সব হারিয়ে মৌসুমের ‘সেরা ম্যাচ’ খেলার তৃপ্তি ক্লপের

জয়ের পর লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপের উচ্ছ্বাসছবি: রয়টার্স

এ মৌসুমে লিভারপুলের জন্য জেতার মতো কিছু নেই। এরই মধ্যে সম্ভাব্য প্রতিটি শিরোপার দরজা তাদের জন্য বন্ধ হয়ে গেছে। এমনকি প্রিমিয়ার লিগের সেরা চারে থাকার সম্ভাবনাও এখনো সুতোয় ঝুলছে।

এ পরিস্থিতিতে মৌসুমের শেষ ভাগে এসে লিডস ইউনাইটেডের বিপক্ষে নিজেদের ‘সেরা ম্যাচ’টি খেলেছে বলে দাবি করেছেন কোচ ইয়ুর্গেন ক্লপ। গতকাল রাতে লিডসের মাঠেই লিভারপুল জিতেছে ৬-১ গোলে। অবশ্য নিজেদের ‘সেরা ম্যাচ’ও শেষ পর্যন্ত লিভারপুলের জন্য মৌসুমটি বাঁচাতে পারবে কি না, সেটাই এখন দেখার অপেক্ষা।

আরও পড়ুন

এই মুহূর্তে লিগে বাকি থাকা ৮ ম্যাচ দিয়ে সেরা চারে ফিরতে পারলে সেটিই হবে লিভারপুলের সেরা অর্জন। কিন্তু এই কাজটিও এখন বেশ কঠিন। যদিও এই মুহূর্তে এসব সমীকরণ ভুলে জয়টাকে উপভোগ করতে চাইলেন ক্লপ, ‘আমি এই ম্যাচ নিয়ে সত্যিই আনন্দিত। আমার মনে হয় আমরা অনেকগুলো ভুল করেছি। আবার অসাধারণ গোল করেছি। কাউন্টার-প্রেসিং বিবেচনায় লম্বা সময়ের মধ্যে এটা ছিল সেরা ম্যাচ। বিভিন্ন দিক বিবেচনায় আমি মনে করি, এটা এ মৌসুমে খেলা আমাদের সেরা ম্যাচ।’

প্রিমিয়ার লিগে দারুণ এক ম্যাচ খেলেছে লিভারপুল
ছবি: রয়টার্স

নিজেদের সেরা ম্যাচ মানলেও ম্যাচে যে কিছু ভুল করেছেন, তা–ও স্বীকার করেছেন ক্লপ, ‘ম্যাচে কঠিন কিছু মুহূর্ত এসেছে। আমরা অহেতুক একটা গোল হজম করেছি। কিন্তু এ ধরনের ঘটনা ঘটতেই পারে। এসব বাদ দিলে ম্যাচটা আমাদের নিয়ন্ত্রণেই ছিল।’

আরও পড়ুন

এ মৌসুমে অবশ্য এমন নয় যে এটিই লিভারপুলের সবচেয়ে বড় ব্যবধানে পাওয়া যায়। মৌসুমের শুরুতে বোর্নমাউথকে ৯-০ গোলে হারিয়েছিল ‘অল রেড’রা, চ্যাম্পিয়নস লিগে রেঞ্জার্সকে তারা হারায় ৭-১ গোলে। আর কয়েক দিন আগে চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডকে ৭-০ গোলে উড়িয়ে দেয় লিভারপুল।

আরও পড়ুন

তবে গোল সংখ্যায় নয়, ক্লপ সেরা বিবেচনা করছেন পারফরম্যান্সের মান দিয়ে, ‘আমি ৬ গোল করা নিয়ে ভাবছি না। এটা মূলত পারফরম্যান্সের ব্যাপার। এটা জেতার মতো পারফরম্যান্স ছিল।’