জার্মানি: যত বেশি ম্যাচ, ততই বিপজ্জনক

খেলার সূচি

খলিফা স্টেডিয়াম, আল রাইয়ান
জার্মানি
জার্মানি
জাপান
জাপান
২৩ নভেম্বর
সন্ধ্যা ৭টা
আল বায়ত স্টেডিয়াম, আল খোর
স্পেন
স্পেন
জার্মানি
জার্মানি
২৭ নভেম্বর
রাত ১টা
আল বায়ত স্টেডিয়াম, আল খোর
কোস্টারিকা
কোস্টারিকা
জার্মানি
জার্মানি
১ ডিসেম্বর
রাত ১টা

দল পরিচিতি

জার্মানি: যত বেশি ম্যাচ, ততই বিপজ্জনক

শুধু শিরোপা জয় কেন, বিশ্বকাপ ফুটবলের ফাইনালে ওঠাও তো সাফল্য। সে হিসেবে বিশ্বকাপে জার্মানিই সবচেয়ে সফল। জার্মানি ছাড়া আর কোনো দল আটবার ফাইনালে উঠতে পারেনি। শিরোপা জয়ের দিক থেকেও চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের চেয়ে এগিয়ে শুধু ব্রাজিল। কিন্তু ঐতিহ্যে জার্মানি কারও চেয়ে পিছিয়ে নেই। মাঠে শেষ পর্যন্ত লড়ে যাওয়া, ‘যান্ত্রিক’ এবং ‘কিলিং ইনস্টিঙ্কট’–এর জন্য পরিচিত জার্মান ফুটবলের শিকড়টা চিনিয়ে দিয়েছেন গ্যারি লিনেকার, ‘ফুটবল খেলাটা সরল; ২২ জন লোক ৯০ মিনিট ধরে একটি বল তাড়া করে, শেষ পর্যন্ত জার্মানরাই জেতে।’

কিন্তু রাশিয়ায় গত সংস্করণে কথাটা উল্টে যায়। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা বাদ পড়ে যায় গ্রুপ পর্ব থেকে। ৮০ বছর পর জার্মানি বাদ পড়েছিল বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে। নুনের ছিটা হিসেবে দুই বছর পর শেষ ষোলো থেকে বাদ পড়ে ইউরোও পরিণত হয় দুঃস্বপ্নে। চার বছর পর সেই দুঃস্বপ্ন এখন অতীত, কাতারে তাই ভোরের আলোর খোঁজ করবে জার্মানি। মোট ১৪টি ফাইনাল ও ৭টি বড় শিরোপাজয়ী জার্মানিকে ঘিরে এবার সত্যিই উত্তুঙ্গ কোনো প্রত্যাশা নেই।

তবে দলটার নাম তো জার্মানি…কোচ হান্সি ফ্লিকের দল পুনর্গঠনের মধ্য দিয়ে যাচ্ছে, তা কারও অজানা নয়। ফ্লিক কোচ হিসেবে দারুণ প্রেরণাদায়ী। বাকিটা জার্মান ফুটবলের শিকড়ের ওপর ভরসা। দল যেমনই হোক, জার্মানি যত বেশি ম্যাচ খেলার সুযোগ করে নিতে পারবে, ততই বিপজ্জনক হয়ে উঠবে।...আরও

স্কোয়াড

হান্সি ফ্লিক
হান্সি ফ্লিক
কোচ
ম্যানুয়েল নয়্যার
ম্যানুয়েল নয়্যার
গোলরক্ষক
টমাস মুলার
টমাস মুলার
মিডফিল্ডার

এক নজরে

ফিফা র‍্যাঙ্কিং
১১
বিশ্বকাপে অংশগ্রহণ
১৯
চ্যাম্পিয়ন
ইয়োশুয়া কিমিখ
ইয়োশুয়া কিমিখ
মিডফিল্ডার
আন্টনিও রুডিগার
আন্টনিও রুডিগার
ডিফেন্ডার
ডেভিড রোউম
ডেভিড রোউম
ডিফেন্ডার
মাথিয়াস গিন্টার
মাথিয়াস গিন্টার
ডিফেন্ডার
টিলো কেরার
টিলো কেরার
ডিফেন্ডার
কাই হাভার্টজ
কাই হাভার্টজ
ফরোয়ার্ড
লিওন গোরেৎসকা
লিওন গোরেৎসকা
মিডফিল্ডার
নিকলাস_ফুলক্রুগ
নিকলাস_ফুলক্রুগ
ফরোয়ার্ড
সার্জ নাবরি
সার্জ নাবরি
ফরোয়ার্ড
মারিও গোটশে
মারিও গোটশে
মিডফিল্ডার
কেভিন_ট্রাপ
কেভিন_ট্রাপ
গোলরক্ষক
জামাল মুসিয়ালা
জামাল মুসিয়ালা
মিডফিল্ডার
নিকলাস সুলা
নিকলাস সুলা
ডিফেন্ডার
লুকাস ক্লস্টারমান
লুকাস ক্লস্টারমান
ডিফেন্ডার
ইউলিয়ান ব্রান্ট
ইউলিয়ান ব্রান্ট
মিডফিল্ডার
ইয়োনাস হফমান
ইয়োনাস হফমান
মিডফিল্ডার
লিরয় সানে
লিরয় সানে
মিডফিল্ডার
ক্রিস্টিয়ান গুন্টার
ক্রিস্টিয়ান গুন্টার
ডিফেন্ডার
ইলকায় গুন্দোয়ান
ইলকায় গুন্দোয়ান
মিডফিল্ডার
মার্ক আন্দ্রে টের স্টেগেন
মার্ক আন্দ্রে টের স্টেগেন
গোলরক্ষক
নিকো শ্লোটারবেক
নিকো শ্লোটারবেক
ডিফেন্ডার
করিম আদেয়েমি
করিম আদেয়েমি
ফরোয়ার্ড
আরমেল বেলা কচাপ
আরমেল বেলা কচাপ
ডিফেন্ডার
ইউসুফা মুকোকো
ইউসুফা মুকোকো
ফরোয়ার্ড