সেই রিয়ালের কাছে কি বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকাকেও হারাবে লিভারপুল
গতকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে লিভারপুল সমর্থকদের হাহাকার। দলের অন্যতম সেরা তারকাদের একজন ট্রেন্ট আলেকজান্ডার–আরনল্ডের ক্লাব ছাড়া নিয়েই মূলত এই হাহাকার। লিভারপুলের সঙ্গে আরনল্ডের সম্পর্ক ২০ বছরের।
ক্লাব সমর্থকদের আবেগের অংশও হয়ে উঠেছিলেন এই রাইটব্যাক; কিন্তু সব আবেগ পেছনে ফেলে এবার নতুন ঠিকানায় নিজের ভবিষ্যৎ গড়তে চান এই ইংলিশ তারকা। এখনো চূড়ান্ত ঘোষণা না এলেও আরনল্ডের রিয়াল মাদ্রিদে যাওয়া একরকম নিশ্চিত।
আরনল্ডের ক্লাব ছাড়ার ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন লিভারপুল সমর্থকেরা। কেউ কেউ তাঁর ক্লাব ছেড়ে যাওয়াকে বিশ্বাসঘাতকতা হিসেবেও দেখছেন। এমনকি ক্লাব ছাড়ার কারণে সিবিল রোডে আরনল্ডের বিখ্যাত দেয়ালচিত্রটিও মুছে দেওয়ার গুঞ্জনও শোনা যাচ্ছিল।
তবে একাধিক ইউরোপিয়ান সংবাদমাধ্যম জানিয়েছে, আপাতত আরনল্ডের দেয়ালচিত্র নষ্ট করার কোনো সম্ভাবনা নেই। তবে দেয়ালচিত্র থাকুক বা না থাকুক, আরনল্ডের ক্লাব ছাড়ার ঘটনা লিভারপুল সমর্থকদের মনে ক্ষত হয়েই থাকবে।
এদিকে আরনল্ডকে হারানোর ক্ষত সারার আগেই অন্য আতঙ্ক ভর করেছে লিভারপুল সমর্থকদের মনে। চলতি মৌসুমে লিভারপুলের লিগ শিরোপা জয়ের অন্যতম নায়ক অ্যালেক্সিস ম্যাক আলিস্টারও নাকি ক্লাব ছেড়ে যেতে পারেন। তাঁকেও কিনতে চায় সেই মাদ্রিদ।
কিছুদিন ধরে একাধিক সংবাদমাধ্যম ম্যাক আলিস্টারের সঙ্গে রিয়ালকে জড়িয়ে খবর প্রকাশও করেছে। গুঞ্জন আছে, ম্যাক আলিস্টারের জন্য রিয়াল নাকি প্রস্তাবও তৈরি করছে। বিশেষ করে এই মৌসুমে মিডফিল্ডে যে ঘাটতি ছিল আগামী মৌসুমে ম্যাক আলিস্টারকে দিয়ে তা মেটাতে চায় তারা।
এর আগে ম্যাক আলিস্টার অবশ্য নিজের ভবিষ্যৎ নিয়ে বলেছিলেন, ‘এই ক্লাবের প্রতি আমার অনেক দায়িত্ব। আমার মনে হয় না অন্য কোনো প্রতিষ্ঠান নিয়ে ভাবার প্রয়োজন আছে। গুঞ্জনগুলো আমিও শুনেছি। খবরগুলো আমার কাছে পৌঁছেছে। তবে আমার কাছে বর্তমানই অধিক গুরুত্বপূর্ণ।’
তবে ফুটবলের দলবদলে শেষ কথা বলে কিছু নেই। এখন সামনের দিনগুলোয় ম্যাক আলিস্টারের দলবদল কি নাটক সামনে আসে সেটাই দেখার অপেক্ষা।