মরক্কো: অননুমেয় আটলাসের সিংহ
মরক্কো

খেলার সূচি

এফ
আল বায়ত স্টেডিয়াম, আল খোর
মরক্কো
মরক্কো
ক্রোয়েশিয়া
ক্রোয়েশিয়া
২৩ নভেম্বর
বিকেল ৪টা
এফ
আল তুমামা স্টেডিয়াম, দোহা
বেলজিয়াম
বেলজিয়াম
মরক্কো
মরক্কো
২৭ নভেম্বর
সন্ধ্যা ৭টা
এফ
আল তুমামা স্টেডিয়াম, দোহা
কানাডা
কানাডা
মরক্কো
মরক্কো
১ ডিসেম্বর
রাত ৯টা

দল পরিচিতি

মরক্কো: অননুমেয় আটলাসের সিংহ

কাতার বিশ্বকাপ শুরুর প্রায় তিন মাস আগে বসনিয়ান কোচ ভাহিদ হালিলহজিচকে ছাঁটাই করে মরক্কো। চেলসি তারকা হাকিম জিয়েশ ও বায়ার্ন মিউনিখ ডিফেন্ডার নুসাইর মাজরাউয়ির সঙ্গে বাজে সম্পর্কের বলি হন এই কোচ। তাঁর প্রস্থানের পর জিয়েশ ও মাজরাউয়ি ফিরেও আসেন। কোচের দায়িত্ব নেন আফ্রিকার চ্যাম্পিয়নস লিগজয়ী কোচ ওয়ালিদ রেগরাগুই। তাঁর অধীনে কাতার বিশ্বকাপের প্রস্তুতি নিতে খুব কম সময়ই পেয়েছে মরক্কো। কে জানে, এটাই কাল হয়ে দাঁড়াতে পারে!

বিশ্বকাপে একবারই গ্রুপ পর্ব পেরোতে পেরেছে মরক্কো। সেটি ১৯৮৬ বিশ্বকাপে। এর বাইরে তিনবার গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে দলটি। আশরাফ হাকিমি–হাকিম জিয়েশদের নিয়ে এবার মরক্কো কেমন করবে, তার পূর্বাভাস দেওয়া কঠিন।

শক্তি

চেলসির অ্যাটাকিং মিডফিল্ডার হাকিম জিয়েশকে থামানো কঠিন হবে। ডান প্রান্ত দিয়ে বুলেট গতিতে ছুটতে অভ্যস্ত পিএসজি তারকা আশরাফ হাকিমি। তাঁর ক্রসগুলো ঠেকানোর পরীক্ষা দিতে হবে প্রতিপক্ষকে। মাঝেমধ্যে কাট ইন করে ভেতরেও ঢোকেন হাকিমি। এর পাশাপাশি সেভিয়া গোলকিপার বুনু ম্যাচের গতিপ্রকৃতিও ভালো বোঝেন। বড় স্ট্রাইকারদের পরীক্ষা নিতে অভ্যস্ত বোনো।

দুর্বলতা

নতুন কোচ আসার পর মরক্কো এখনো দল হয়ে উঠতে পারেনি। সেভিয়া ফরোয়ার্ড ইউসুফ এল–নেসেরির ধারাবাহিকতার সমস্যা আছে। রক্ষণেও মরক্কো তেমন পটু নয়। সেট পিস ও থ্রু পাস ঠেকানোয় দুর্বলতা আছে।

প্রত্যাশা ও বাস্তবতা

গ্রুপে বেলজিয়াম ও ক্রোয়েশিয়ার মতো প্রতিপক্ষ আছে। মরক্কোর প্রত্যাশা শেষ ষোলো হলেও বাস্তবতা বলছে, গ্রুপ পর্ব থেকেই তাদের বিদায় নেওয়ার সম্ভাবনা বেশি।...আরও

স্কোয়াড

ওয়ালিদ রেগরাগুই
ওয়ালিদ রেগরাগুই
কোচ
আবদেররাজাক হামদাল্লাহ
আবদেররাজাক হামদাল্লাহ
ফরোয়ার্ড
ইয়াসিন বুনু
ইয়াসিন বুনু
গোলরক্ষক

এক নজরে

ফিফা র‍্যাঙ্কিং
২২
বিশ্বকাপে অংশগ্রহণ
আশরাফ হাকিমি
আশরাফ হাকিমি
ডিফেন্ডার
নুসাইর মাজরাউয়ি
নুসাইর মাজরাউয়ি
ডিফেন্ডার
নায়েফ আগুয়ের্দ
নায়েফ আগুয়ের্দ
ডিফেন্ডার
রোমেইন সাইস
রোমেইন সাইস
ডিফেন্ডার
জাওয়াদ এল ইয়ামিক
জাওয়াদ এল ইয়ামিক
ডিফেন্ডার
আশরাফ দারি
আশরাফ দারি
ডিফেন্ডার
বদর বেনুন
বদর বেনুন
ডিফেন্ডার
ইয়াহিয়া আত্তিয়াত আল্লাহ
ইয়াহিয়া আত্তিয়াত আল্লাহ
ডিফেন্ডার
সোফিয়ান আমরাবাত
সোফিয়ান আমরাবাত
মিডফিল্ডার
হাকিম জিয়েশ
হাকিম জিয়েশ
মিডফিল্ডার
আজেদিন উনাহি
আজেদিন উনাহি
মিডফিল্ডার
আনাস জারুরি
আনাস জারুরি
মিডফিল্ডার
ইলিয়াস শাইর
ইলিয়াস শাইর
মিডফিল্ডার
জাকারিয়া আবুখলাল
জাকারিয়া আবুখলাল
মিডফিল্ডার
সেলিম আমাল্লাহ
সেলিম আমাল্লাহ
মিডফিল্ডার
সোফিয়ান বুফাল
সোফিয়ান বুফাল
মিডফিল্ডার
বিলার এল খান্নুস
বিলার এল খান্নুস
মিডফিল্ডার
ইয়াহিয়া জাবরানে
ইয়াহিয়া জাবরানে
মিডফিল্ডার
মুনির মোহাম্মদি
মুনির মোহাম্মদি
গোলরক্ষক
আহমেদ রেদা তাগনাউতি
আহমেদ রেদা তাগনাউতি
গোলরক্ষক
আবদেলহামিদ সাবিরি
আবদেলহামিদ সাবিরি
ফরোয়ার্ড
আবদে এজ্জালজুলি
আবদে এজ্জালজুলি
ফরোয়ার্ড
ইউসেফ এন–নেসরি
ইউসেফ এন–নেসরি
ফরোয়ার্ড
ওয়ালিদ শেদিরা
ওয়ালিদ শেদিরা
ফরোয়ার্ড