মার্তিনেজকে নিয়ে রোমেরাে, ‘দিবু তো একটা পাগল, অসহ্যকর’

আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজইনস্টাগ্রাম

এমিলিয়ানো মার্তিনেজ ও ক্রিশ্চিয়ান রোমেরো—দুজনই খেলেন প্রিমিয়ার লিগে। এমিলিয়ানো অ্যাস্টন ভিলায়, রোমেরো টটেনহামে। লিগে অন্তত দুবার একে অপরের মুখোমুখি হন তাঁরা। প্রিমিয়ার লিগের মৌসুম শেষে দুজনই এখন আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে খেলার অপেক্ষায়।

বছরের বেশির ভাগ সময় প্রতিপক্ষ আর কয়েক সপ্তাহের জন্য সতীর্থ হয়ে ওঠা এমিলিয়ানো রোমেরোর চোখে ‘পাগলাটে’। প্রতিপক্ষ হিসেবে ‘অসহ্যকর’। আর্জেন্টাইন সংবাদমাধ্যম ডিস্পোর্তসকে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন রোমেরো।

লিগ মৌসুম শেষে আর্জেন্টিনায় ফেরা রোমেরো জাতীয় দলের সাফল্য, মেসির সঙ্গে খেলা এবং অন্য সতীর্থদের নিয়ে কথা বলেন। দিবু নামে পরিচিত এমিলিয়ানোর কথা উঠলে রোমেরো হাসতে হাসতে বলেন, ‘দিবু তো একটা পাগল। প্রতিপক্ষ হিসেবে অসহ্যকর। এই মুহূর্তে নিজের সেরা সময় কাটাচ্ছে। আর্জেন্টাইন হিসেবে ব্যাপারটা উপভোগ করি। সে এমন একজন মানুষ, যে নিচ থেকে উঠে এসে এখন বিশ্বসেরা গোলকিপার। দেখতে ভালো লাগে। মানুষ হিসেবেও অসাধারণ।’

রোমেরো আর্জেন্টিনার সেই দলের সদস্য, যারা ২০২১ ও ২০২২ সালের মধ্যে কোপা আমেরিকা, ফিনালিসিমা ও ফিফা বিশ্বকাপ জিতেছে। এবার দলটির লক্ষ্য আরেকটি কোপা আমেরিকা জয়। আগামী মাসে যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে দক্ষিণ আমেরিকান ফুটবলের সর্বোচ্চ টুর্নামেন্টটি। আর্জেন্টিনা দলটি যথারীতি এবারও স্বপ্ন বুনছে লিওনেল মেসিকে ঘিরে। ২৬ বছর বয়সী রোমেরোও জানালেন সে কথাই, ‘সে তার চমৎকার ক্যারিয়ারে যে ট্রফিগুলো মিস করছিল, সেগুলো অর্জনে আমরা অংশ ছিলাম। তার হাতে ট্রফি তুলতে দেখাটা ছিল আরও বেশি চমৎকার। সে যত দিন থাকবে, তত দিনই আমরা উপভোগ করব।’

আরও পড়ুন

আর্জেন্টিনা জাতীয় দলে খেলার সময় রোমেরোর রুমমেট হিসেবে থাকেন লিসান্দ্রো মার্তিনেজ। গত সপ্তাহে লিসান্দ্রোর দল ম্যানচেস্টার ইউনাইটেড এফএ কাপ জিতেছে সিটিকে হারিয়ে। একজন আর্জেন্টাইনের এই সাফল্যেও খুশি রোমেরো, ‘সে বারবার চোটে পড়েছে, তবে হাল ছাড়েনি। মাঠে ফিরে দারুণ খেলেছে। ম্যানচেস্টার ইউনাইটেডে ওর মতো খেলোয়াড় নেই।’

এবারের প্রিমিয়ার লিগ সিটি জিতলেও মৌসুমের বড় একটা সময় শীর্ষে ছিল লিভারপুল, যে দলে খেলেন আরেক আর্জেন্টাইন অ্যালেক্সিস ম্যাক–অ্যালিস্টার। এই মিডফিল্ডারকে নিয়ে রোমেরো বলেন, ‘ওদের মৌসুমটা চমৎকার কাটছিল। কিন্তু শেষ দিকে কয়েকটা চোটের কারণে অবস্থান ধরে রাখতে পারেনি। তবে এরপরও, অ্যালেক্সিসের দারুণ ভূমিকা ছিল। আমি খুব খুশি।’

কোপা আমেরিকার শিরোপা ধরে রাখার অভিযানে আর্জেন্টিনার প্রথম ম্যাচ ২০ জুন কানাডার বিপক্ষে। ‘এ’ গ্রুপে অপর দুই প্রতিপক্ষ পেরু ও চিলি।

আরও পড়ুন