ইংলিশ প্রিমিয়ার লিগ এখন ছাঁটাইয়ের হাটবাজার

কোচ ছাঁটাইয়ের তালিকায় সর্বশেষ দুই নাম গ্রাহাম পটার ও ব্রেন্ডন রজার্সছবি : টুইটার

কোচ ছাঁটাইয়ের সংস্কৃতি থেকে বের হতে পারলেন না টড বোয়েলিও। গত বছরের এই সময়েও চেলসির মালিক হননি তিনি। দল কেনার এক বছর পার হওয়ার আগেই বিদায় করলেন দুজন কোচ—সেপ্টেম্বরে টমাস টুখেল, এপ্রিলে গ্রাহাম পটার।

শুধু চেলসিই নয়, চলতি ২০২২–২৩ মৌসুমে দুজন কোচ বরখাস্ত করেছে সাউদাম্পটনও। একজন করে বাদ দিয়েছে আরও ৮টি ক্লাব। মৌসুম শুরু করা ২০ কোচের মধ্যে টিকে আছেন মাত্র ৯ জন, ১১ জনই ছিটকে গেছেন প্রিমিয়ার লিগ ডাগআউট থেকে।

ক্লাবগুলো এভাবে ঘনঘন কোচ বদল করায় এবার রেকর্ডই গড়ে ফেলেছে প্রিমিয়ার লিগ। মৌসুম শেষ হওয়ার আগেই ছাঁটাই হয়েছেন ১২ জন কোচ। প্রিমিয়ার লিগ ইতিহাসে এক মৌসুমে এত বেশি কোচ আর কখনোই ছাঁটাই হননি।

ইংল্যান্ডের শীর্ষ লিগে সর্বোচ্চ ১০ জন কোচ বরখাস্ত হয়েছিল তিনটি মৌসুমে। সবই গেল এক দশকের মধ্যে ২০১৩–১৪, ২০১৭–১৮ ও ২০২১–২২। গত ২৬ মার্চ টটেনহাম থেকে আন্তোনিও কন্তের বিদায় ছিল এবারের দশম।

তখনই ধারণা করা হয়েছিল যে কোনো সময়ে রেকর্ডটা ভেঙে যাবে। সপ্তাহ না যেতেই রোববার এক দিনেই ছাঁটাই হন দুজন। লেস্টার সিটি থেকে ব্রেন্ডন রজার্সের চাকরি যাওয়ার কয়েক ঘণ্টা পর গ্রাহাম পটারকে একই খবর জানায় চেলসি। দলবদল ফি, দর্শকসংখ্যা আর আয়ের দিক থেকে একের পর এক রেকর্ড গড়া প্রিমিয়ার লিগ এবার রেকর্ড গড়ল কোচ ছাঁটাইয়েরও।