ফ্যান্টাসি ফুটবল খেলে মিলবে ১০ লাখ টাকার পুরস্কার
গ্রীষ্মকালীন বিরতি শেষে আবার ফিরেছে ইউরোপিয়ান ফুটবল, একই সঙ্গে ফিরেছে ফুটবল–বিশ্বের সবচেয়ে বড় ফ্যান্টাসি গেম টুর্নামেন্ট ফ্যান্টাসি প্রিমিয়ার লিগ বা এফপিএল। এই মৌসুমে এরই মধ্যে প্রায় ৮০ লাখ ফুটবলপ্রেমী ফ্যান্টাসি খেলার জন্য এফপিএল ওয়েবসাইটে নিবন্ধন করেছেন।
এফপিএল-প্রেমীদের জন্য বাংলাদেশের অনলাইনভিত্তিক প্ল্যাটফর্ম ‘প্লে ফ্যান্টাসি ৩৬৫’-এবার ঘোষণা করেছে আকর্ষণীয় সব পুরস্কার।
পুরো মৌসুমে মোট ১০ লাখ টাকার প্রাইজমানি দেবে ‘প্লে ফ্যান্টাসি ৩৬৫’। মৌসুম সেরার প্রথম পুরস্কার হিসেবে থাকছে এক লাখ টাকা। মৌসুমের পয়েন্ট তালিকায় প্রথম ৫০ জনকেও বিভিন্ন অংকের অর্থ পুরস্কার দেওয়া হবে।
এ ছাড়া প্রতি সপ্তাহে ৫ জন বিজয়ী পাবেন মোট ৯ হাজার টাকা। এর মধ্যে সাপ্তাহিক সেরা পাবেন পাঁচ হাজার টাকা। এর বাইরে বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন ও রানার্সআপসহ সেরা দলগুলো পাবে মোট ২ লাখ ৫০ হাজার টাকা।
‘প্লে ফ্যান্টাসি ৩৬৫’–এ আয়োজনের পৃষ্ঠপোষক ইউসিবি ব্যাংক। এক বিজ্ঞপ্তিতে সংগঠনের প্রধান নির্বাহী আরিফিন সতেজ জানান, ‘ফ্যান্টাসি ৩৬৫’ সম্প্রতি ইউসিবি ব্যাংকের সঙ্গে এ বিষয়ে দীর্ঘমেয়াদি একটি চুক্তি সই করেছে।
পুরস্কারের জন্য যোগ্য হতে হলে ফ্যান্টাসিপ্রেমীদের ‘প্লে ফ্যান্টাসি ৩৬৫’–এর ওয়েবসাইটে (https://playfantasy365.games/) নিবন্ধন করতে হবে। সেখানে নাম, মুঠোফোন নম্বর, ই–মেইল অ্যাড্রেস, এফপিএল আইডি নম্বর, ইউসিবি অ্যাকাউন্ট নম্বরসহ প্রয়োজনীয় তথ্য প্রদান করে এফপিএলে অংশ নিতে হবে। নিবন্ধন গ্রহণ করা হবে আগস্টের শেষ দিন পর্যন্ত।
আরও বিস্তারিত পাওয়া যাবে ‘প্লে ফ্যান্টাসি ৩৬৫’-এর ফেসবুক পেজ (https://www.facebook.com/playfantasy365 ) ও ওয়েবসাইটে।