ঘরের মাঠে টানা ৭৯ ম্যাচ জয়ের পর ড্র করল যে দল

ঘরের মাঠে টানা ৭৯ ম্যাচ জিতেছিল বার্সেলোনার নারী দলএএফপি ফাইল ছবি

ইয়োহান ক্রুইফ স্টেডিয়াম, বার্সেলোনা নারী দলের হোম গ্রাউন্ড। প্রয়াত ডাচ কিংবদন্তির নামে স্টেডিয়ামটিকে অভেদ্য দুর্গ বানিয়ে ফেলেছে বার্সার মেয়েরা। ইয়োহান ক্রুইফ স্টেডিয়াম থেকে প্রতিপক্ষরা ১টি পয়েন্ট নিয়ে বাড়ি ফিরতে পারলেই সেটি বড় খবর হয়ে যায়। এবার যেমন খবর হলো লেভান্তে। বুধবার রাতে বার্সেলোনায় গিয়ে ১-১ গোলে ড্র করে ফিরেছে লেভান্তের মেয়েদের দল। ঘরের মাঠে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৭৯ ম্যাচ জয়ের পর পয়েন্ট হারাল বার্সা নারী দল।

এ মাঠে বুধবারের আগে সর্বশেষ ২০১৯ সালে পয়েন্ট খুইয়েছিল স্বাগতিকেরা। ২০১৮-১৯ মৌসুমের লা লিগায় ঘরের মাঠে স্পোর্তিং দি উয়েলভার কাছে ৩-২ গোলে হেরেছিল বার্সা। এবারের মেয়েদের লা লিগায় প্রথম ১৬ ম্যাচ জয়ের পর প্রথম পয়েন্ট হারিয়েছে দলটি।

কাল বার্সার একমাত্র গোলটি করেছেন সালমা পারায়উয়েলো
এএফপি ফাইল ছবি

লেভান্তের সঙ্গে ড্র করার পরও নিকট প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে আছে বার্সা। ১৭ ম্যাচে ৪৯ পয়েন্ট দলটির। সমান ম্যাচে ৪০ পয়েন্ট রিয়ালের। ইয়োহান ক্রুইফ স্টেডিয়াম থেকে ১ পয়েন্ট নিয়ে ফেরা লেভান্তে ৩৮ পয়েন্ট নিয়ে আছে তিনে।

আরও পড়ুন

বুধবারের ম্যাচে শুরুতে এগিয়ে গিয়েছিল বার্সাই। ২১ মিনিটে গোল করেন স্পেনের বিশ্বকাপজয়ী খেলোয়াড় সালমা পারায়উয়েলো। ৫৫ মিনিটে আলবা রেদোনদোর গোলে সমতায় ফেরে লেভান্তে। চার বছর পর ঘরের মাঠে ড্র করা বার্সার মেয়েরা গত বছর লিগে টানা জয়ের রেকর্ড গড়েছিল। মেয়েদের লা লিগায় টানা ৬২ ম্যাচ জয়ের পর সেভিয়ার সঙ্গে ড্র করেছিল দলটি।

আরও পড়ুন