ছবিতে রুদ্ধশ্বাস ফাইনালের গল্প

ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবলের ফাইনালে টাইব্রেকারে গণ বিশ্ববিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (এআইইউবি)। ফাইনালের ছবি তুলেছেন শামসুল হক
১ / ১৭
দুই দলের খেলোয়াড়দের নিয়ে মাঠে প্রবেশ করছেন রেফারি ও লাইন্সম্যানরা। আজ ঢাকার জাতীয় স্টেডিয়ামে
প্রথম আলো
২ / ১৭
ম্যাচ শুরুর আগে রেফারিদের সঙ্গে গণ বিশ্ববিদ্যালয় ও এআইইউবির খেলোয়াড়েরা
প্রথম আলো
৩ / ১৭
এই ট্রফিটার জন্যই লড়াই হয়েছে
প্রথম আলো
৪ / ১৭
নির্ধারিত সময়ে দুই দলই লড়েছে সমান তালে। কোনো দলই দেখা পায়নি গোলের দেখা
প্রথম আলো
৫ / ১৭
বল দখলের এই লড়াইয়ে কে জিতেছিলেন?
প্রথম আলো
৬ / ১৭
গ্যালারিতে দর্শকের কমতি ছিল না
প্রথম আলো
৭ / ১৭
টাইব্রেকারে দুই দলই গোল করে প্রথম ৬টি করে শটে। গণ বিশ্ববিদ্যালয়ের সপ্তম শটটি ফিরিয়ে দিয়েই পার্থক্য গড়েন এআইইউবির গোলরক্ষক মেহেদী হাসান
প্রথম আলো
৮ / ১৭
মেহেদী হাসানের গোল বাঁচানোর উল্লাস
প্রথম আলো
৯ / ১৭
পরের শটে এআইইউবির রাশেদুল ইসলাম জিহান গোল করতেই উল্লাসে ফেটে পড়ে এআইইউবি
প্রথম আলো
১০ / ১৭
গণ বিশ্ববিদ্যালয়ের হারের হতাশা
প্রথম আলো
১১ / ১৭
টাইব্রেকারের নায়ক মেহেদী হাসানকে শূন্যে ছুড়ে দিয়ে উদ্‌যাপন এআইইউবির
প্রথম আলো
১২ / ১৭
রানার্সআপের ট্রফি নিচ্ছে গণ বিশ্ববিদ্যালয়
প্রথম আলো
১৩ / ১৭
গণ বিশ্ববিদ্যালয়ের রাফায়েল টুডু হয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতা
প্রথম আলো
১৪ / ১৭
পুরস্কার মঞ্চে উপস্থিত আয়োজক ও অতিথিরা
প্রথম আলো
১৫ / ১৭
চ্যাম্পিয়নের পুরস্কার নিচ্ছে এআইইউবি
প্রথম আলো
১৬ / ১৭
ট্রফি নিয়ে দেখার মতোই উদ্‌যাপন করলেন এআইইউবির খেলোয়াড়েরা
প্রথম আলো
১৭ / ১৭
ট্রফি নিয়ে চ্যাম্পিয়ন এআইইউবির আনুষ্ঠানিক ফটো সেশন
প্রথম আলো