রিয়ালে কত টাকা বেতন পাবেন এমবাপ্পে, কত নম্বর জার্সি পরবেন

কিলিয়ান এমবাপ্পেএএফপি

সাত বছর!

প্রথমবার চেষ্টার ৭ বছর পর কিলিয়ান এমবাপ্পেকে দলে টানতে পারল রিয়াল মাদ্রিদ। পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষে ১ জুলাই ফ্রি ট্রান্সফারে রিয়ালে যোগ দেবেন এমবাপ্পে। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘গার্ডিয়ান’ জানিয়েছে, রিয়ালে বছরে দেড় কোটি থেকে ২ কোটি ইউরোর মধ্যে বেতন পাবেন এই ফরাসি তারকা।

আরও পড়ুন

স্পেনের সংবাদমাধ্যম ‘এএস’ জানিয়েছে, এমবাপ্পে রিয়ালে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া খেলোয়াড় হবেন এবং সেই অঙ্কটা হবে বছরে দেড় কোটি ইউরো। এর সঙ্গে চুক্তিতে বার্ষিক বেতন বৃদ্ধির শর্তও আছে বলে জানিয়েছে গার্ডিয়ান। বিবিসিও জানিয়েছে, এমবাপ্পে রিয়ালে দেড় কোটি ইউরো বেতন পাবেন আর সাইনিং বোনাস হিসেবে পাবেন ১৫ কোটি ইউরো। সাইনিং বোনাসের এই টাকাটা তাঁর চুক্তির পাঁচ বছর মেয়াদে ভাগে ভাগে দেবে রিয়াল।

ব্রিটিশ সংবাদমাধ্যমটির প্রতিবেদক সিড লো মাদ্রিদ থেকে করা প্রতিবেদনে আরও জানিয়েছেন, রিয়ালের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করে সাইনিং বোনাস হিসেবে ১২ কোটি ৫০ লাখ ইউরো পাবেন এমবাপ্পে। নিজের ইমেজ স্বত্ব থেকে যে আয় হবে, তার মধ্যে ৮০ শতাংশ পাবেন এই ফরোয়ার্ড। তবে নতুন খেলোয়াড়ের ক্ষেত্রে ক্লাব সাধারণত ইমেজ স্বত্ব ৫০–৫০ অনুপাতে ভাগ করে নেয়।

নাইকি, হাবলট, অরেঞ্জ, ইএ স্পোর্টস, দিওর–এর মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডগুলোর সঙ্গে ইমেজ স্বত্ব চুক্তি রয়েছে এমবাপ্পের। এসব চুক্তি থেকে এই মুহূর্তে বছরে প্রায় ৩ কোটি ইউরো পান ২০১৮ বিশ্বকাপজয়ী এই তারকা।

আরও পড়ুন

এএস জানিয়েছে, চুক্তিপত্র অনুযায়ী এমবাপ্পে রিয়ালে যোগ দেওয়ার আগে যেসব প্রতিষ্ঠানের সঙ্গে ইমেজ স্বত্ব চুক্তি করেছেন, সেসব থেকে আয়ের পুরোটাই পাবেন। রিয়ালে যোগ দেওয়ার পর যেসব প্রতিষ্ঠানের সঙ্গে ইমেজ স্বত্ব চুক্তি করবেন, সেখান থেকে মোট আয়ের ৮০ শতাংশ অর্থ পাবেন। তবে রিয়ালে যোগ দেওয়ার পর এমবাপ্পের স্পনসরসংখ্যা যে বাড়বে, তা বলা বাহুল্য।

স্প্যানিশ সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, সাইনিং বোনাস হিসেবে ১৫ কোটি ইউরো পাবেন এমবাপ্পে। আর তাঁর দেড় কোটি ইউরো বেতনের অঙ্কটি কর এবং অন্যান্য খাতে অর্থ কেটে রাখার পর। করসহ (দেওয়ার আগে) রিয়ালে এমবাপ্পের বার্ষিক বেতন হবে ২ কোটি ৬০ লাখ ইউরো। পিএসজিতে সর্বশেষ দুই মৌসুমে এমবাপ্পে করসহ বছরে ৭ কোটি ২০ লাখ ইউরো করে বেতন পেয়েছেন। কর ও অন্যান্য খাতে অর্থ কেটে রাখার পর এমবাপ্পে ফরাসি ক্লাবটিতে বছরে হাতে পেয়েছেন ৩ কোটি ২০ লাখ ইউরো করে। অর্থাৎ পিএসজির তুলনায় রিয়ালে কম বেতন পাবেন এমবাপ্পে।

রিয়ালে আপাতত ৯ নম্বর জার্সি পরবেন এমবাপ্পে। ক্লাবটির ৩৮ বছর বয়সী কিংবদন্তি লুকা মদরিচ সম্প্রতি এক বছরের চুক্তি নবায়ন করেছেন। আগামী মৌসুম খেলে ক্রোয়াট কিংবদন্তির প্রস্থানের পর তাঁর ১০ নম্বর জার্সিটি পাবেন এমবাপ্পে।

আরও পড়ুন

এএস রিয়ালে সর্বোচ্চ বেতন পাওয়া কয়েকজন খেলোয়াড়ের নাম প্রকাশ করেছে—ডেভিড আলাবা (১ কোটি ২৫ লাখ/বছরে), ভিনিসিয়ুস জুনিয়র (১ কোটি ২০ লাখ/ বছরে), লুকা মদরিচ (১ কোটি ১৫ লাখ/বছরে) এবং জুড বেলিংহাম (১ কোটি ২০ লাখ/ বছরে)। এই তালিকা অনুযায়ী, রিয়ালে সর্বোচ্চ বেতনভুক্ত খেলোয়াড়ই হতে যাচ্ছেন এমবাপ্পে। কারণ কর কেটে রাখার পরও আলাবা কিংবা ভিনিসিয়ুস থেকে অন্তত ২৫ লাখ ইউরো বেশি পাবেন এমবাপ্পে।

পিএসজি ছেড়ে রিয়ালে যোগ দিলেন এমবাপ্পে
এএফপি

গতকাল এমবাপ্পের সঙ্গে পাঁচ বছরের চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দেয় রিয়াল। ব্যাপারটি নিয়ে বহু আগে থেকে গুঞ্জন থাকলেও ১৫তম চ্যাম্পিয়নস লিগ জয়ের পর এমবাপ্পেকে নিজেদের খেলোয়াড় হিসেবে ঘোষণা করল মাদ্রিদের ক্লাবটি। তবে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা গত ফেব্রুয়ারিতে জানিয়ে দিয়েছিল, রিয়ালের সঙ্গে ৫ বছরের চুক্তি সই করেছেন এমবাপ্পে এবং আগামী ১ জুলাই থেকে তিনি আনুষ্ঠানিকভাবে রিয়ালের খেলোয়াড় হতে যাচ্ছেন।

রিয়ালের সঙ্গে চুক্তির ব্যাপারটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন এমবাপ্পে, ‘আমার স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে গর্বের সঙ্গে খুব খুশিও লাগছে। এই মুহূর্তে আমি কতটা রোমাঞ্চিত, তা কেউ বুঝবে না।’