রোনালদোর চুক্তির গোপন শর্ত জানালেন ইউনাইটেডের কোচ

ক্রিস্টিয়ানো রোনালদোর ভবিষ্যৎ নিয়ে ফুটবল বিশ্বে চলছে আলোচনাফাইল ছবি

ক্রিস্টিয়ানো রোনালদোর গন্তব্য কোথায়—ইউরোপে দলবদলের বাজারে এটা এখন কোটি টাকার প্রশ্ন। ম্যানচেস্টার ইউনাইটেডে তিনি আর থাকতে চাইছেন না—এটা শোনার পর থেকে তাঁকে নিয়ে গুঞ্জনের যেন শেষ নেই! কখনো শোনা গেছে তিনি চেলসিতে নাম লেখাতে পারেন, কখনো আবার উঠে এসেছে বায়ার্ন মিউনিখের নাম।

চেলসি ও বায়ার্ন, দুটি ক্লাবই রোনালদোকে নেবে না বলে জানিয়ে দিয়েছে। এখন বাজারে গুঞ্জন, রোনালদোর সম্ভাব্য ঠিকানা আতলেতিকো মাদ্রিদ। দলবদলের বাজারে রোনালদোকে নিয়ে যতই গুঞ্জন চলুক না কেন, ইউনাইটেডের নতুন কোচ এরিক টেন হাগ পর্তুগিজ তারকাকে ওল্ড ট্রাফোর্ডেই রাখতে চান। তাঁর পরিকল্পনায় রোনালদো ভালোভাবেই আছেন—এমনটা তিনি বহুবারই বলেছেন।

আরও পড়ুন
টেন হাগ ইউনাইটেডকে ইউরোপে সেরাদের সারিতে ফেরাতে পারবেন?
ছবি: রয়টার্স

এবার তিনি জানালেন ইউনাইটেডের সঙ্গে রোনালদোর চুক্তির একটি অজানা দিক। টেন হাগ চুক্তির যে শর্তের কথা জানিয়েছেন, সেটা অনুযায়ী রোনালদোকে ২০২৪ সাল পর্যন্তও ধরে রাখতে পারবে ইউনাইটেড। প্রাক্‌–মৌসুম প্রস্তুতি ম্যাচ খেলতে এই মুহূর্তে অস্ট্রেলিয়া সফরে আছে ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটি। সেখানে এক সংবাদ সম্মেলনে রোনালদোকে নিয়ে কথা বলেছেন টেন হাগ।

ইউনাইটেডের সঙ্গে রোনালদোর বর্তমান চুক্তির মেয়াদ আরও এক বছর আছে। কিন্তু সেটা শেষ না করেই অন্যত্র চলে যেতে চাইছেন রোনালদো। টেন হাগ অবশ্য তাঁকে ছাড়তে চান না। পরিস্থিতি যখন এমন, ইউনাইটেডের ডাচ্‌ কোচ বলেন, ‘রোনালদোর চুক্তিতে এমন একটি শর্ত আছে, যেটার মাধ্যমে তাকে ২০২৪ পর্যন্ত এখানে রাখা যায়।’

আরও পড়ুন

শেষ পর্যন্ত যদি রোনালদো থেকেই যান, এই ৩৭ বছর বয়সে কি নিয়মিত শুরুর একাদশে সুযোগ পাবেন? এই প্রশ্নের উত্তরে পর্তুগিজ তারকার প্রতি আস্থা রাখার কথাই বললেন টেন হাগ, ‘আমি মনে করি, ক্রিস্টিয়ানো পারবে। সে এটা তার পুরো ক্যারিয়ারেই দেখিয়ে এসেছে। সে আমার চাহিদা সম্পর্কে জানে।’

টেন হাগের খেলার ধরনের সঙ্গে রোনালদোর মতো অসাধারণ ফুটবলাররা যে মানিয়ে নিতে পারবেন, ডাচ্‌ কোচ বললেন সেটাই, ‘আমি নির্দিষ্ট পদ্ধতিতে দলকে খেলাতে চাই। ভালো খেলোয়াড়েরা এই পদ্ধতির সঙ্গে খাপ খাইয়ে নিতে পারবে এবং দলে অবদান রাখবে। আমাদের দলে রোনালদো আছে, সে বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন।’

আরও পড়ুন
ক্রিস্টিয়ানো রোনালদো কি থাকবেন ইউনাইটেডে?
ফাইল ছবি

রোনালদো ইউনাইটেডে থাকবেন কী থাকবেন না—এই আলোচনায় বাড়তি বাতাস লেগেছে তিনি ইউনাইটেডের সঙ্গে প্রাক্‌–মৌসুম প্রস্তুতি ম্যাচ খেলতে থাইল্যান্ড আর অস্ট্রেলিয়ায় না যাওয়াতে। এখন প্রশ্ন উঠছে, ইউনাইটেড ইংল্যান্ডে ফিরে আসার পর রোনালদোকে দলের সঙ্গে পাওয়া যাবে কি না! টেন হাগ বলেন, ‘আমি এ বিষয়ে আপনাদের কিছু বলতে পারব না। বিষয়গুলো আগের মতোই আছে, কোনো পরিবর্তন নেই।’

আরও পড়ুন