ইতালির নতুন কোচ নাপোলিকে ৩৩ বছর পর লিগ জেতানো স্পালেত্তি

লুসিয়ানো স্পালেত্তিছবি: এএফপি

গত মৌসুমে নাপোলিকে সিরি ‘আ’ জেতানো লুসিয়ানো স্পালেত্তিকে জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ইতালি ফুটবল ফেডারেশন (এফআইজিসি)। পাঁচ বছর দায়িত্ব পালনের পর গত রোববার ইতালি কোচের পদ থেকে সরে দাঁড়ান রবার্তো মানচিনি। তাঁর জায়গায় ইতালি কোচের দায়িত্ব নিলেন নাপোলিকে ৩৩ বছর পর লিগ জেতানো স্পালেত্তি।

আরও পড়ুন

স্পালেত্তিকে গতকাল কোচ পদে নিয়োগ দেওয়ার ব্যাপারে এফআইজিসির বিবৃতিতে বলা হয়, ‘ইতালি জাতীয় দলের কোচের দায়িত্ব পালনে রাজি হয়েছেন লুসিয়ানো স্পালেত্তি, যা কার্যকর হবে ১ সেপ্টেম্বর থেকে।’ এফআইজিসি সভাপতি গ্যাব্রিয়েল গ্রাভিনা বলেছেন, ‘আসুন স্পালেত্তিকে অভিবাদন জানাই। জাতীয় দলের একজন দারুণ কোচের প্রয়োজন ছিল, আমি খুব খুশি যে তিনি দায়িত্বটি নিয়েছেন।’

২০২৪ ইউরো বাছাইপর্বে উত্তর মেসিডোনিয়া ও ইউক্রেনের মুখোমুখি হবে ইতালি। তার আগে স্পালেত্তিকে আনুষ্ঠানিকভাবে ইতালির কোচ হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হবে। ৬৪ বছর বয়সী এ কোচের সামনে বড় চ্যালেঞ্জ। ২০২১ ইউরো জিতলেও গত বছর কাতার বিশ্বকাপে খেলার সুযোগ পায়নি চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি। ৯ সেপ্টেম্বর উত্তর মেসিডোনিয়ার মুখোমুখি হবে ইতালি। এর তিন দিন পর মিলানে ইউক্রেনের মুখোমুখি হবে স্বাগতিকেরা।

২০১৮ সালের মে মাসে ইতালি কোচের দায়িত্ব নেওয়া মানচিনি ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে পদটি ছাড়েন। গুঞ্জন আছে, তিনি সৌদি আরব কোচের দায়িত্ব পেতে পারেন। ইতালি কোচ পদে তাঁর শূন্যতা পূরণ করতে আসা ৬৪ বছর বয়সী স্পালেত্তি গত মৌসুমে সবচেয়ে বেশি বয়সী কোচ হিসেবে সিরি ‘আ’ জিতেছেন। খেলোয়াড়ি জীবনে তেমন সাফল্য পাননি সাবেক এই মিডফিল্ডার। ইতালিয়ান কাপের ম্যাচে একবার ডিয়েগো ম্যারাডোনার জার্সি টেনে ধরেছিলেন।

আরও পড়ুন

কিন্তু কোচ হিসেবে বেশ ভালো সুনাম আছে স্পালেত্তির। আধুনিক চিন্তাভাবনার পাশাপাশি ফুটবলমস্তিষ্কও প্রখর। নাপোলির দায়িত্ব নেওয়ার আগে দুই মেয়াদে রোমার কোচ হিসেবে সুনাম অর্জন করেছিলেন স্পালেত্তি। রোমার কোচ হিসেবে দুবার ইতালিয়ান কাপ এবং একবার ইতালিয়ান সুপার কাপ জিতেছেন।

২০০৫ সালে স্পালেত্তি প্রথমবার রোমার দায়িত্ব নেওয়ার আগে চারজন কোচ পাল্টিয়েও অবনমনের শঙ্কায় ছিল রোমের ক্লাবটি। তাদের দায়িত্ব নেওয়ার আগে উদিনেসেকে তুলেছিলেন চ্যাম্পিয়নস লিগে। কৌশলগতভাবেও ইউরোপিয়ান ফুটবলে তাঁকে শ্রদ্ধার চোখে দেখেন সবাই। লিওনেল মেসি বার্সেলোনায় ‘ফলস নাইন’ হিসেবে খেলার আগে স্পালেত্তির অধীন রোমায় এই পজিশনে খেলেছেন ফ্রান্সেসকো টট্টি। তাতে রোমা ইউরোপের অন্যতম সেরা রোমাঞ্চকর দল হয়ে উঠেছিল। আর টট্টি ক্ল্যাসিক ১০ নম্বর থেকে পরিণত হয়েছিলেন গোল-মেশিনে।

ইতালির দায়িত্ব নেওয়ার পর স্পালেত্তির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে ২০২৬ বিশ্বকাপে ইতালির অংশ নেওয়া নিশ্চিত করা। সর্বশেষ দুটি বিশ্বকাপেই খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি ‘আজ্জুরি’রা। ইতালি কোচ হিসেবে স্পালেত্তি কত বছরের চুক্তি করেছেন, তা আনুষ্ঠানিকভাবে এখনো জানা যায়নি। তবে ইতালিয়ান সংবাদমাধ্যমের মতে, ২০২৬ সাল পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি করেছে এফআইজিসি। নাপোলির দায়িত্ব ছাড়ার পর থেকেই বেকার বসে ছিলেন স্পালেত্তি।

আরও পড়ুন

তবে ইতালিয়ান ক্লাবটির সঙ্গে স্পালেত্তির চুক্তিপত্রে একটি শর্তের কারণে বিষয়টি জটিল হয়ে উঠেছিল। নাপোলির সঙ্গে তাঁর চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৪ সালের জুনে। চুক্তিতে শর্ত আছে, এ সময়ের মধ্যে স্পালেত্তি নতুন কোনো দায়িত্ব নিলে তাঁকে ক্ষতিপূরণ বাবদ ৩০ লাখ ডলার দিতে হবে।

নাপোলি চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে স্পালেত্তিকে ছাড়তে রাজি হয়নি। তবে নাপোলির সঙ্গে এফআইজিসি এ বিষয়ে কোনো রফা করেছে কি না তা জানা যায়নি।