নেইমারের ইন্টার মায়ামিতে খেলার সম্ভাবনা নিয়ে যা বললেন মেসি

মেসি–নেইমার যখন সতীর্থ ছিলেনএক্স

কদিন আগেই এক সাক্ষাৎকারে মেসিকে নিজের বন্ধু এবং আয়না বলে মন্তব্য করেছিলেন নেইমার। বলেছিলেন দুজনের গভীর বন্ধুত্বের কথাও। দুজনের অবস্থান বর্তমানে পৃথিবীর দুই মহাদেশে। তবে তাঁদের সম্পর্ক আগের মতোই অটুট আছে বলে জানিয়েছিলেন নেইমার।

এবার মেসিও কথা বলেছেন নেইমারের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে। সাংবাদিক ও টেলিভিশন ব্যক্তিত্ব হোয়াকিন আলভারেজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেইমারের সঙ্গে সম্পর্ক এবং ইন্টার মায়ামিতে দুজনের জুটি বাঁধার সম্ভাবনা নিয়ে কথা বলেছেন মেসি।

আরও পড়ুন

নেইমারের সঙ্গে নিয়মিত যোগাযোগ হয় জানিয়ে মেসি বলেছেন, ‘আমার এবং নেইমারের প্রায়ই কথা হয়। এমনকি লুইস সুয়ারেজসহ আমরা তিনজন গ্রুপ চ্যাটে একসঙ্গে কথা বলি। নেই (নেইমার) শুদ্ধ স্প্যানিশে কথা বলে। তাকে দলে (ইন্টার মায়ামিতে) টানা নিয়ে বার্তা? নাহ্‌, আমি জানি না।’

বিষয়টা কতটা কঠিন, তা জানিয়ে মেসি আরও বলেছেন, ‘সত্যি হচ্ছে, বিষয়টা এখন কঠিন। সে এখন সৌদি আরবে। আমার ধারণা, সেখানে এখনো তার চুক্তির এক বছর বাকি আছে। সে কঠিন একটা বছর পার করেছে, যেখানে সে লম্বা সময় ধরে চোটে পড়েছে। বিষয়টা এখন কঠিনই।’

মেসি–নেইমার যখন বার্সেলোনায় ছিলেন
এএফপি

মেসি–নেইমারের জুটি বাঁধা এই মুহূর্তে কঠিন হলেও ভবিষ্যতে যেকোনো কিছু হতে পারে উল্লেখ করে আর্জেন্টাইন অধিনায়ক বলেছেন, ‘এরপর, আমি জানি না। জীবন এত বেশি মোড় নেয় যে এখানে যেকোনো কিছু হতে পারে। তবে আমার মনে হয়, এই মুহূর্তে উত্তর হচ্ছে, না।’

লিওনেল মেসি ও নেইমারের বন্ধুত্বের গল্পের শুরুটা আরও আগে। ২০১৩ সালে নেইমার বার্সেলোনায় যাওয়ার পর কাছাকাছি আসেন দুজনে। ২০১৭ সালে নেইমার বার্সেলোনা ছেড়ে চলে যান পিএসজিতে। তবে শারীরিক দূরত্ব দুজনের বন্ধুত্বে ফাটল ধরাতে পারেনি। বিভিন্ন সময় একসঙ্গে আড্ডা দিতে ও ঘুরতেও দেখা গিয়েছিল তাঁদের। মাঝে নেইমারকে বার্সায় ফেরানোর চেষ্টাও করেছিলেন মেসি। তবে সে চেষ্টায় সফল হননি বার্সা কিংবদন্তি।

আরও পড়ুন

পরে মেসি যখন ফ্রি এজেন্ট হিসেবে বার্সা ছাড়তে বাধ্য হন, তখন নেইমারের প্রচেষ্টাতেই পিএসজি কিনে নেয় আর্জেন্টাইন মহাতারকাকে। এরপর ২০২১ থেকে ২০২৩ পর্যন্ত দুজন একসঙ্গে খেলেন প্যারিসের ক্লাবটিতে। ২০২৩ সালের গ্রীষ্মের দলবদলে পিএসজি ছেড়ে মেসি চলে যান যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে, আর নেইমার নিজের ঠিকানা হিসেবে বেছে নিয়েছেন সৌদি আরবের ক্লাব আল হিলালকে।