ইংল্যান্ড : এবার কি ঘরে ফিরবে ফুটবল

খেলার সূচি

বি
খলিফা স্টেডিয়াম, আল রাইয়ান
ইংল্যান্ড
ইংল্যান্ড
ইরান
ইরান
২১ নভেম্বর
সন্ধ্যা ৭টা
বি
আল বায়ত স্টেডিয়াম, আল খোর
ইংল্যান্ড
ইংল্যান্ড
যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্র
২৫ নভেম্বর
রাত ১টা
বি
আহমেদ বিন আলী স্টেডিয়াম,আল রাইয়ান
ওয়েলস
ওয়েলস
ইংল্যান্ড
ইংল্যান্ড
২৯ নভেম্বর
রাত ১টা

দল পরিচিতি

ইংল্যান্ড : এবার কি ঘরে ফিরবে ফুটবল

ববি মুর যখন রানি দ্বিতীয় এলিজাবেথের হাত থেকে বিশ্বকাপ ট্রফি গ্রহণ করেন, রানির বয়স ছিল ৪০ বছর। এরপর আরও ৫৬ বছর বেঁচে ছিলেন রানি। ইংল্যান্ড ফুটবল দলকে দ্বিতীয়বার আর বিশ্বকাপ জিততে দেখেননি। এ বছর পৃথিবী ত্যাগ করার আগে রানির এ নিয়ে আক্ষেপ ছিল কি না কে জানে। তবে ৫০ বছর বা তার কম বয়সী ইংলিশ সমর্থকদের আক্ষেপটা রয়েই গেছে।

আক্ষেপ মোচনের ভালো সুযোগ এসেছিল চার বছর আগে। কম প্রত্যাশার ভার নিয়ে রাশিয়ায় যাওয়া ইংল্যান্ড দল গ্রুপ আর নকআউটের দুটি ধাপ টপকে পৌঁছে গিয়েছিল সেমিফাইনালে। তবে শেষ চারের খেলায় ক্রোয়েশিয়ার কাছে অতিরিক্ত সময়ের গোলে হেরে ফিরতে হয় বিফল মনোরথে। গ্যারেথ সাউথগেটের দল ইংল্যান্ডকে আশা দেখিয়েছিল ২০২০ ইউরোতেও। ওয়েম্বলিতে মহাদেশীয় ফুটবলের ফাইনালও খেলেন হ্যারি কেইন-রাহিম স্টার্লিংরা। তবে টাইব্রেকারে হেরে আবারও হৃদয় ভাঙে ইংলিশদের।

একটি শিরোপা জয়ের হাহাকার যখন তীব্র থেকে তীব্রতর হয়ে উঠেছে, তখন কাতার বিশ্বকাপের আগে কেমন যেন খেই-ও হারিয়ে ফেলেছে ইংল্যান্ড। জয়হীন কেটেছে অনেকগুলো ম্যাচ। অবনমন ঘটেছে উয়েফা নেশনস লিগের শীর্ষ গ্রুপ থেকেও। এরপরও বরাবরের মতোই বিশ্বকাপ নিয়ে আশাবাদী ইংলিশরা। চার বছর আগে প্রত্যাশার মাত্রা নিচে থাকার পরও যখন সেমিফাইনালে ওঠা গেছে, সাম্প্রতিক কালের সবচেয়ে প্রতিভাবান স্কোয়াড নিয়ে এবার আরও এক–দুই ধাপ বেশি কেন নয়?...আরও

স্কোয়াড

গ্যারেথ সাউথগেট
গ্যারেথ সাউথগেট
কোচ
হ্যারি কেইন
হ্যারি কেইন
ফরোয়ার্ড
জর্ডান পিকফোর্ড
জর্ডান পিকফোর্ড
গোলরক্ষক

এক নজরে

ফিফা র‍্যাঙ্কিং
বিশ্বকাপে অংশগ্রহণ
১৫
বিশ্বকাপে জয়ী
কাইল ওয়াকার
কাইল ওয়াকার
ডিফেন্ডার
লুক শ
লুক শ
ডিফেন্ডার
ডেকলান রাইস
ডেকলান রাইস
মিডফিল্ডার
জন স্টোনস
জন স্টোনস
ডিফেন্ডার
হ্যারি ম্যাগুয়ার
হ্যারি ম্যাগুয়ার
ডিফেন্ডার
জ্যাক গ্রিলিশ
জ্যাক গ্রিলিশ
ফরোয়ার্ড
জর্ডা্ন হেন্ডারসন
জর্ডা্ন হেন্ডারসন
মিডফিল্ডার
রাহিম স্টার্লিং
রাহিম স্টার্লিং
ফরোয়ার্ড
মার্কাস রাশফোর্ড
মার্কাস রাশফোর্ড
ফরোয়ার্ড
কিয়েরান ট্রিপিয়ার
কিয়েরান ট্রিপিয়ার
ডিফেন্ডার
নিক পোপ
নিক পোপ
গোলরক্ষক
ক্যালভিন ফিলিপস
ক্যালভিন ফিলিপস
মিডফিল্ডার
এরিক ডায়ার
এরিক ডায়ার
ডিফেন্ডার
কনর কোডি
কনর কোডি
ডিফেন্ডার
বুকায়ো সাকা
বুকায়ো সাকা
ফরোয়ার্ড
ট্রেন্ট আলেকজান্ডার আরনল্ড
ট্রেন্ট আলেকজান্ডার আরনল্ড
ডিফেন্ডার
ম্যাসন মাউন্ট
ম্যাসন মাউন্ট
মিডফিল্ডার
ফিল ফোডেন
ফিল ফোডেন
মিডফিল্ডার
বেন হোয়াইট
বেন হোয়াইট
ডিফেন্ডার
জুড বেলিংহাম
জুড বেলিংহাম
মিডফিল্ডার
অ্যারন রামসডেল
অ্যারন রামসডেল
গোলরক্ষক
ক্যালাম উইলসন
ক্যালাম উইলসন
ফরোয়ার্ড
জেমস ম্যাডিসন
জেমস ম্যাডিসন
মিডফিল্ডার
কনর গ্যালাঘার
কনর গ্যালাঘার
মিডফিল্ডার