ফিফা রেফারি ইব্রাহিম নেসার আর নেই
৩৬ বছর আগে ধূপখোলা মাঠেই হয়েছিল তাঁর রেফারিংয়ের হাতেখড়ি। দেশের ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে রেফারিং করেছেন এরপর। দেশের গণ্ডি পেরিয়ে পেয়েছেন আন্তর্জাতিক ফুটবল রেফারিদের সর্বোচ্চ স্বীকৃতি ‘ফিফা ব্যাজ’। দেশে–বিদেশে পরিচালনা করেছেন ৩০টি আন্তর্জাতিক ম্যাচ। দেশের ফুটবলের পরিচিত রেফারি ইব্রাহিম নেসার (৬২) গতকাল মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে ইব্রাহিম নেসার এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। মৃত্যুর আগপর্যন্ত তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের রেফারিজ কমিটির ডেপুটি চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।