প্রিয় ক্লাবের খেলা দেখতে গিয়ে গ্যালারিতেই মারা গেলেন গ্রানাদা সমর্থক

ম্যাচ পরিত্যক্ত ঘোষিত হওয়ার পর বের হয়ে যাচ্ছেন গ্রানাদা সমর্থকেরাএএফপি

ঘরের মাঠে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে খেলছিল গ্রানাদা। ১৮ মিনিট চলার পর লা লিগার ম্যাচটি থামিয়ে দেন রেফারি। গ্রানাদার নুয়েভো লস কারমেনেস স্টেডিয়ামের গ্যালারিতে একজন দর্শক অসুস্থ হয়ে পড়াতেই এ সিদ্ধান্ত। রোববারের ম্যাচটি আর শুরু করা যায়নি। গ্রানাদার সমর্থক ওই দর্শক যে মারা গেছেন গ্যালারিতেই। ম্যাচটি পরিত্যক্ত হওয়ার আগে ১-০ গোলে এগিয়ে ছিল বিলবাও।

চিকিৎসাসেবা দরকার—গ্যালারি থেকে এ আহ্বান শোনার পরই বন্ধ হয়ে যায় খেলা। বিলবাওয়ের গোলরক্ষক উনাই সিমোন দর্শকের অসুস্থ হওয়ার খবর জানান কর্মকর্তাদের। সিমোনকে হাততালি দিয়ে অভিনন্দন জানান দর্শকেরা।

১৮ মিনিট চলার পর বন্ধ হয়ে যায় খেলা
এএফপি

দুই দলের খেলোয়াড়েরা প্রায় ২০ মিনিট মাঠে অবস্থানের পর ড্রেসিংরুমে চলে যান। এ সময়ে লাউড স্পিকারে ম্যাচ পরিত্যক্তের ঘোষণা দিয়ে দর্শকদের স্টেডিয়াম ছাড়ার অনুরোধ জানান।

পরে লা লিগা কর্তৃপক্ষ নিশ্চিত করে ‘একজন সমর্থকের মর্মান্তিক মৃত্যুর’ কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে ম্যাচটিকে। সংস্থাটি জানিয়েছে, ম্যাচটি আবার কবে হবে, সেটি পরে জানানো হবে।

গ্রানাদা ক্লাব এক বিবৃতিতে জানিয়েছে, মারা যাওয়া সমর্থক তাদের ক্লাবের সিজন টিকিটধারী ছিলেন।

আরও পড়ুন