৫০০ গোলের মাইলফলক ছুঁয়ে দারুণ লাগছে রোনালদোর

৪ গোল করে ছন্দে ফিরেছেন রোনালদোছবি: এএফপি

সময়টা ভালো যাচ্ছিল না ক্রিস্টিয়ানো রোনালদোর। ম্যানচেস্টার ইউনাইটেডে কোচ এরিকট টেন হাগের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে ছেড়েছেন ক্লাব। বিশ্বকাপেও শেষ আট থেকে বিদায়ে স্বপ্ন ভাঙে পর্তুগিজ মহাতারকার। সৌদি আরবে এসেও হারিয়ে খুঁজছিলেন নিজেকে।

আগের ম্যাচে শেষ মুহূর্তে পেনাল্টি থেকে সৌদি লিগে নিজের প্রথম গোল করলেও, সেদিনও নিজের সেরা ছন্দে ছিলেন না ‘সিআর সেভেন’। হাতছাড়া করেছিলেন সহজ সুযোগও। তবে সব প্রশ্ন, শঙ্কা ও কটাক্ষের জবাব রোনালদো দিলেন দুর্দান্ত এক পারফরম্যান্সে।

আরও পড়ুন

আল ওয়েহদার বিপক্ষে আল–নাসরের ৪–০ গোলের জয়ে সব কটি গোলই এসেছে রোনালদোর কাছ থেকে। এই ম্যাচ দিয়ে সৌদি ফুটবলে যেন নিজের ঝাঁজটাও বোঝালেন ৩৭ বছর বয়সী এই তারকা। একই সঙ্গে এই ম্যাচ দিয়ে রোনালদো নিজের ৫০০তম লিগ গোলের চূড়াও স্পর্শ করেছেন। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে এক প্রতিক্রিয়ায় ‘দারুণ অনুভূতি’র কথা জানান রোনালদো।

রোনালদো টুইট করেন, ‘৪ গোল এবং ৫০০ লিগ গোলে পৌঁছাতে পারার অনুভূতি দারুণ। এটা দলের দুর্দান্ত এক জয়।’ দারুণ এই জয়ের পর টুইট করেছেন রোনালদোদের কোচ রুডি গার্সিয়াও। তিনি লিখেছেন, ‘দারুণ কাজ হলো।’

৫০০ গোলে নতুন মাইলফলক স্পর্শ করেছেন রোনালদো
ছবি: এএফপি

রোনালদোর ৪ গোলের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন তাঁর ভক্তরা। একজন লিখেছেন, ‘ক্রিস্টিয়ানো রোনালদো খেলার চেয়েও বড়। সর্বকালের সেরা খেলোয়াড়।’ স্বাভাবিকভাবে কেউ কেউ মেসির সঙ্গে রোনালদোর তুলনার প্রসঙ্গও সামনে এনেছেন। আগের রাতে ফ্রেঞ্চ কাপ থেকে হেরে মেসির বিদায় নেওয়ার কথাও মনে করিয়ে দিয়েছে অনেকে।

আরও পড়ুন

একজন লিখেছেন, ‘এক ম্যাচের গোল দিয়েই গত মৌসুমে মেসির মোট লিগ গোল ছোঁয়ার কাছাকাছি পৌঁছে গেছেন রোনালদো।’ আরেক রোনালদো–ভক্ত টুইটে লিখেছেন, ‘এ বছর নেইমার, মেসি ও এমবাপ্পের সম্মিলিত গোলের চেয়ে রোনালদোর গোলসংখ্যা বেশি।’

আরও পড়ুন

আল ওয়েহদার বিপক্ষে ৪ গোলের মধ্য দিয়ে সৌদি লিগে রোনালদোর গোলসংখ্যা ৫। দুর্দান্ত এই শুরুর পর এখন রোনালদো কোথায় গিয়ে থামেন, সেটাই দেখার অপেক্ষা।