মেসির ফিফা দ্য বেস্ট জয়ের সমালোচনাকে অদ্ভুত ভাবছেন স্কালোনি

লিওনেল মেসির সঙ্গে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিএএফপি

লন্ডনে ফিফা দ্য বেস্ট পুরস্কার ঘোষণার কিছুদিন পর দুবাইয়ে হয়েছে গ্লোব সকার অ্যাওয়ার্ডের অনুষ্ঠান। কিলিয়ান এমবাপ্পে-আর্লিং হলান্ডকে ছাপিয়ে এবারের ফিফা দ্য বেস্ট জিতেছেন লিওনেল মেসি। আর দুবাইয়ে গ্লোব সকার অ্যাওয়ার্ডে ফ্যানস ফেবারিট পুরস্কার পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো।

হলান্ডকে পেছনে ফেলে মেসির সেরা হওয়াটা বিস্ময় হয়েই এসেছিল। সেরা নির্বাচনের পদ্ধতি নিয়েও প্রশ্ন তুলেছিলেন অনেকে। বিশ্বকাপের সময়টা যেহেতু এই পুরস্কারের জন্য বিবেচ্য ছিল না, তাই মেসির হাতে দ্য বেস্ট ওঠা নিয়ে প্রশ্ন থাকতেই পারে!

আরও পড়ুন
গ্লোব সকার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। সেই অনুষ্ঠানে কথা বলতে গিয়ে ফিফা দ্য বেস্ট পুরস্কারের সমালোচনা করেছেন তিনি
এএফপি

গ্লোব সকারের পুরস্কারটি পাওয়ার পর ফিফা দ্য বেস্ট নিয়ে কথা বলেছেন ছয় বছর আগে সর্বশেষ ব্যালন ডি’অর ও দ্য বেস্ট পুরস্কার জেতা রোনালদোও। পর্তুগিজ তারকা সেখানে দাবি করেছিলেন, ব্যালন ডি’অর আর দ্য বেস্ট—দুটি পুরস্কারই বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলছে। ৩৮ বছর বয়সী রোনালদো মনে করেন, গোলসংখ্যার ভিত্তিতে পুরস্কার দেওয়া উচিত। ২০২৩ সালে সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বোচ্চ ৫৪ গোল করা রোনালদো বলেননি, কাকে পুরস্কারটি দেওয়া উচিত হয়নি বা কার এবার পুরস্কার পাওয়া উচিত ছিল

শিষ্যের স্বীকৃতিপ্রাপ্তিতে এমন সমালোচনা ওঠায় শেষ পর্যন্ত আর চুপ থাকতে পারেননি মেসির জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি। আর্জেন্টিনার বিশ্বকাপ জেতানো কোচ স্পেনের সংবাদমাধ্যম মার্কাকে বলেছেন, মেসির ফিফা দ্য বেস্ট পুরস্কার জয়ের সমালোচনা করটা একটা অদ্ভুত ব্যাপার।

আরও পড়ুন
আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি
এক্স

স্কালোনির কথা ছিল এ রকম, ‘আমার মনে হয়, বিতর্কটা ফুটবলের গণ্ডির বাইরে চলে গেছে। সে (মেসি) কেন এটা জিতেছে, এ নিয়ে কোনো ফুটবলার বা কোচের মধ্যে বিতর্ক আছে বলে মনে হয় না আমার। হলান্ড বা এমবাপ্পে যদি এটা জিতত, তাহলেও ঠিকই হতো। এটা আসলে সংবাদমাধ্যমের বিষয়। ফুটবলের লোকেরাই যখন এটার জন্য ভোট দিয়েছে, তখন এ নিয়ে সমালোচনা করাটা অদ্ভুত।’

সর্বশেষ ফিফা দ্য বেস্টে মেসির সঙ্গে দৌড়ে ছিলেন ম্যানচেস্টার সিটির নরওয়েজীয় স্ট্রাইকার হলান্ড ও পিএসজির ফরাসি ফরোয়ার্ড এমবাপ্পে। হলান্ড গত বছর সিটিকে চ্যাম্পিয়নস লিগ, প্রিমিয়ার লিগ ও এফএ কাপ জেতাতে রেখেছেন দারুণ ভূমিকা। আর এমবাপ্পে পিএসজিকে জিতিয়েছেন ফ্রেঞ্চ লিগ ‘আঁ’ শিরোপা। অন্যদিকে মেসি ইন্টার মায়ামির হয়ে জিতেছেন লিগস কাপের শিরোপা।

আরও পড়ুন