গালতিয়েরের জায়গায় পিএসজির কোচ হলেন লুইস এনরিকে

পিএসজির নতুন কোচ লুইস এনরিকে

গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায়ের পর ক্রিস্তফ গালতিয়েরের পিএসজি ছাড়ার বিষয়টি প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল। মৌসুম শেষেও বারবার সামনে এসেছিল তাঁর বিদায়ের প্রসঙ্গ। এর মধ্যে গালতিয়েরের জায়গায় লুইস এনরিকের পিএসজির দায়িত্ব নেওয়ার বিষয়টিও নিশ্চিত করে ফরাসি সংবাদমাধ্যমগুলো।

যা যা অনুমান করা হয়েছিল, সবকিছুই ঘটল আজ। দিনের শুরুতে এক বিবৃতিতে গালতিয়েরের বিদায়ের বিষয়টি নিশ্চিত করে পিএসজি। আর এখন নতুন কোচ হিসেবে লুইস এনরিকের নামও জানিয়ে দিল তারা। দুই বছরের চুক্তিতে প্যারিসের ক্লাবটির দায়িত্বে এলেন সাবেক স্পেন ও বার্সেলোনা কোচ।

আরও পড়ুন

সর্বশেষ স্পেন কোচের দায়িত্ব পালন করেছিলেন এনরিকে। ২০১৮ সালে দায়িত্ব নেওয়া এই স্প্যানিয়ার্ড গত বছরের ডিসেম্বর পর্যন্ত ‘লা রোজা’দের দায়িত্বে ছিলেন। বিশ্বকাপে স্পেন দলের হতাশাজনক পারফরম্যান্সের পরই মূলত সরে দাঁড়াতে হয় তাঁকে। এর আগে স্পেনের হয়ে ইউরো ২০২০–এর সেমিফাইনালে এবং ২০২১ সালে উয়েফা নেশনস লিগের ফাইনালেও খেলেছিল এনরিকের দল। আর বার্সেলোনার হয়ে দুটি লা লিগা এবং একটি চ্যাম্পিয়নস লিগ জয়ের অভিজ্ঞতাও আছে এনরিকের।

লুইস এনরিকে ও নাসের আল খেলাইফি
ছবি: টুইটার

পিএসজির কোচ হওয়ার পর নিজের লক্ষ্য নিয়ে এনরিকে বলেছেন, ‘নতুন অভিজ্ঞতার জন্য আমি পিএসজিতে যোগ দিতে পেরে আনন্দিত। নতুন মানুষদের সঙ্গে দেখা করতে এবং নতুন ভাষা শিখতে মুখিয়ে আছি। তবে সবকিছুর ঊর্ধ্বে হচ্ছে পিএসজির দায়িত্ব পালন। কোনো সন্দেহ নেই, আমরা দারুণ একটি দল হতে যাচ্ছি।’

আরও পড়ুন

এর আগে ভিন্ন এক বিবৃতিতে গালতিয়েরের বিদায়ের বিষয়টি নিশ্চিত করে পিএসজি। যেখানে পিএসজির দায়িত্ব পালনের জন্য গালতিয়েরকে ধন্যবাদ এবং ভবিষ্যতের জন্য শুভকামনা জানায় ক্লাবটি।