ক্রোয়েশিয়া: বড় কিছুর প্রত্যাশা নিয়ে কাতারে
ক্রোয়েশিয়া

খেলার সূচি

এফ
আল বায়ত স্টেডিয়াম, আল খোর
মরক্কো
মরক্কো
ক্রোয়েশিয়া
ক্রোয়েশিয়া
২৩ নভেম্বর
বিকেল ৪টা
এফ
খলিফা স্টেডিয়াম, আল রাইয়ান
ক্রোয়েশিয়া
ক্রোয়েশিয়া
কানাডা
কানাডা
২৭ নভেম্বর
রাত ১০টা
এফ
আহমেদ বিন আলী স্টেডিয়াম,আল রাইয়ান
ক্রোয়েশিয়া
ক্রোয়েশিয়া
বেলজিয়াম
বেলজিয়াম
১ ডিসেম্বর
রাত ৯টা

দল পরিচিতি

ক্রোয়েশিয়া: বড় কিছুর প্রত্যাশা নিয়ে কাতারে

রবার্ট প্রসেনিস্কি, জভেনেমির বোবান ও ডেভর সুকারদের প্রজন্ম আলো ছড়িয়েছিল ১৯৯৮ বিশ্বকাপে। সেমিফাইনালে উঠেছিল ক্রোয়েশিয়া। ২০ বছর পর বিশ্বকাপে দেশকে আরও এক ধাপ ওপরে তোলেন লুকা মদরিচ–ইভান রাকিতিচদের প্রজন্ম। রাকিতিচ এবার নেই। কিন্তু চিরসবুজ মদরিচ আছেন আর তাঁকে নিয়েই ক্রোয়েশিয়ার এবারের দলটাকে বলা হচ্ছে ‘ক্লাস অব ২০১৮’—তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে যেকোনো প্রতিপক্ষকে বিপদে ফেলার মতো শক্তি আছে বলকান দেশটির।

২০১৮ বিশ্বকাপ ফাইনালে খেলা ক্রোয়েশিয়ার সেই দল থেকে অন্তত ১০ জন এবারের বিশ্বকাপে থাকবেন। এ ছাড়া আতালান্তা উইঙ্গার মারিও পাসালিচ ও লাইপজিগ ডিফেন্ডার ইয়োসকো গাভার্দিয়ালের ওপরও চোখ আছে অনেকের। সব মিলিয়ে নকআউট পর্বে ক্রোয়েশিয়াকে এড়াতে চাইবে যেকোনো দল।

শক্তি

মাঝমাঠে সবাই ‘বল প্লেয়ার’—মদরিচ, মাতেও কোভাচিচ ও মার্সেলো ব্রোজোভিচ। দেশের হয়ে তিনজন মিলিয়ে তিন শর বেশি ম্যাচ খেলেছেন। ৩৭ বছর বয়স হলেও মাঝমাঠে মদরিচ একাই যেকোনো ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারেন।

দুর্বলতা

গোলপোস্ট ও গোল করায় দুর্বলতা আছে। পোস্টের নিচে আস্থা রাখার মতো কাউকে এখনো খুঁজে পায়নি জ্লাতকো দালিচের দল। আক্রমণভাগেও নেই নির্ভরযোগ্য কোনো স্ট্রাইকার। রক্ষণভাগে প্রতিপক্ষের সেট পিসে মাঝেমধ্যেই বিপদে পড়ে ক্রোয়েশিয়া।

প্রত্যাশা ও বাস্তবতা

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোয় ওঠার চেষ্টা করবে ক্রোয়েশিয়া। শেষ ষোলোয় স্পেন অথবা জার্মানির মধ্যে যেকোনো একটি কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হতে হবে। বাস্তবতা হলো, শেষ ষোলোতেই সবচেয়ে কঠিন লড়াইয়ের সম্মুখীন হতে হবে। এই বাধা টপকাতে পারলে আরও বড় কিছুর আশা করতে পারে ক্রোয়েশিয়া।...আরও

স্কোয়াড

জ্লাতকো দালিচ
জ্লাতকো দালিচ
কোচ
দমিনিক লিভাকোভিচ
দমিনিক লিভাকোভিচ
গোলরক্ষক
ইভান পেরিসিচ
ইভান পেরিসিচ
ফরোয়ার্ড

এক নজরে

ফিফা র‍্যাঙ্কিং
১২
বিশ্বকাপে অংশগ্রহণ
ইয়োসিপ স্তানিসিচ
ইয়োসিপ স্তানিসিচ
ডিফেন্ডার
বোরনা বারিসিচ
বোরনা বারিসিচ
ডিফেন্ডার
মার্তিন এরলিচ
মার্তিন এরলিচ
ডিফেন্ডার
দেয়ান লোভরেন
দেয়ান লোভরেন
ডিফেন্ডার
বোরনা সোসা
বোরনা সোসা
ডিফেন্ডার
ইওস্কো গাভারদিওল
ইওস্কো গাভারদিওল
ডিফেন্ডার
দমাগই ভিদা
দমাগই ভিদা
ডিফেন্ডার
ইয়োসিপ ইয়ুরানোভিচ
ইয়োসিপ ইয়ুরানোভিচ
ডিফেন্ডার
ইয়োসিপ সুতালো
ইয়োসিপ সুতালো
ডিফেন্ডার
লোভরো মায়ের
লোভরো মায়ের
মিডফিল্ডার
মাতেও কোভাচিচ
মাতেও কোভাচিচ
মিডফিল্ডার
লুকা মদরিচ
লুকা মদরিচ
মিডফিল্ডার
মার্সেলো ব্রজোভিচ
মার্সেলো ব্রজোভিচ
মিডফিল্ডার
নিকোলা ভ্লাসিচ
নিকোলা ভ্লাসিচ
মিডফিল্ডার
মারিও পাসালিচ
মারিও পাসালিচ
মিডফিল্ডার
লুকা সুচিচ
লুকা সুচিচ
মিডফিল্ডার
ক্রিস্তিয়ান ইয়াকিচ
ক্রিস্তিয়ান ইয়াকিচ
মিডফিল্ডার
আন্দ্রেই ক্রামারিচ
আন্দ্রেই ক্রামারিচ
ফরোয়ার্ড
মার্কো লিভায়া
মার্কো লিভায়া
ফরোয়ার্ড
ব্রুনো পেতকোভিচ
ব্রুনো পেতকোভিচ
ফরোয়ার্ড
আন্তে বুদিমির
আন্তে বুদিমির
ফরোয়ার্ড
মিসলাভ ওরসিচ
মিসলাভ ওরসিচ
ফরোয়ার্ড
ইভো গরবিচ
ইভো গরবিচ
গোলরক্ষক
ইভিকা ইভুসিচ
ইভিকা ইভুসিচ
গোলরক্ষক