অবশেষে জাতীয় দলের কিট স্পনসর পেল বাফুফে

বাংলাদেশ জাতীয় ফুটবল দলবাফুফে

বাফুফে এত দিন বিচ্ছিন্নভাবে জাতীয় দলের জন্য জার্সি স্পনসর পেয়েছিল কখনো কখনো। কিন্তু সেটার ধারাবাহিকতা ছিল না। এই প্রথম দেশীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি কিট স্পনসর পেয়েছে। দেশীয় স্পোর্টসওয়্যার ব্র্যান্ড ‘দৌড়’-এর সঙ্গে বাফুফে ভবনে চুক্তি হয়েছে।

আরও পড়ুন

চুক্তি অনুযায়ী, আগামী দুই বছর বাংলাদেশ জাতীয় ফুটবল দল, জাতীয় নারী দল ও সব বয়সভিত্তিক দলকে জার্সি, মোজা, ট্র্যাকস্যুটসহ প্রয়োজনীয় সরঞ্জাম দেবে স্পনসর প্রতিষ্ঠান। বাংলাদেশের জার্সি বিক্রি করে যে টাকা পাবে স্পনসর প্রতিষ্ঠানটি, তা থেকেও একটা অংশ দেবে বাফুফেকে।

‘দৌড়’-এর সঙ্গে দুই বছরের চুক্তি করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন
ছবি: বাফুফে

বাফুফে কর্মকর্তারা বলছেন, গত বছর তাঁরা জাতীয় দলসহ বিভিন্ন বয়সভিত্তিক দলের জন্য এক কোটি টাকার সরঞ্জাম কিনেছিলেন। এবার সেটি স্পনসরের কাছ থেকে পাওয়ার অর্থ কোটি টাকা বা তার বেশি (এ বছর অনেক খেলা) সাশ্রয় হবে। চুক্তি সই অনুষ্ঠানে ছিলেন বাফুফের সভাপতি তাবিথ আউয়াল; সহসভাপতি ও বাফুফের বিপণন কমিটির প্রধান ফাহাদ করিম; ‘দৌড়’-এর প্রতিষ্ঠাতা ও সিইও আবিদ আলম।