খেলার সূচি
দল পরিচিতি
ব্রাজিল: নেইমার-ভিনিসিয়ুস-রিচার্লিসনদের থামানো প্রায় অসম্ভব
ফুটবলই তাদের ধর্ম, ফুটবলই তাদের উৎসব। আর বিশ্বকাপের সোনালি ট্রফিটা যেন তাদের প্রণয়িনী। বিশ্বকাপ খেলে অনেক দলই, ব্রাজিল খেলে শুধু সেই সোনালি ট্রফিটাতে চুমু খাওয়ার জন্য। আটলান্টিক মহাসাগরের কোলঘেঁষা দেশটিকে তাই চার বছর পরপর সেই ট্রফি হাতছানি দিয়ে ডাকে। সেই ডাকে যুগে যুগে সাড়া দিয়েছেন পেলে-গারিঞ্চা-জাগালো-জেয়ারজিনহো-তোস্তাও থেকে শুরু করে রোনালদো-রিভালদো-রোনালদিনিওরা। এখন সময় এসেছে নেইমার-কাসেমিরো-থিয়াগো সিলভাদের। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা জার্সিতে তারকার সংখ্যা ছয়টা করার চেষ্টা করে যাচ্ছে সেই ২০০৬ জার্মানি বিশ্বকাপ থেকেই। হচ্ছে না, হচ্ছে না করে দুই দশক হয়ে গেছে সর্বশেষ ট্রফি জয়ের। দানি আলভেজ-থিয়াগো সিলভাদের তো যাওয়ার সময় হয়েছেই, চার বছর পর আরও একবার চেষ্টা করতে গেলে নেইমারকেও খেলতে হবে ৩৪ বছরের বুড়ো হাড় নিয়ে। সেই অনিশ্চয়তায় কে থাকতে চায়!
২০০৬ থেকে ২০১৮—সর্বশেষ চারবারই ব্রাজিলের বিশ্বকাপ পথচলা শেষ হয়েছে নকআউট পর্বে ইউরোপিয়ান প্রতিপক্ষের কাছে হেরে। তিনবার কোয়ার্টার ফাইনালে, ২০১৪ সালে সেমিফাইনালে। রাশিয়া বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে ব্রাজিলকে বিদায় করে দেয় বেলজিয়ামের সোনালি প্রজন্ম। চার বছর পর এই ব্রাজিল আরও পরিণত, আরও ক্ষুরধার। এবার নেইমার-ভিনিসিয়ুস জুনিয়র-রিচার্লিসনদের থামানো আসলেই প্রায় অসম্ভব লাগছে।...আরও