‘নেইমারদের নাচ প্রতিপক্ষের প্রতি অসম্মানজনক’
রয় কিন ইংলিশ ফুটবলে খ্যাপাটে চরিত্র। ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি মনের কথা বলতে কোনো রাখঢাক রাখেন না। ওল্ড ট্রাফোর্ডের দিনগুলোতে স্যার অ্যালেক্স ফার্গুসনকেও কথা বলতে ছাড়েননি এই আইরিশ কিংবদন্তি।
কিংবা ২০০২ বিশ্বকাপ শুরুর কিছুদিন আগের সেই ঘটনাটা—অনুশীলন গ্রাউন্ড পছন্দ না হওয়ায় আয়ারল্যান্ড কোচ মাইক ম্যাকার্থির সঙ্গে একচোট বচসার জের ধরে বিশ্বকাপ দলেই জায়গা হারিয়েছিলেন কিন। ২০০৬ সালে পেশাদার ফুটবল ছেড়ে কোচিংয়ে নেমে সেভাবে সুবিধা করতে পারেননি।
কিন অনেক দিন ধরেই টিভি ও সংবাদমাধ্যমে বিশেষজ্ঞ মতামত রাখছেন। ব্রাজিল ও দক্ষিণ কোরিয়া ম্যাচ নিয়ে কিনের একটি মন্তব্য ঝড় তুলেছে ব্রাজিলিয়ানদের মধ্যে।
এশিয়ার দলটিকে কাল রাতে শেষ ষোলোয় ৪-১ গোলে বিধ্বস্ত করে ব্রাজিল। প্রথমার্ধের ৩৬ মিনিটের মধ্যেই ৪ গোল করেছে ব্রাজিল। আধিপত্য বিস্তার করে জয় তুলে নেওয়া বলতে যা বোঝায়, তিতের দল ঠিক সেভাবে খেলেছে। আর এর সঙ্গে যোগ হয়েছিল নাচ।
প্রতিটি গোলের পরই নেচেছেন নেইমার-ভিনিসিয়ুসরা। কিনের আবার তা পছন্দ হয়নি। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে চ্যাম্পিয়নস লিগ এবং ৭ বার লিগজয়ী ৫১ বছর বয়সী সাবেক এই মিডফিল্ডার ব্রিটিশ সংবাদমাধ্যম ‘আইটিভি’কে বলেছেন, নেইমারদের এই নাচ অসম্মানজনক।
ব্রাজিলের জয়ের পর আইটিভিতে নিজের ক্ষোভ ঝাড়েন কিন, ‘দেখে বিশ্বাস হচ্ছিল না। জীবনে কখনো (মাঠে) এত নাচ দেখিনি। মনে হচ্ছিল “স্ট্রিকলি কাম ড্যান্সিং” (ব্রিটিশ ড্যান্স শো) দেখছি। আমি জানি এটা ওদের সংস্কৃতির অংশ। তবে প্রতিপক্ষের প্রতি এটা সত্যিই অসম্মানজনক।’
প্রথম গোলের পর নেইমারদের নাচ মেনে নিচ্ছেন কিন। কিন্তু পরে ব্রাজিল কোচেরও তাতে যোগ দেওয়া ভালো লাগেনি কিনের, ‘৪টি গোল হয়েছে, সব গোলেই তারা নেচেছে। প্রথম গোলের পর নাচ কিংবা সেটা যা–ই হোক না কেন, মেনে নেওয়া যায়। কিন্তু তারপর কোচও যোগ দিয়েছেন। এটা আমার পছন্দ হয়নি। এটা ভালো কিছু মনে হয়নি।’
ব্রাজিল কোচ তিতে সংবাদ সম্মেলনে এই বিতর্ক নিয়ে কথা বলেছেন, ‘আমি সাবধানী মানুষ। জানতাম, এমন কিছু লোক থাকবে, যারা এটাকে (প্রতিপক্ষের প্রতি) অসম্মানজনক বলে মনে করবে। এটা মোটেও প্রতিপক্ষের প্রতি কিংবা পাওলো বেন্তোর প্রতি অসম্মানজনক কিছু ছিল না। তাকে আমি অনেক শ্রদ্ধা করি।’
রয় কিনের মন্তব্যকে ব্রাজিলিয়ানরা ভালোভাবে নেয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্রাজিলিয়ানদের ট্রলের শিকার হচ্ছেন। ইংলিশ প্রিমিয়ার লিগে কিনের একটি ফাউলের ছবি টুইট করে ব্রাজিলের এক ভক্ত লিখেছেন, ‘এটা অসম্মানজনক নয়, তাই না কিন?’
আরেকটি পোস্টে কিনের অন্য এক ছবি পোস্ট করেন ব্রাজিলের এক সমর্থক। সেখানে দেখা যায়, প্রিমিয়ার লিগের একটি ম্যাচে প্রতিপক্ষের বুক বুট দিয়ে মাড়িয়ে দেওয়ার ভঙ্গি করছেন কিন। ভক্তটি ক্যাপশনে লিখেছেন, ‘রয় কিন প্রতিপক্ষকে সম্মান দিচ্ছে।’