২৬ শট নিয়েও গোল নেই জার্মানির, সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের আরেকটি হার

হারের পর হতাশ রুডিগার ও গোসেনসরারয়টার্স

আগামী বছর ইউরো হবে জার্মানিতে। আয়োজক হিসেবে অংশগ্রহণ নিশ্চিত থাকায় জার্মানিকে এবার বাছাইপর্ব খেলতে হচ্ছে না। খেলতে হলে যে কী হতো, সেই শঙ্কা হতেই পারে জার্মান সমর্থকদের। কাতার বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া দলটি গত ছয় মাসেও নিজেদের গুছিয়ে নিতে পারেনি, যার জের ধরে আবারও হেরেছে জার্মানি।

গত রাতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পোল্যান্ডের কাছে ১-০ ব্যবধানে হেরেছে হ্যান্সি ফ্লিকের দল। ১৯৩৩ সালের পর এ নিয়ে দ্বিতীয়বার পোলিশদের কাছে হারল জার্মানি। আর কাতার বিশ্বকাপের পর চার ম্যাচ খেলে এটি তাদের তৃতীয় জয়হীন ম্যাচ।

পোল্যান্ডের ওয়ারশ ন্যাশনাল স্টেডিয়ামে জার্মানি খেলতে নেমেছিল একাদশে ৯ পরিবর্তন নিয়ে। গত সপ্তাহে ইউক্রেনের বিপক্ষে ৩-৩ ড্র করা ম্যাচের দল থেকে অধিনায়ক জশুয়া কিমিচ আর অ্যান্টনিও রুডিগারই শুধু জায়গা ধরে রাখেন। ২১ বছর বয়সী ডিফেন্ডার ম্যালিক থিয়াওকে অভিষেক করান জার্মান কোচ।

পোল্যান্ডের হয়ে শেষ ম্যাচ খেলেন জ্যাকব ব্লাজিকোভস্কি
টুইটার থেকে

পোল্যান্ডের জন্য ম্যাচটি ছিল জ্যাকব ব্লাজিকোভস্কিকে বিদায় জানানোর। ৩৭ বছর বয়সী এই উইঙ্গার পোল্যান্ডের হয়ে ১০৯তম ম্যাচ খেলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান। প্রায় এক দশক বরুসিয়া ডর্টমুন্ডে খেলা ব্লাজিকোভস্কিকে উঠে যাওয়ার সময় দাঁড়িয়ে অভিবাদন জানায় জার্মানি ও পোল্যান্ডের খেলোয়াড়রা।

ম্যাচের নায়ক অবশ্য ব্লাজিকোভস্কি নন, সেটা জ্যাকব কিওর। ম্যাচের ৩১ মিনিটে হেডে গোল করে পোল্যান্ডকে এগিয়ে দেন আর্সেনালে খেলা এই ২৩ বছর বয়সী ডিফেন্ডার।

পোল্যান্ডের জয়ের নায়ক জ্যাকব কিওর
রয়টার্স

পোল্যান্ড গোল পেলেও ম্যাচজুড়ে বেশি আক্রমণ করেছে জার্মানিই। বিশেষ করে দ্বিতীয়ার্ধে। গোল শোধে মরিয়া জার্মান কোচ শেষ দিকে আক্রমণভাগেই পাঁচটি পরিবর্তন আনেন। তবে কিমিচ, কাই হাভার্টজ, নিকলাস ফুলক্রুগ, থিয়াও, রবিন গোজেনস, লিও গোর্তোকাদের একের পর এক প্রচেষ্টার কোনোটিই কাজে লাগেনি।

বেশির ভাগই বাধা পায় পোলিশ রক্ষণ, গোলমুখে দেয়াল হয়ে দাঁড়ান গোলরক্ষক ওজেক সেজনি। সব মিলিয়ে পোল্যান্ড রক্ষণে ৯০ মিনিটে মোট ২৬টি শট নেয় জার্মানি। যার মধ্যে ৯টি লক্ষ্যে থাকলেও একটিও জালে যায়নি। বিপরীতে পুরো ম্যাচে মাত্র দুটি শট নেয় পোল্যান্ড, যার একটি ছিল লক্ষ্যে, সেটিই গোল।

কাই হাভার্টজরা জার্মানিকে গোল এনে দিতে পারেননি
রয়টার্স

১৯৩৩ সালের পর থেকে এটি ছিল জার্মানি-পোল্যান্ডের ২২তম ম্যাচ। দীর্ঘ এই সময়ে ১৩টিতে জিতেছে জার্মানি, পোল্যান্ড মাত্র দুটি। শুক্রবার রাতের আগে পোল্যান্ডের একমাত্র জয় ছিল ২০১৫ ইউরো বাছাইয়ে (৩-১)। সব মিলিয়ে সর্বশেষ ১০ ম্যাচে জার্মানির জয়ই মাত্র তিনটিতে।

আরেকটি ইউরো যখন সামনে, তখন জার্মানির এমন ছন্দহীনতা দুশ্চিন্তার কি না—ম্যাচ শেষে এমন প্রশ্ন করা হয়েছিল ফ্লিককে। জার্মান কোচের জবাবে ছিল নির্ভার ভাবনার প্রকাশ, ‘এখনো বহু দিন বাকি। যথেষ্ট সময় আছে। এ সময়ের মধ্যে আমরা পথ খুঁজে পাব বলে আমি আত্মবিশ্বাসী। আগামী জুনের মধ্যে দলটি সব বিভাগে কার্যকর হয়ে উঠবে।’

৪৫ মিনিট খেললেও গোল পাননি রবার্ট লেভানডফস্কি
রয়টার্স

আন্তর্জাতিক বিরতিতে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে জার্মানি। মঙ্গলবারের ম্যাচটিতে প্রতিপক্ষ লাতিন আমেরিকার দেশ কলম্বিয়া।