বিদায়ী বার্তায় যা বললেন পিকে

জেরার্ড পিকেছবি: এএফপি
সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় ফুটবলকে বিদায়ের ঘোষণা দিয়েছেন জেরার্ড পিকে। আগামীকাল আলমেরিয়ার বিপক্ষে বার্সেলোনার হয়ে শেষ ম্যাচটি খেলবেন তিনি। ২ মিনিট ১৭ সেকেন্ডের এক ভিডিওতে পিকে যা বলেছেন—

‘গত কয়েক সপ্তাহ, মাস ধরে অনেকেই আমাকে নিয়ে কথা বলছেন। এখন পর্যন্ত আমি কিছু বলিনি। তবে এখন আমিই আমাকে নিয়ে বলব। আপনাদের অনেকের মতোই আমিও সব সময়ই বার্সেলোনা–ভক্ত ছিলাম, আমার জন্মও একটা ফুটবল পরিবারে। খুব অল্প বয়স থেকেই আমি ফুটবলার নয়, হতে চাইতাম বার্সেলোনা–ফুটবলার।

আরও পড়ুন

‘সে বাচ্চাটার কথা কদিন ধরেই ভাবছি। ছোট্ট জেরার্ডকে যদি বলা হতো, তার সব স্বপ্নই পূর্ণ হয়েছে, তাহলে সে কী ভাবত! সে বার্সেলোনার প্রথম একাদশে খেলবে, সম্ভাব্য সব শিরোপা জিতবে। একদিন ইউরোপিয়ান ও বিশ্ব চ্যাম্পিয়ন হবে, বিশ্বের সেরাদের সঙ্গে খেলবে। দলের অধিনায়কদের একজন হবে, আজীবনের জন্য বন্ধুত্ব হবে অনেকের সঙ্গে!

‘২৫ বছর হয়ে গেল আমার বার্সেলোনায় যোগ দেওয়ার।’
এএফপি

‘২৫ বছর হয়ে গেল আমার বার্সেলোনায় যোগ দেওয়ার। আমি চলে গিয়েছিলাম, আবার ফিরে এসেছি। ফুটবল আমাকে সবকিছু দিয়েছে। বার্সেলোনা আমাকে সবকিছু দিয়েছে। আপনারা, সমর্থকেরা, আমাকে সবকিছু দিয়েছেন।

‘এখন যেহেতু সেই বাচ্চাটার সব স্বপ্ন সত্যি হয়েছে, আমি এখন আপনাদের বলতে চাই, এ যাত্রা শেষ করার সিদ্ধান্ত নিয়েছি আমি। আমি সব সময়ই বলেছি, বার্সেলোনার পর কোনো দল থাকবে না, তেমনই হবে। এ শনিবার ক্যাম্প ন্যুতে আমার শেষ।

‘আমি আরেকজন সমর্থক হয়ে যাব। দলকে সমর্থন দেব। বার্সেলোনার প্রতি ভালোবাসা আমার সন্তানদের মধ্য দিয়ে যাব। যেমন আমার মা–বাবা করেছিলেন।

‘আপনারা আমাকে জানেন। আজ অথবা কাল আমি ফিরে আসব। আপনাদের সঙ্গে ক্যাম্প ন্যুতে দেখা হবে। বার্সা দীর্ঘজীবী হোক। সব সময়।’