ইরান: সম্ভাবনার পথে যাত্রা শুরু

খেলার সূচি

বি
খলিফা স্টেডিয়াম, আল রাইয়ান
ইংল্যান্ড
ইংল্যান্ড
ইরান
ইরান
২১ নভেম্বর
সন্ধ্যা ৭টা
বি
আহমেদ বিন আলী স্টেডিয়াম,আল রাইয়ান
ওয়েলস
ওয়েলস
ইরান
ইরান
২৫ নভেম্বর
বিকেল ৪টা
বি
আল তুমামা স্টেডিয়াম, দোহা
ইরান
ইরান
যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্র
২৯ নভেম্বর
রাত ১টা

দল পরিচিতি

ইরান: সম্ভাবনার পথে যাত্রা শুরু

এশিয়ান ফুটবলে ইরান সব সময়ই বড় নাম। তবে বিশ্বকাপে গিয়ে বড় দলকে কাঁপিয়ে দেওয়ার সান্ত্বনার বেশি কিছু কখনো জোটেনি। এবার নিয়ে ষষ্ঠবার বিশ্বকাপ খেলছে ইরান। আগের পাঁচবারের একবারও প্রথম পর্ব পার হতে পারেনি। স্কটল্যান্ড (৮ বার) ছাড়া আর কোনো দেশের বিশ্বকাপ এতবার শুরুতেই শেষ হয়ে যায়নি।

বিশ্বকাপের দুই মাস আগে কোচ বদলানো ঘিরে অস্বস্তিও আছে দলের মধ্যে। গত বিশ্বকাপের পর বাদ পড়েছিলেন কার্লোস কুইরোজ। আগের দুই বিশ্বকাপের ডাগআউটে দাঁড়ানো এই পর্তুগিজ কোচকে ফিরিয়ে আনা হয়েছে সেপ্টেম্বরে। এ ছাড়া নারী অধিকার বিষয়ে ইরানজুড়ে চলা বিক্ষোভকে কেন্দ্র করেও বিভক্তি আছে দলের মধ্যে।

শক্তি

আক্রমণভাগ আর রক্ষণে অভিজ্ঞ খেলোয়াড়ের সমাবেশ। রাশিয়া বিশ্বকাপে খেলা বেশ কয়েকজন আছেন এবারের স্কোয়াডেও। আক্রমণের মূল শক্তি পোর্তোতে খেলা মেহদি তারেমি আর বায়ার লেভারকুসেনের সরদার আজমুন। গোলমুখের প্রহরী গত বিশ্বকাপে ক্রিস্টিয়ানো রোনালদোর পেনাল্টি রুখে দেওয়া আলীরেজা বেইরানভন্দ।

দুর্বলতা

কোচ বিষয়ে দলের মধ্যে বিভক্তি আছে। আজমুন চেয়েছিলেন আগের কোচ দ্রাগন স্কোচিচকে যেন রেখে দেওয়া হয়। তেরেমি–জাহানবখসরা চেয়েছিলেন কুইরোজকে। বিশ্বজুড়ে ইরান নিয়ে চলা আলোচনা–সমালোচনারও পক্ষে–বিপক্ষে বিভক্ত খেলোয়াড়দের অনেকে।

প্রত্যাশা ও বাস্তবতা

প্রথমবারের মতো গ্রুপ পর্বের বৈতরণি পার হওয়ার সম্ভাবনা আছে। অভিজ্ঞতা বিবেচনায় ওয়েলস ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে পয়েন্ট পাওয়ার আশা ইরান করতেই পারে।...আরও

স্কোয়াড

কার্লোস কুইরোজ
কার্লোস কুইরোজ
কোচ
মেহদি তারেমি ফরোয়ার্
মেহদি তারেমি ফরোয়ার্
আলীরেজা বেইরানভন্দ
আলীরেজা বেইরানভন্দ
গোলরক্ষ

এক নজরে

ফিফা র‍্যাঙ্কিং
২০
বিশ্বকাপে অংশগ্রহণ
সাদেগ মোহারমি
সাদেগ মোহারমি
ডিফেন্ডার
এহসান হাজশাফি
এহসান হাজশাফি
ডিফেন্ডার
শোজায়ে খলিলজাদেহ
শোজায়ে খলিলজাদেহ
ডিফেন্ডার
মিলাদ মোহাম্মদী
মিলাদ মোহাম্মদী
ডিফেন্ডার
সাইয়িদ এজতোলাহি
সাইয়িদ এজতোলাহি
মিডফিল্ডা
আলীরেজা জাহানবখশ
আলীরেজা জাহানবখশ
মিডফিল্ডার
মোর্তেজা পুরালিগাঞ্জি
মোর্তেজা পুরালিগাঞ্জি
ডিফেন্ডার
করিম আনসারিফার্দ
করিম আনসারিফার্দ
ফরোয়ার্ড
ভাহিদ আমিরি
ভাহিদ আমিরি
মিডফিল্ডার
পায়াম নিয়াজমন্দ
পায়াম নিয়াজমন্দ
গোলরক্ষক
হোসেইন কানানিজাদেগান
হোসেইন কানানিজাদেগান
ডিফেন্ডার
সামন গোদ্দোস
সামন গোদ্দোস
মিডফিল্ডার
রুজবেহ চেশমি
রুজবেহ চেশমি
ডিফেন্ডার
মেহদি তোরাবি
মেহদি তোরাবি
মিডফিল্ডার
আলী গলিজাদেহ
আলী গলিজাদেহ
মিডফিল্ডার
আলী করিমি
আলী করিমি
মিডফিল্ডার
মজিদ হোসেইনি
মজিদ হোসেইনি
ডিফেন্ডার
সরদার আজমুন
সরদার আজমুন
ফরোয়ার্ড
আহমেদ নুরুল্লাহি
আহমেদ নুরুল্লাহি
মিডফিল্ডার
আমির আবেদজাদেহ
আমির আবেদজাদেহ
গোলরক্ষক
রামিন রেজাইয়ান
রামিন রেজাইয়ান
ডিফেন্ডার
হোসেইন হোসেইনি
হোসেইন হোসেইনি
গোলরক্ষক
আবুলফজল জালালি
আবুলফজল জালালি
ডিফেন্ডার