বার্সেলোনায় কোচ হিসেবে নয়, ভিন্ন দায়িত্বে ফিরতে চান গার্দিওলা
কোচ হিসেবে পেপ গার্দিওলার সোনালি সময়ের শুরুটা হয় বার্সেলোনায়। লিওনেল মেসি, জাভি হার্নান্দেজ ও আন্দ্রেস ইনিয়েস্তাদের মতো তারকাদের নিয়ে বার্সাকে তিনটি লিগ শিরোপা ও দুটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতান গার্দিওলা। ২০০৮–০৯ মৌসুমে দলটির হয়ে জিতেছিলেন ঐতিহাসিক ট্রেবলও।
অভাবনীয় সাফল্য পাওয়া স্প্যানিশ এ কোচের আবার বার্সায় ফেরার খবর নিশ্চিতভাবেই রোমাঞ্চিত করবে সমর্থকদের। বিশেষ করে চলমান দুঃসময়ে গার্দিওলার ফেরা ক্লাবে নতুন প্রাণের সঞ্চার করতে পারে। সম্প্রতি বার্সায় ফেরা নিয়ে কথাও বলেছেন গার্দিওলা।
কাতালান ক্লাবটিতে ফিরে আসার ব্যাপারে ইতিবাচক গার্দিওলা অবশ্য কোচ হিসেবে নন, ফিরতে চান ভিন্ন দায়িত্বে। গার্দিওলা ক্লাবে ফিরতে চান মূলত প্রশাসক হিসেবে, আরও স্পষ্ট করে বললে সভাপতি হিসেবে। অর্থাৎ ক্লাব চালানোর পুরো নিয়ন্ত্রণ নিজের হাতে চান এই ম্যানচেস্টার সিটি কোচ।
সম্প্রতি স্পেনের বিশ্বকাপজয়ী নারী ফুটবলার আইতানা বোনমাতিকে নিয়ে নির্মিত ‘আইতানা বোনমাতি কনকা’ শিরোনামের একটি প্রামাণ্যচিত্রে মজা করে নিজের এ ইচ্ছার কথা জানান গার্দিওলা। যেখানে ব্যালন ডি’অরজয়ী বোনমাতিকে বিশেষ এক দায়িত্ব দিতে চাওয়ার কথাও বলেন সাবেক বার্সা কোচ।
প্রামাণ্যচিত্রে বোনমাতিকে উদ্দেশ করে গার্দিওলা বলেন, ‘আমি বিনা মূল্যেই আসব (বার্সেলোনায়)। অর্থনৈতিক কোনো জটিলতা থাকবে না। তবে সেখানে কিন্তু একটা সমস্যা আছে, যা আমি বলতে চাই। আমি কিন্তু সভাপতি হিসেবে আসব। আর তোমাকে (বোনমাতি) স্পোর্টিং ডিরেক্টর হিসেবে নিয়োগ দেব।’
গার্দিওলার কথার জবাবে মজা করেন বোনমাতিও, ‘আমি নির্দেশ দিতে পছন্দ করি এবং খুব কম নারীই এখন নির্দেশ দেওয়ার মতো অবস্থানে আছে।’ এ আলাপে গার্দিওলাকে দলের কোচ হিসেবে নিয়োগ দেওয়ার ইচ্ছার কথাও জানান বোনমাতি, ‘আমি সেখানে থাকব এবং ৮০ বছর বয়স পর্যন্ত যেহেতু তুমিও কোচিংয়ে থাকবে...।’
গার্দিওলা তখন তাৎক্ষণিকভাবে উত্তর দিয়ে বলেন, ‘চিন্তা কোরো না। ৮০ বছর বয়স পর্যন্ত কোচিং করানোর কোনো ইচ্ছা আমার নেই। দেখা যাক, শেষ পর্যন্ত কে কাকে সাইন করাতে পারি।’