কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে আজ নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ মুখোমুখি হবে স্বাগতিক নেপালের। বাংলাদেশ সময় বিকেল ৫টা ১৫ মিনিটে খেলা শুরু হবে।

নারী সাফের ষষ্ঠ আসরে দ্বিতীয়বার ফাইনাল খেলছে বাংলাদেশ। এর আগে ২০১৬ সালে শিলিগুড়ি সাফের ফাইনালে ভারতের কাছে হারতে হয় ৩–১ ব্যবধানে। আজ শিরোপা জয়ের চোয়ালবদ্ধ প্রতিজ্ঞা নিয়েই মাঠে নামবেন সাবিনা খাতুনেরা।

বয়সভিত্তিক ফুটবলে বাংলাদেশ একাধিকবার হারিয়েছে নেপালকে। কিন্তু জাতীয় দলের কাছে নেপাল আজও অজেয়। সাফ, এসএ গেমস ও অলিম্পিক বাছাই মিলিয়ে দুই দল আটবার মুখোমুখি হয়েছে। নেপাল জিতেছে ছয়বারই, বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে। তার ওপর নেপালের মেয়েরা খেলবে নিজেদের মাঠে, ঘরের দর্শকদের সমর্থন নিয়ে। তবে গত পাঁচ আসরের তুলনায় এবারের সাফে মন ভরানো ফুটবল খেলছে বাংলাদেশ।

এবারের সাফ চ্যাম্পিয়নশিপে দারুণ ছন্দে আছেন সাবিনা খাতুন (মাঝে)
ছবি: বাফুফে

এখন পর্যন্ত চার ম্যাচে বাংলাদেশের জালে গোল দিতে পারেনি কোনো দলই। অন্যদিকে বাংলাদেশ প্রতিপক্ষের জালে করেছে ২০ গোল, নেপাল করেছে ১১ গোল। টুর্নামেন্টে এরই মধ্যে দুটি হ্যাটট্রিক করেছেন বাংলাদেশের ফরোয়ার্ড সাবিনা। রক্ষণে আঁখি খাতুন, মাসুরা পারভীন, শিউলি আজিম ও শামসুন্নাহার চীনের প্রাচীর তুলে রাখেন প্রতি ম্যাচেই। মাঝমাঠের আস্থা মারিয়া মান্দা ও মনিকা চাকমা। পাঠক, বাংলাদেশ কি আজ পারবে নেপালকে হারিয়ে নারী সাফ চ্যাম্পিয়নশিপ জিততে?

ভোটে আপনার মতামত দিন।