বর্ণবাদী আচরণ করাদের বিরুদ্ধে মামলা করবে ব্রাজিল ফুটবল কনফেডারেশন

ফুটবল গ্যালারিতে ব্রাজিলের দর্শকেরারয়টার্স

ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ফুটবলার ও সিবিএফ প্রেসিডেন্টের প্রতি বর্ণবাদী আচরণকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ব্রাজিলের ফুটবলাররা বিভিন্ন সময়ে বর্ণবাদের মন্তব্যের শিকার হলেও সাম্প্রতিক সময়ে তা উল্লেখযোগ্য হারে বেড়েছে। গত এক সপ্তাহে সিবিএফের ইনস্টাগ্রাম পেজে কৃষ্ণাঙ্গ ফুটবলারদের ‘বানর’ এবং সিবিএফ প্রেসিডেন্ট এদনালদো রদ্রিগেজকে ‘ইন্ডিয়ান’ বলে আক্রমণ করা হয়েছে।

এ ধরনের বর্ণবাদী আক্রমণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে সিবিএফ বিবৃতিতে লিখেছে, ‘এ ধরনের আক্রমণ যখনই ঘটবে, প্রতিটি ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমাদের গুরুত্বপূর্ণ কাজগুলোর একটি হচ্ছে বৈষম্যের বিরুদ্ধে লড়াই।’

সিবিএফ জানিয়েছে, ইনস্টাগ্রামে বর্ণবাদী আক্রমণের বিষয়ে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা, দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন কনমেবল এবং ব্রাজিল পুলিশকে জানানো হয়েছে। ব্রাজিলে বর্ণবাদী মন্তব্য অপরাধ হিসেবে আমলে নেওয়া হয়, যার সর্বোচ্চ শাস্তি পাঁচ বছরের কারাদণ্ড।

ব্রাজিল ফুটবল কনফেডারেশনের ইনস্টাগ্রামে বর্ণবাদী মন্তব্যের সংখ্যা বেড়েছে দলটির সাম্প্রতিক দুটি ম্যাচের পর। গত মঙ্গলবার মারাকানায় ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে খেলে ব্রাজিল। ম্যাচটিতে ফল ছাপিয়ে ম্যাচের আগে গ্যালারিতে দুই দলের সমর্থকদের মারামারি ও পুলিশ কর্তৃক আর্জেন্টাইন সমর্থকদের লাঠিপেটার ঘটনা তুমুল আলোচিত হয়।

আরও পড়ুন

এরপর শুক্রবার ইন্দোনেশিয়ায় অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় ব্রাজিল-আর্জেন্টিনার বয়সভিত্তিক দল। এটিতে আর্জেন্টিনার কাছে ৩-০ ব্যবধানে হারে ব্রাজিল।

এসবেরও আগে ব্রাজিলের ভিনিসিয়ুস জুনিয়র রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে নেমে একাধিকবার বর্ণবাদের শিকার হয়েছেন। গত সপ্তাহে মারাকানায় আর্জেন্টিনায় কাছে হারের পর বর্ণবাদের শিকার হয়েছেন বলে অভিযোগ করেন রদ্রিগোও।