টেন হাগের ভাগ্যে কী আছে

এরিক টেন হাগের অধীনে ভালো অবস্থায় নেই ম্যানচেস্টার ইউনাইটেডএএফপি

বোর্নমাউথ, বায়ার্ন মিউনিখ, লিভারপুল, ওয়েস্ট হাম—সর্বশেষ চার ম্যাচে একটিও গোল করতে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড। সব প্রতিযোগিতা মিলিয়ে ইউনাইটেড টানা চার ম্যাচে গোল করতে পারেনি—এমনটা সর্বশেষ দেখা গেছে ১৯৯২ সালে।

এবারের প্রিমিয়ার লিগে ১৮ ম্যাচ খেলে ইউনাইটেডের গোলসংখ্যা ১৮। এর আগে ইংল্যান্ডের শীর্ষ লিগে ম্যানচেস্টার ইউনাইটেড প্রথম ১৮ ম্যাচে এর চেয়ে কম গোলে আটকে গিয়েছিল ১৯৭৩–৭৪ মৌসুমে।

২০২৩–২৪ মৌসুমে এরিক টেন হাগের ম্যানচেস্টার ইউনাইটেড কী দুর্দশার মধ্য দিয়ে যাচ্ছে, তার কিছুটা ফুটে উঠছে পুরোনো সব দুঃস্মৃতি ফেরানো এসব পরিসংখ্যানে। তবে ইউনাইটেডের দুর্দশা শুধু তিন–চার দশক পুরোনো অস্বস্তিকর রেকর্ডে আটকে নেই, সামনে এসে উপস্থিত প্রায় শতবর্ষের ধুলোপড়া রেকর্ডও।

চলতি মৌসুমে বড়দিনের আগেই ইউনাইটেডের হারের সংখ্যা দাঁড়িয়েছে ১৩–তে। প্রিমিয়ার লিগ যুগের সবচেয়ে বেশি শিরোপা জেতা দলটি বড়দিনের আগে সর্বশেষ এত বেশি ম্যাচ হেরেছিল ১৯৩০ সালে। সে বছর দ্য ইংলিশ ফুটবল লিগ (ইএফএল) নামে পরিচিত ইংল্যান্ডের শীর্ষ প্রতিযোগিতায় ইউনাইটেড মৌসুম শেষ করেছিল ২২ দলের মধ্যে ২২তম হয়ে। অর্থাৎ অবনমন হয়েছিল।

ইউনাইটেডে টেন হাগের ভবিষ্যৎ কী?
এএফপি

প্রশ্ন উঠেছে, স্মরণকালের ভয়াবহ বাজে অবস্থার পরও ম্যানচেস্টার ইউনাইটেড কি কোচ বদলাবে না? ইউনাইটেড লিগ পয়েন্ট তালিকায় পাঁচে থাকাবস্থায় চাকরি হারিয়েছিলেন লুই ফন গাল। জোসে মরিনিও হারিয়েছিলেন ষষ্ঠ থাকা অবস্থায়। আর ডেভিড ময়েস এবং ওলে গুনার শোলসারকে বিদায় নিতে হয়েছিল দল ৭ নম্বরে থাকতে। কিন্তু টেন হাগ দলকে ৮ নম্বরে রেখেও দিব্যি বহাল!

আরও পড়ুন

শনিবার লিগে ওয়েস্ট হামের কাছে ২-০ ব্যবধানের হারটি ছিল ২০২৩ সালে ইউনাইটেডের ২০তম। ম্যানচেস্টারের ক্লাবটি এর আগে এক পঞ্জিকাবর্ষে ২০ ম্যাচ হেরেছিল ১৯৮৯ সালে। দ্য অ্যাথলেটিক বলছে, এমন দুরবস্থার পরও টেন হাগের চাকরি টিকে আছে মূলত দুটি কারণে।

প্রথমত, তাঁকে ছাঁটাই করলে বড় অঙ্কের ক্ষতিপূরণ দিতে হবে ইউনাইটেডকে। এমন নয় যে ক্ষতিপূরণ দেওয়ার মতো অর্থ নেই ইউনাইটেডের। কিন্তু ক্লাবটি এখন বিক্রির পর্যায়ে আছে। সব ঠিক থাকলে বড়দিনের ছুটির মধ্যেই সেটার একটা সুরাহা হয়ে যেতে পারে। এই পালাবদলের সময়ে টেন হাগকে সরিয়ে দিলে দলের ভেতরে অস্থিরতা তৈরির আশঙ্কা আছে। দ্বিতীয়ত, এ মুহূর্তে খুব ভালোমানের কোচও হাতের কাছে নেই। ইউনাইটেড যাঁদের পেতে চায়, তাঁরা এখন কোনো না কোনো ক্লাবে ব্যস্ত আছেন। মৌসুমের মাঝপথে আনতে হলে অনেক আলোচনা, সময় আর অর্থের ব্যাপার আছে।
সব মিলিয়ে আপাতত চাকরি টিকে থাকছে টেন হাগের। কিন্তু আরও কত দিন টিকে থাকবে, সেটাই এখন বড় প্রশ্ন।

আরও পড়ুন