লিভারপুল তারকার বাবাকে উদ্ধারে বনে পুলিশের অভিযান

দিয়াজের মাকে উদ্ধার করা সম্ভব হলেও এখনো বাবার সন্ধান পাওয়া যায়নিছবি : টুইটার

লিভারপুল উইঙ্গার লুইস দিয়াজের বাবা মানুয়েল দিয়াজকে উদ্ধারে উত্তর কলম্বিয়ার একটি বনে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই স্পোর্টস এ খবর দিয়েছে।

গত শনিবার কলম্বিয়ার বারানকাস শহরের একটি পেট্রল স্টেশনে গিয়েছিলেন দিয়াজের বাবা মানুয়েল ও মা সিলেনিস মারুলান্দা। তখন অপহরণের ঘটনা ঘটে। কয়েকজন অস্ত্রধারী মোটরসাইকেলে এসে দিয়াজের মা-বাবাকে তুলে নিয়ে যায়। অপহরণের কয়েক ঘণ্টার মধ্যে পুলিশ কলম্বিয়া-ভেনেজুয়েলা সীমান্তবর্তী এলাকার চারপাশের রাস্তা অবরোধ করে দিয়াজের মা মারুলান্দাকে উদ্ধার করে। তবে তাঁর বাবা মানুয়েলের সন্ধান এখনো পাওয়া যায়নি।

স্কাই স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, কলম্বিয়া-ভেনেজুয়েলা দুই দেশজুড়ে বিস্তৃত পার্বত্য বনাঞ্চলে পুলিশ মানুয়েল দিয়াজের সন্ধানে নেমেছেন। কলম্বিয়ার সামরিক বাহিনীর সদস্যরাও এতে যোগ দিয়েছেন।  

বাবা–মায়ের অপহরণের খবর শুনে কলম্বিয়ায় ফিরে গেছেন লিভারপুল উইঙ্গার লুইস দিয়াজ
ছবি : টুইটার

কেউ দিয়াজের বাবার ব্যাপারে কোনো তথ্য দিতে পারলে পুলিশ তাঁকে ৪ লাখ ৮০ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৫ কোটি ২৮ হাজার টাকা) অর্থ পুরস্কার প্রদানের ঘোষণাও দিয়েছে। সাম্প্রতিক সময়ে কলম্বিয়ায় চাঁদাবাজি ও অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনা বেড়ে গেছে। দেশটির অপরাধী ও বিদ্রোহী গোষ্ঠীগুলো তাদের কার্যক্রম চালিয়ে যেতে অর্থায়নের জন্য সাধারণ মানুষকে অপহরণ করছে।

কর্তৃপক্ষের ধারণা, এই অপরাধচক্রই দিয়াজের বাবাকে অপহরণ করেছে। দেশটির কর্মকর্তারা দিয়াজের বাবাকে ভেনেজুয়েলায় পাচারের সম্ভাবনার বিষয়টিও উড়িয়ে দিচ্ছেন না। মানুয়েলকে কলম্বিয়ান পুলিশের নাগালের বাইরে নিয়ে যেতেই অপহরণকারীরা তাঁকে পার্শ্ববর্তী দেশ ভেনেজুয়েলায় পাচার করে থাকতে পারে। তবে এখন পর্যন্ত কোনো সশস্ত্র গোষ্ঠী দিয়াজের মা-বাবাকে অপহরণের দায় স্বীকার করেনি।

৬ কোটি ৬৮ লাখ ডলারের (৭৩৪ কোটি ৭৫ লাখ টাকা) বিনিময়ে দিয়াজকে গত বছর পোর্তোর কাছ থেকে ছাড়িয়ে নেয় লিভারপুল। ইংলিশ ক্লাবটির হয়ে এ পর্যন্ত ৫৮ ম্যাচে ১৪টি গোল ও ৯টি গোলে সহায়তা করেছেন দিয়াজ।

আরও পড়ুন

মা–বাবার অপহরণের খবর পেয়েই কলম্বিয়ায় ছুটে গেছেন দিয়াজ, যে কারণে ইংলিশ প্রিমিয়ার লিগে গত পরশু নটিংহাম ফরেস্টের বিপক্ষে ম্যাচটিতে তিনি ছিলেন না। ২৬ বছর বয়সী উইঙ্গার না থাকলেও লিভারপুলের জিততে কোনো সমস্যা হয়নি। ঘরের মাঠ অ্যানফিল্ডে ইয়ুর্গেন ক্লপের দল নটিংহামকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে। লিভারপুলের প্রথম গোলটি করার পর দিয়োগো জোতা সতীর্থের মা–বাবার প্রতি সম্মান জানিয়ে দিয়াজের জার্সি প্রদর্শন করেন।