাণিজ্যিক চুক্তি ব্যবস্থা’র সঙ্গে সম্পর্কিত।

আদালত ও আনচেলত্তির আইনজীবীর পক্ষ থেকে এর চেয়ে বেশি তথ্য জানা যায়নি। দ্য গার্ডিয়ান এ ব্যাপারে এভারটন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে তারাও কোনো মন্তব্য করেনি।

করোনাকালে এভারটনে কঠিন সময় পার করেছেন আনচেলত্তি
ছবি : টুইটার

২০১৯ সালের ডিসেম্বরে সাড়ে চার বছরের চুক্তিতে এভারটনের প্রধান কোচ হন আনচেলত্তি। এর কদিন পরেই মহামারি করোনায় টালমাটাল হয়ে পড়ে বিশ্ব। অর্থনৈতিক সংকটে পড়ে যায় এভারটনও। যে কারণে গত কয়েক মৌসুম নামীদামি কোনো খেলোয়াড় কিনতে পারেনি মার্সিসাইডের ক্লাবটি। আনচেলত্তির মতো কোচকে পেয়েও তাই দলটি খুব একটা ভালো করতে পারেনি। ইংলিশ প্রিমিয়ার লিগের ২০১৯-২০ মৌসুমে ১২ নম্বরে ছিল তারা। পরের মৌসুমে একটু উন্নতি করে হয়েছিল দশম।

চুক্তির মেয়াদ প্রায় ৩ বছর বাকি থাকতেই ২০২১ সালের জুনে রিয়ালে ফিরে যান আনচেলত্তি। এভারটন ছাড়ার সময় হয়তো তাঁর পাওনা মিটিয়ে দেওয়া হয়নি। দুই বছর পর তাই ক্লাবটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছেন ‘কোচদের ডন’ খ্যাত এই ইতালিয়ান।
আনচেলত্তি চলে যাওয়ার পর এভারটনের অবস্থা আরও ভঙ্গুর হয়ে পড়ে। সর্বশেষ দুই মৌসুমে কোনোরকমে প্রিমিয়ার লিগে টিকে গেছে তারা। সদ্য সমাপ্ত মৌসুমের শেষ দিনে না জিতলে তো দ্বিতীয় বিভাগে নেমে যেতে হতো একসময়ের পরাশক্তিধর ক্লাবটিকে।

এভারটন কর্তৃপক্ষকে আনচেলত্তির আদালতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত ক্লাবটিকে আরও চাপে ফেলে দিল। এর ফলে লিভারপুলের ব্রামলি-মুর ডকে নতুন স্টেডিয়ামের নির্মাণকাজ শেষ করতে আরও সময় লেগে যেতে পারে। ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা ডেনিস বারেট-বাক্সেনডেল, প্রধান অর্থনৈতিক কর্মকর্তা ও প্রধান কৌশল প্রণয়ন কর্মকর্তা গ্র্যান্ট ইঙ্গলস এবং অনির্বাহী পরিচালক গ্রায়েম শার্প চলে যাওয়ায় পরিস্থিতি সামলানো আরও হয়ে পড়বে।

আরও পড়ুন

এই মুহূর্তে এভারটনের ৯৪ শতাংশের মালিক ইরানি বংশোদ্ভূত ব্রিটিশ ব্যবসায়ী ফরহাদ মোশিরি। ক্লাবের অর্থনৈতিক সংকট কমাতে মোশিরি আরও বিনিয়োগ করবেন বলে কদিন আগেই এক প্রতিবেদনে জানিয়েছিল দ্য গার্ডিয়ান। এখন শোনা যাচ্ছে, ১০ হাজার ২১৩ কোটি টাকা ঢেলেও কোনো কানাকড়ি না পাওয়ায় ও নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় ক্লাবের মুখ ফিরিয়ে নিতে পারেন তিনি।