অস্ট্রিয়ার কাছে ৩–১ গোলে হারল লেভানডফস্কির পোল্যান্ড

অস্ট্রিয়ার ৩–১ গোলের জয়এক্স

অস্ট্রিয়া ৩: পোল্যান্ড ১

নিজেদের প্রথম ম্যাচে হেরেছে দুই দলই। গ্রুপ ‘ডি’ থেকে পরের পর্বে যাওয়ার লড়াইয়ে টিকে থাকতে জয়টা প্রয়োজন ছিল দুই দলেরই। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে পোল্যান্ডকে ৩-১ গোলে হারিয়েছে অস্ট্রিয়া।

চোটের কারণে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলতে না পারা রবার্ট লেভানডফস্কি বদলি হিসেবে আজ দ্বিতীয়ার্ধে মাঠে নেমেছিলেন। তবে তেমন কিছুই করতে পারেননি। উল্টো দলের হার দেখেছেন।

এই জয়ে প্রথম ম্যাচে ফ্রান্সের বিপক্ষে আত্মঘাতী গোলে হারার দুঃখ কিছুটা হলেও ভোলার কথা অস্ট্রিয়ার। প্রতিযোগিতামূলক ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে এটাই অস্ট্রিয়ার প্রথম জয়।

আরও পড়ুন

প্রথমার্ধে শুরুটাও দারুণ করে অস্ট্রিয়া। শুরু থেকে ধারাবাহিক আক্রমণের ফল পেতে বেশি দেরিও হয়নি তাদের। ম্যাচের ৯ মিনিটেই  ফিলিপ মোয়েনের ক্রস থেকে হেডে গোল করেন অস্ট্রিয়ার সেন্টার ব্যাক গারনট ট্রোনার, যা উয়েফার ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে অস্ট্রিয়ার দ্রুততম গোল। পোল্যান্ড ম্যাচে সমতায় ফেরে ২৯ মিনিটে।

চোট কাটিয়ে ফিরেছেন লেভানডফস্কি
এক্স

গোল করেন পোলিশ স্ট্রাইকার পিয়াতেক। প্রথমার্ধে আর গোল পায়নি কোনো দল।
৬৬ মিনিটে দ্বিতীয়বারের মতো ম্যাচে এগিয়ে যায় অস্ট্রিয়া। গোল করেন বাউমগার্টনার।

ম্যাচের ৭৮ মিনিটে তৃতীয় গোল পায় অস্ট্রিয়া। পেনাল্টি থেকে গোল করেন মার্কো আরনাউতোভিচ। মূলত তাতেই ম্যাচের ভাগ্য লেখা হয়ে যায়। পুরো ম্যাচেই অস্ট্রিয়ারই দাপট ছিল। ৫৩ শতাংশ বল দখলে রাখা অস্ট্রিয়া পোল্যান্ডের গোলপোস্টে শট রেখেছে ৯টি।

২ ম্যাচে ১ জয়ে অস্ট্রিয়ার পয়েন্ট এখন ৩। তারা আছেও পয়েন্ট তালিকার তিনে। ‘ডি’ গ্রুপের শীর্ষ দুই দল ফ্রান্স-নেদারল্যান্ডস আজ রাত একটায় মাঠে নামবে।

আরও পড়ুন