লেভানডফস্কিদের উচ্চতা নিয়ে যা ভাবছে আর্জেন্টিনা

লিওনেল স্কালোনিছবি: এএফপি

টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে আজ রাতে পোল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এ ম্যাচে পোল্যান্ডকে হারালেই দ্বিতীয় রাউন্ডে উঠে যাবে লিওনেল মেসির দল। গ্রুপের অন্য ম্যাচে সৌদি আরব-মেক্সিকো ড্র করলে পোলিশদের সঙ্গে ড্র করেও দ্বিতীয় রাউন্ডে যাবে আর্জেন্টাইনরা। সৌদিরা জিতলে আর্জেন্টিনাকে জিততেই হবে, মেক্সিকো জিতলে ও আর্জেন্টিনা ড্র করলে আসবে গোল-পার্থক্যের হিসাব।

সৌদি আরবের বিপক্ষে প্রথম ম্যাচে আর্জেন্টিনা রক্ষণভাগে খেলিয়েছিল রাইটব্যাক নাহুয়েল মলিনা, লেফটব্যাক নিকোলাস তালিয়াফিগো, দুই সেন্টারব্যাক ক্রিস্টিয়ান রোমেরো ও নিকোলাস ওতামেন্দি। ওই ম্যাচে দুই গোল হজম করার পর মেক্সিকোর বিপক্ষে রক্ষণভাগে তিনটি পরিবর্তন আনা হয়।

শুধু নিকোলাস ওতামেন্দি নিজের জায়গা ধরে রাখেন। লেফটব্যাকে আসেন মার্কাস আকুনিয়া, রাইটব্যাকে গঞ্জালো মন্তিয়েল ও সেন্টারব্যাকে লিসান্দ্রো মার্তিনেজ। নিজেদের সর্বশেষ ম্যাচে ফলাফল পক্ষে এলেও মহাগুরুত্বপূর্ণ এ ম্যাচে আর্জেন্টিনার একাদশে পরিবর্তন আসতে পারে।

শুরুর একাদশে ফিরতে পারেন ক্রিস্টিয়ান রোমেরো। দলে জায়গা পেতে পারেন হুয়ান ফয়েথে। মূলত পোলিশ ফুটবলারদের উচ্চতার কথা মাথায় রেখেই এই পরিবর্তনগুলো আসতে পারে।

রবার্ট লেভানডফস্কি
ছবি: এএফপি
আরও পড়ুন

এ ম্যাচে পোলিশদের আক্রমণভাগের দায়িত্বে থাকবেন রবার্ট লেভানডফস্কি ও আরকাদিয়শু মিলিক। এই দুই ফুটবলারের উচ্চতা মেসিদের একটু পিছিয়ে দিচ্ছে। লেভানডফস্কির উচ্চতা ৬ ফুট ১ ইঞ্চি, মিলিকের ৬ ফুট ২ ইঞ্চি। পোল্যান্ডের বিপক্ষে খেলার সম্ভাবনা ছিল নাহুয়েল মলিনার। তবে তাঁর উচ্চতা ৫ ফুট ৮ ইঞ্চি।

সে ক্ষেত্রে এ ম্যাচে তাঁর খেলার সম্ভাবনা কমে যাচ্ছে। এ উচ্চতার কারণেই লেভাদের থামানোর দায়িত্ব পেতে পারেন ৬ ফুট ১ ইঞ্চি উচ্চতার ডিফেন্ডার হুয়ান ফয়েথ। এর সঙ্গে মেক্সিকো ম্যাচের শুরুর একাদশে না থাকলেও এ ম্যাচে ফিরতে পারেন ক্রিস্টিয়ান রোমেরো। সেন্ট্রাল ডিফেন্সে অভিজ্ঞ নিকোলাস ওতামেন্দি থাকছেন, সেটা অনেকটাই নিশ্চিত।

আরও পড়ুন

অন্যদিকে পোলিশ ডিফেন্ডারদের উচ্চতা বিপদে ফেলতে পারে মেসি, লাওতারো মার্তিনেজের পারফরম্যান্সে। পোলিশ রক্ষণভাগে সবচেয়ে বেশি উচ্চতার ফুটবলার বার্তোশ বেরেশিনস্কি। তাঁর উচ্চতাও ৬ ফুট।

সে ক্ষেত্রে সেট পিস , কর্নার থেকে উড়ে আসা বলগুলো কাজে লাগানোর ক্ষেত্রে সমস্যা হতে পারে আর্জেন্টাইন ফরোয়ার্ডদের। গড় উচ্চতাতেও পিছিয়ে আছে স্কালোনির দল। লিওনেল স্কালানির দলের গড় উচ্চতা ৫ ফুট ১০ ইঞ্চি । অন্যদিকে পোল্যান্ডের গড় উচ্চতা ৬ ফুটের চেয়ে সামান্য বেশি।

২০১৮ রাশিয়া বিশ্বকাপে এ উচ্চতার কারণেই ভুগেছিলেন মেসিরা। আইসল্যান্ডের বিপক্ষে জিততে না পারার কারণ হিসেবে অনেকেই তখন এ কারণকে সামনে এনেছিলেন। পোল্যান্ডের বিপক্ষে নিশ্চয়ই আইসল্যান্ড ম্যাচের স্মৃতি ফেরাতে চাইবে না আর্জেন্টিনা!

আরও পড়ুন